বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

মোটরসাইকেল থেকে

পড়ে আহত দুতার্তে

যাযাদি ডেস্ক

নিজ বাসভবনের উঠানে মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তবে প্রেসিডেন্ট 'সামান্য' আঘাত পেয়েছেন বলে তার মুখপাত্র ও আইনি পরামর্শক জানিয়েছেন। ৭৪ বছর বয়সি দুতার্তে দ্রম্নত সের উঠছেন

বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র সালভাদর পানেলো বলেন, 'আমি সবাইকে আশ্বস্ত করছি, প্রেসিডেন্ট নিরাপদ ও ভালো আছেন।'

বুধবার রাতে দুতার্তে প্রেসিডেন্টের বাসভবনের সামনে উঠানে মোটরসাইকেল নিয়ে চক্কর দেয়ার সময় পড়ে গিয়ে কনুই ও হাঁটুতে হালকা আঘাত পান

ও কয়েক জায়গায় ছড়ে যায়।

দুতার্তের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ক্রিস্টোফার বং গো জানিয়েছেন, মোটরসাইকেল ঘোরানোর চেষ্টা করার সময় প্রেসিডেন্ট পড়ে যান, এতে নিতম্বে ব্যথা পান তিনি।

চলতি মাসের প্রথমদিকে রাশিয়া সফরে গিয়ে প্রবাসী ফিলিপিনোদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি দীর্ঘদিন ধরে স্নায়ুপেশির অসুখে ভুগছেন, আর এ কারণে তার একটি চোখের পাতা পড়ে যায় বলে জানিয়েছিলেন দুতার্তে। সংবাদসূত্র : রয়টার্স

সৌদি আরবে বাস

দুর্ঘটনায় নিহত ৩৫

যাযাদি ডেস্ক

সৌদি আরবের মদিনার কাছে ওমরাহযাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ৩৫ জনের মৃতু্য হয়েছে, আহত হয়েছেন আরও চারজন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের কাছে হিজরা

রোডে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'এসপিএ' জানিয়েছে, নিহতরা সবাই সৌদি প্রবাসী বিদেশি। তারা এশিয়া ও বিভিন্ন আরব দেশের নাগরিক। তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা, তা জানা যায়নি।

পুলিশের বরাত দিয়ে 'আরব নিউজ'র খবরে বলা হয়, ভাড়া করা ওই বাসে মোট ৩৯ জন ওমরাহযাত্রী ছিলেন। আল-আখাল গ্রামের কাছে নির্মাণ কাজে ব্যবহৃত একটি লোডারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর সৌদি রেড ক্রিসেন্ট ও অন্যান্য জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার কাজ শুরু করে। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সংবাদসূত্র : রয়টার্স

ভারতে জমির খড়

পোড়ানো নিষিদ্ধ

যাযাদি ডেস্ক

ধান কাটার পর বিপুল পরিমাণ খড় পোড়ানোর ফলে দূষণের মাত্রা বেড়েছে দিলিস্ন ও আশপাশের এলাকাগুলোতে। এমন অবস্থায় জমিতে থাকা অবশিষ্ট খড় পোড়ানো নিষিদ্ধ করেছে ভারত সরকার।

বুধবার দেশটির কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানায়, দিলিস্নর বাতাসে দূষণের মাত্রা স্বাভাবিকের তুলনায় ছয় গুণ বেশি। এমন পরিস্থিতিতে সতর্কতা জারির পাশাপাশি রাজধানীতে জেনারেটর ব্যবহার নিষিদ্ধ করেছে দিলিস্ন সরকার।

নাসার উপগ্রহ চিত্র তুলে ধরে দিলিস্ন সরকার বলছে, রাজধানীর আশপাশের এলাকাগুলোতে প্রচুর খড় পোড়ানোর কারণে বায়ু দূষণের মাত্রা ভয়াবহ রূপ ধারণ করেছে। এ বিষয়ে আগেও বারবার কৃষকদের সতর্ক করা হলেও সম্প্রতি জমিতে ধান কাটার পর অবশিষ্ট অংশ পুড়িয়ে জমি পরিষ্কার করা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ আর রাজস্থানের কিছু অঞ্চলে জমিতে আগুন দেয়া থেকে বিরত থাকলেও বেশির ভাগ অঞ্চলেই এ নিষেধাজ্ঞা মানছেন না কৃষকরা। সংবাদসূত্র : এনডিটিভি

ভূমিকম্পে পাঁচজন

নিহত ফিলিপাইনে

যাযাদি ডেস্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ছয় দশমিক তিন মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের কারণে ভূমিধস ও একটি শপিং মলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বিশ্বের অন্যতম দুর্যোগপূর্ণ দেশ ফিলিপাইন। দেশটিতে প্রায়ই ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্নু্যৎপাত ঘটে থাকে। দেশটির অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 'রিং অব ফায়ার'-এ। এই অঞ্চলে বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে। ১৯৯০ সালে সাত দশমিক সাত মাত্রার এক ভূমিকম্পে প্রায় দুই হাজার

মানুষের মৃতু্য হয়।

সংবাদসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71562 and publish = 1 order by id desc limit 3' at line 1