বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রেসিডেন্ট ও পালাের্মন্ট নিবার্চনে ভোটগ্রহণ শেষ

তুরস্কে অগ্নিপরীক্ষায় এরদোয়ান

এটা মোটেই সেই তুরস্ক নয়, যা প্রত্যাশা করি : ইস্তাম্বুলে ভোটকেন্দ্রে এক ভোটার
যাযাদি ডেস্ক
  ২৪ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৪ জুন ২০১৮, ২৩:৫৯
রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও মুহাররেম ইনজে

তুরস্কে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয়া প্রেসিডেন্ট ও পালাের্মন্ট নিবার্চনে ভোটগ্রহণ রোববার শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পরই শুরু হয়েছে গণনা। এই নিবার্চনে ভোটার সংখ্যা পঁাচ কোটি ৬০ লাখের বেশি। আন্তজাির্তক অঙ্গনে তুরস্কের প্রভাবের কারণে এই নিবার্চনে বিদেশি সাংবাদিকদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। ৩৪টি দেশের ছয় শতাধিক সাংবাদিক ভোটগ্রহণের খবর সংগ্রহ করেছেন। এই নিবার্চনে এরদোয়ান আবারও নিবাির্চত হতে যাচ্ছেন বলে আভাস পাওয়া গেলেও অগ্নিপরীক্ষায় রয়েছেন পালাের্মন্ট ভোটের ফল নিয়ে। কারণ এই ভোটে তার দল একেপি সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে ভোট শেষে জানা যাচ্ছে। যার চ‚ড়ান্ত ফল পাওয়া যাবে আজ সোমবার। সংবাদসূত্র : রয়টাসর্, বিবিসি

অথৈর্নতিক সংকট মোকাবেলা এবং দেশের দক্ষিণ-পূবার্ঞ্চলের পাশাপাশি সিরিয়া ও ইরাকে কুদির্ বিদ্রোহীদের দমনে জনগণের নিরঙ্কুশ সমথর্ন লাভের প্রত্যাশায় নিবার্চন নিধাির্রত সময়ের চেয়ে ১৬ মাস এগিয়ে আনেন প্রেসিডেন্ট এরদোয়ান। গত বছর হওয়া গণভোটের ধারাবাহিকতায় এবারের নিবার্চনে জিতলে প্রেসিডেন্টের ক্ষমতা আরও বাড়ানোর প্রতিশ্রæতি দিয়েছেন এরদোয়ান; যেটা ন্যাটো সদস্যভুক্ত এ দেশটির গণতন্ত্রকে খবর্ করবে এবং একে একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাবে বলে শঙ্কা সমালোচকদের।

সমালোচকরা বলছেন, তুরস্কে এখন অল্প কিছু গণমাধ্যম খোলাখুলিভাবে সরকারের সমালোচনার সুযোগ পায়; এবারের নিবার্চনেও অন্য প্রাথীের্দর তুলনায় এরদোয়ান বেশি কভারেজ পেয়েছেন বলেও তাদের ভাষ্য ।

রোববার ভোট দিয়ে ইস্তাম্বুলেরর একটি ভোটকেন্দ্রের বাইরে ৫০ বছর বয়সী স্বাস্থ্যকমীর্ সেমা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা মোটেই সেই তুরস্ক নয়, যা আমাদের প্রত্যাশা। এখানে নাগরিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, গণতন্ত্রের অবস্থাও সঙ্গীন।

এবারের নিবার্চনে দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ইসলামপন্থি একে পাটির্র পাশাপাশি এরদোয়ানও সবচেয়ে বেশি প্রতিদ্ব›িদ্বতার মুখে পড়েছেন। এই নিবার্চনে মোট আটটি রাজনৈতিক দল প্রতিদ্ব›িদ্বতা করেছে। আর প্রেসিডেন্ট প্রাথীর্ রয়েছেন ছয়জন। তবে মূল প্রতিদ্ব›িদ্বতা হয়েছে বতর্মান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কামাল আতাতুকের্র দল সিএইচপির প্রাথীর্ মুহাররেম ইনজে’র মধ্যে। জনমত জরিপে প্রেসিডেন্ট নিবার্চনে এরদোয়ানের এগিয়ে থাকার আভাস মিলেছে। শহুরে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্র্রিয়তা থাকলেও এরদোয়ান এবারের নিবার্চনে ধমির্নরপেক্ষ ‘রিপাবলিকান পিপলস পাটির্’-এর (সিএইচপি) প্রাথীর্ মুহাররেম ইনজের শক্ত প্রতিদ্ব›িদ্বতার মুখে পড়েছেন। নিবার্চনী প্রচার শোভাযাত্রায়ও ইনজের পক্ষে বিপুল জনসমথর্ন দেখা গেছে। তবে পালাের্মন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে এরদোয়ানের দল ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পাটির্ (একেপি)।

ভোটের আগে শনিবার ইস্তাম্বুলে লাখো মানুষের এক জনসভায় সিএইচপি নেতা এরদোয়ানের নেতৃত্বে চলা তুরস্কের ‘স্বৈরতান্ত্রিক গতিমুখ’ বদলে দেয়ার প্রতিশ্রæতি দিয়েছেন। ইনজে বলেন, ‘যদি এরদোয়ান জেতেন, তাহলে আপনার ফোনে নজরদারি চলতেই থাকবে, অব্যাহত থাকবে ভয়ের রাজত্ব, আর যদি আমি জিতি, তাহলে আদালত হবে স্বাধীন।’

শনিবার এক সমাবেশে সমথর্কদের উদ্দেশে এরদোয়ান বলেন, পুননির্বাির্চত হলে তিনি বড় বড় নিমার্ণ প্রকল্পে হাত দেবেন, যেটা তুরস্ককে তার মেয়াদেই বিশ্বের অন্যতম দ্রæত বধর্নশীল অথর্নীতিতে পরিণত করতে সাহায্য করবে।

২০১৬ সালের জুলাইয়ে এরদোয়ানকে উৎখাতে এক সামরিক অভ্যুত্থানচেষ্টার পর থেকে দুই বছর ধরে যে জরুরি অবস্থা চাপিয়ে রাখা হয়েছে, জয়ী হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই সেটা তুলে নেয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন ইনজে।

জরুরি অবস্থায় তুরস্কের নাগরিকদের কিছু অধিকার স্থগিত রাখার পাশাপাশি সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে পালাের্মন্টকে পাশ কাটানোর সুযোগ দেয়া হয়েছে। দুই বছর আগের ওই অভ্যুত্থানচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নিবাির্সত ধমীর্য় নেতা ফেতুল্লাহ গুলেনের ওপর দায় চাপিয়ে তুরস্কে তার অনুসারিদের ওপর এরদোয়ান ব্যাপক দমনপীড়ন চালাচ্ছেন বলে অভিযোগ আন্তজাির্তক মহলের।

জাতিসংঘ বলছে, ২০১৬ সালের জুলাইয়ের ওই ঘটনার পর তুরস্কে দেড় লাখের বেশি লোককে আটক করা হয়েছে; শিক্ষক, বিচারক, পুলিশ, সেনাসদস্যসহ চাকরিচ্যুত ও বরখাস্ত হওয়া ব্যক্তির সংখ্যাও সমপরিমাণ। অভ্যুত্থানবিরোধী অভিযানকে ব্যবহার করে এরদোয়ান ভিন্নমত দমনের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে