শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত নই :অমর্ত্য সেন

নতুনধারা
  ২১ আগস্ট ২০১৯, ০০:০০
অমর্ত্য সেন

যাযাদি ডেস্ক

কাশ্মীর ইসু্যতে এবার মুখ খুললেন ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করে সোমবার তিনি বলেন, 'এটি যে শুধু সকল মানুষের অধিকার বজায় রাখার বিরোধিতা করেছে তাই নয়, এই পদক্ষেপে সংখ্যাগরিষ্ঠের কথাও ভাবা হয়নি। সেইসঙ্গে একজন ভারতীয় হিসেবে গর্বিত নন বলেও মন্তব্য করেছেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ। সংবাদসূত্র : এনডিটিভি

দেশটির গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি মনে করি না, গণতন্ত্র ছাড়া কোনোভাবে কাশ্মীর সমস্যার সমাধান করা সম্ভব।' ৮৫ বছর বয়সী এই অর্থনীতিবিদ আরও বলেন, 'গোটা বিশ্বে গণতান্ত্রিক আদর্শ অর্জনের জন্য এত কিছু করেছে ভারত। তবে এখন আর আমি একজন ভারতীয় হিসেবে এই সত্য নিয়ে গর্বিত নই যে, ভারতই গণতন্ত্রের পক্ষে প্রথম প্রাচ্যের দেশ ছিল। কেননা যে পদক্ষেপ নেয়া হয়েছে তাতে আমরা সেই খ্যাতি হারিয়ে ফেলেছি।'

অন্যান্য রাজ্যের লোকেরা জম্মু-কাশ্মীরে জমি কিনতে পারবে, এই কথা উলেস্নখ করে অমর্ত্য সেন বলেন, 'রাজ্যের জনগণের (জম্মু-কাশ্মীর) কথা ভেবেও কিছু সিদ্ধান্ত নেয়া উচিত। এটি এমন একটি বিষয়, যেখানে কাশ্মীরিদের বৈধ দৃষ্টিভঙ্গি রয়েছে। কারণ এটি তাদের জমি।' এছাড়া কাশ্মীরের মূলধারার রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করার বিষয়েও সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।

সরকার 'প্রতিরোধমূলক ব্যবস্থা' হিসেবে কাশ্মীরকে বিশাল নিরাপত্তার আওতায় রাখার সিদ্ধান্ত নিয়েছে, যেগুলোতে জনসাধারণের ক্ষতি হতে পারে, এমন প্রতিক্রিয়া রোধ করতেই এই পদক্ষেপ বলে বর্ণনা করেছে সরকার। এই সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করে অমর্ত্য সেন বলেন 'এটি সর্বোত্তম ঔপনিবেশিক অজুহাত। ব্রিটিশরা তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে একই ধরনের অজুহাত ব্যবহার করত। তারা এভাবেই ২০০ বছর ধরে দেশ চালিয়েছিল।' তিনি আরও বলেন, 'আমরা যখন স্বাধীনতা পেলাম, তখন প্রত্যাশা করেছিলাম, আমরা আমাদের ঐতিহ্য মেনে কাজ করব।' উলেস্নখ্য, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত ঘোষণা করে বিজেপি সরকার। এর মধ্য দিয়ে স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা হারায় জম্মু-কাশ্মীর। বিলটি ভারতের বেশ কয়েকটি শীর্ষ বিরোধী দল এবং স্বতন্ত্র রাজনৈতিক নেতারও সমর্থন পেয়েছে। এমনকি কংগ্রেস নেতাদের একটি অংশও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন। কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর থেকে 'ভূস্বর্গ' খ্যাত উপত্যকাটিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63194 and publish = 1 order by id desc limit 3' at line 1