বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাশ্মীর-আসাম নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ

নতুনধারা
  ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান মিশেল ব্যাচলেট সোমবার বলেছেন, গত মাসে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ভারত সরকার যা করছে, তাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। কাশ্মীরের পাশাপাশি আসাম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ব্যাচলেট। সংবাদসূত্র : বিবিসি

মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচলেট বলেন, 'সম্প্রতি ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপ, ইন্টারনেট ও মোবাইল সংযোগ বন্ধ, গণগ্রেপ্তার ও দমনপীড়নের মাধ্যমে কাশ্মীরিদের মানবাধিকার নিয়ে যা করছে তার প্রভাব নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।'

তিনি আরও বলেন, 'যদিও আমি ভারত ও পাকিস্তান উভয় দেশের সরকারকেই মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে ও সুরক্ষিত করতে অনুরোধ জানিয়ে আসছি। আমি বিশেষ করে ভারতের কাছে কাশ্মীরের বর্তমান অবরুদ্ধ পরিস্থিতির অবসান ও কারফিউ তুলে নেয়ার অনুরোধ জানাচ্ছি।'

কাশ্মীরের পাশাপাশি আসাম নিয়েও উদ্বেগ প্রকাশ করে ব্যাচলেট বলেন, আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) মাধ্যমে 'অনুপ্রবেশকারী' চিহ্নিত হয়ে ১৯ লাখ মানুষের বাদ পড়ায় যে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছে, তা নিয়েও চিন্তিত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কাউন্সিলের প্রধান। মানুষকে রাষ্ট্রহীন হওয়ার অনিশ্চয়তা থেকে রক্ষা করার আবেদনও জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<66202 and publish = 1 order by id desc limit 3' at line 1