শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে মানবাধিকার পুরোপুরি লঙ্ঘিত :অভিযোগ মমতার

সংঘাত চায় কংগ্রেস :বিজেপি
যাযাদি ডেস্ক
  ২০ আগস্ট ২০১৯, ০০:০০
মমতা বন্দ্যোপাধ্যায়

কাশ্মীর ইসু্যতে কেন্দ্রীয় সরকারকে আবারও একহাত নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, জম্মু ও কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘন করা হচ্ছে। সোমবার 'বিশ্ব মানবতা দিবস' উপলক্ষে এক টুইটে এই দাবি করেন তিনি। এদিকে, মমতার এমন টুইটের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। কাশ্মীরকে সম্পূর্ণ রূপে ভারতের অংশ হিসেবে মমতা দেখতে চান না বলে প্রশ্ন তুলেছে দলটি। সংবাদসূত্র : এবিপি নিউজ, ইনডিয়া টুডে, টাইমস অব ইনডিয়া

সোমবার সকালে নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে টুইটটি করেন তৃণমূল নেত্রী মমতা। টুইটের প্রথম অংশে তিনি লিখেছেন, 'আজ বিশ্ব মানবিকতা দিবস। কাশ্মীরের মানুষদের অধিকার পুরোপুরিভাবে লঙ্ঘিত হচ্ছে। আমরা সবাই কাশ্মীরের মানবাধিকার ও শান্তির জন্য প্রার্থনা করি।' মানবাধিকারের প্রশ্নে তিনি কখনোই ছাড় দেননি উলেস্নখ করে মমতা অপর এক টুইটে লিখেছেন, 'মানবাধিকার রক্ষা আমার হৃদয়ের অত্যন্ত কাছের বিষয়। ১৯৯৫ সালে মানবাধিকার লঙ্ঘন এবং লকআপে মৃতু্যর প্রতিবাদে আমি ২১ দিন রাস্তায় নেমে আন্দোলন করেছি।'

জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে ভারত নিয়ন্ত্রিত ওই রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয়ার বিল পার্লামেন্টে পাস হওয়ার পর প্রথমে চুপ থেকে সরকারের বিরোধিতায় মুখ খুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। মমতার দল তৃণমূল কংগ্রেস ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে এর প্রতিবাদ জানিয়েছিল। বিলের ওপর ভোটাভুটিতে অংশ না নিয়ে রাজ্যসভা এবং লোকসভা থেকে ওয়াকআউট করেছিলেন তৃণমূল এমপিরা। এছাড়া মমতা নিজেও মোদি সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিলেন। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুলস্নাহ ও মেহবুবা মুফতিদের আটকে রাখার বিরুদ্ধে সরব হয়েছিলেন। পার্লামেন্ট বিল পাস করানোর পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

এদিকে, বিজেপির রাজ্যসভার সদস্য স্বপন দাশগুপ্ত মমতার এমন টুইটের তীব্র নিন্দা জানিয়ে বলেন, 'তিনি ঠিক কী বলতে চাইছেন, সেটা একটু স্পষ্ট করে বললে ভালো হয়। উনি কি কাশ্মীরকে পুরোপুরি ভারতের অঙ্গ হিসেবে দেখতে চান না? যদি না চান, তা হলে স্পষ্ট করে বলে দিন। সবারই বুঝতে সুবিধা হবে যে, তিনি ঠিক কী চাইছেন।'

'কাশ্মীরে সংঘাত চায় কংগ্রেস'

এদিকে, অবরুদ্ধ জম্মু ও কাশ্মীরে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সংঘাত চায় উলেস্নখ করে দলটির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ এনেছেন দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন সরকারের এই মন্ত্রীর অভিযোগ, কংগ্রেস কাশ্মীরে সংঘাত চায়, যাতে তাদের ধ্বংসাত্মক এজেন্ডার বাস্তবায়ন অব্যাহত রাখতে পারে। জিতেন্দ্র বলেন, বিরোধী দল কংগ্রেস, কাশ্মীরের স্থানীয় রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি উপত্যকায় দীর্ঘমেয়াদে সংঘাতের জন্য তৃষ্ণার্ত।

তিনি বলেন, 'বর্তমানে কাশ্মীরে সবচেয়ে শান্তিপূর্ণ সময় বিরাজ করছে। সেখানে অতীতের মতো রক্তাক্ত সংঘাতের কোনো ঘটনা ঘটেনি এখন। মোদি সরকারের সাফল্যে কংগ্রেস এবং তার মিত্ররা এখন নড়বড়ে হয়ে গেছে। তারা মন থেকে চায় সেখানে (কাশ্মীরে) সহিংসতা হোক; যাতে ধ্বংসাত্মক এজেন্ডা বাস্তবায়ন করতে পারে।' এদিকে, কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা গুলাম নবি আজাদ বলেছেন, মোদি সরকারের দাবি অনুযায়ী, যদি কাশ্মীর উপত্যকা শান্ত থাকে, তাহলে কেন সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি ও সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63065 and publish = 1 order by id desc limit 3' at line 1