শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৮ অক্টোবর ২০১৯, ০০:০০

ধর্ষণের অভিযোগ

নেপালের সাবেক

স্পিকার গ্রেপ্তার

যাযাদি ডেস্ক

পার্লামেন্ট সচিবালয়ের এক নারীকর্মীকে ধর্ষণের অভিযোগে নেপালের পুলিশ দেশটির সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারাকে গ্রেপ্তার করেছে।

কাঠমান্ডুর একটি আদালত গ্রেপ্তারি

পরোয়ানা জারি করলে রোববার

তাকে আটক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া ও বিরোধীদের তুমুল সমালোচনার মধ্যে মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষের এই স্পিকার পদত্যাগ করেছিলেন।

মাহারা গত ২৯ সেপ্টেম্বর মদ্যপ অবস্থায় বাসায় গিয়ে ওই নারীকর্মীকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যমকে পার্লামেন্ট সচিবালয়ের ওই কর্মী বলেছেন, 'এ রকম কিছু ঘটবে আমি ভাবিনি।' তিনি জোর করছিলেন, 'আমি যখন পুলিশ ডাকার কথা বলি, তখন তিনি চলে যান।'

সাবেক মাওবাদী বিদ্রোহী মাহারা তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন।

যে শান্তি আলোচনার মাধ্যমে ২০০৬ সালে নেপাল দশককালের গৃহযুদ্ধের সমাপ্তি টেনেছিল, মাহারা ওই আলোচনায় মাওবাদী বিদ্রোহী অংশের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন।

২০১৭ সালের নির্বাচনে কট্টর ও মধ্যপন্থি কমিউনিস্ট দলগুলোর জোট থেকে এমপি ও পরে স্পিকার হয়েছিলেন তিনি। সংবাদসূত্র : বিবিসি

১১ জঙ্গির বিনিময়ে

তিন ভারতীয় মুক্ত

যাযাদি ডেস্ক

নিজেদের ১১ জন সদস্যের বিনিময় তিন ভারতীয় পণবন্দিকে মুক্তি দিয়েছে আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী তালেবান। তাদের তরফ থেকে জানানো হয়েছে, রোববার ১১ তালেবান সদস্যের বিনিময় তিন ভারতীয়

বন্দিকে মুক্তি দিয়েছে তারা।

তবে আফগান প্রশাসন বা মার্কিন সেনাবাহিনীর মধ্যে কাদের কাছ থেকে ওই ১১ তালেবান সদস্যকে মুক্তি দেয়া হয়েছে, সেটা স্পষ্ট নয়। ওই ১১ সদস্যের মধ্যে তালেবানের শীর্ষ পর্যায়ের নেতাও রয়েছেন বলে জানানো হয়েছে।

মুক্তি পাওয়া তালেবান সদস্যদের মধ্যে রয়েছেন শেখ আবদুর রহিম ও আবদুর রশিদ। এ ছাড়া রশিদ কুনার ও নিমরোজে তালেবানের শীর্ষ নেতা ছিলেন। বন্দিমুক্তি দাবি করে বেশ কিছু ছবিও প্রকাশ করেছে তালেবান। যদিও ওই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রোববার সকালে বন্দি বিনিময় হলেও আফগানিস্তানের কোন্‌ এলাকায় তা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আফগানিস্তানের উত্তর বাগলান প্রদেশের এক সংস্থায় কাজ করা সাত প্রকৌশলীকে ২০১৮ সালে অপহরণ করা হয়েছিল। তবে সে সময় কোনো জঙ্গিগোষ্ঠীই এই অপহরণের দায় স্বীকার করেনি। গত মার্চে এক বন্দিকে মুক্তি দেয়া হয়। বাকিদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

সংবাদসূত্র : ইনডিয়া টুডে

ইতালিতে নৌকা উল্টে

২৫ অভিবাসীর মৃতু্য

যাযাদি ডেস্ক

ইতালিতে অভিবাসী বহনকারী একটি ছোট নৌকা উল্টে ২৫ জনের মৃতু্য হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবারের এ ঘটনায় মাত্র দুটি মরদেহ উদ্ধার করা গেছে।

সোমবার ইতালীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ল্যামপেদুসা উপকূলে ওই নৌকাডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধারকাজে নেমে পড়ে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার মধ্যরাতে ওই দুর্ঘটনা ঘটেছে। ছোট

ওই নৌকাটিতে ৫০ জন

আরোহী ছিলেন।

নৌকাটি ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে যাচ্ছিল। কিন্তু খারাপ আবহাওয়া এবং নৌকায় অতিরিক্ত যাত্রী বহনের

ফলে এটি উল্টে যায়।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে প্রতিবছর বহু অভিবাসী প্রাণ হারাচ্ছে। কোনোভাবেই এই বিপজ্জনক পথ পাড়ি দেয়া থেকে তাদের বিরত রাখা যাচ্ছে না। বিশেষ করে দরিদ্র ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে একটু ভালো জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে হাজার হাজার অভিবাসী। সংবাদসূত্র : রয়টার্স

\হ

ভিক্ষুকের ঝুলিতে

এত অর্থ!

যাযাদি ডেস্ক

লাখপতি ভিক্ষক! মৃতু্যর পর ৮ ঘণ্টা ধরে তার জমানো খুচরা পয়সা গুণলো পুলিশ। গত শুক্রবার রাতে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃতু্য হয় ভারতের মুম্বাইয়ের ৬২ বছরের বিরভিচাঁদ আজাদের। রেললাইন

পেরোতে গিয়ে মৃতু্য হয় তার।

অন্যান্য স্থানীয় ভিক্ষুক ও দোকানিরা মৃতদেহ শনাক্ত করেন। এরপরই ঘটেছে চমকপ্রদ এক ঘটনা। রেল পুলিশ ভিক্ষুকের ঝোলা ও একটি বালতি থেকে পেয়েছে একরাশ কয়েন। সেসব খুচরা পয়সা গুণে দেখা যায়, ভিক্ষুকের কাছে ছিল মোট এক লাখ ৭৭ হাজার রুপি।

এখানেই চমকের শেষ নয়। বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোসিটের রসিদও ছিল ভিক্ষুকের ঝোলায়,

যার মোট অঙ্ক ৮.৭৭ লাখ।

সংবাদসূত্র : নিউজ ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<70147 and publish = 1 order by id desc limit 3' at line 1