বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুদিের্দর বিরুদ্ধে দমন জোরালো করার ইঙ্গিত এরদোয়ানের

জ্জ বিজয় ভাষণকে ‘আগ্রাসী কণ্ঠস্বর’ আখ্যা সমালোচকদের জ্জ তুকির্ নেতার নিরঙ্কুশ সাংবিধানিক ক্ষমতা প্রাপ্তিতে ভীত বিরোধীরা
যাযাদি ডেস্ক
  ২৬ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৬ জুন ২০১৮, ১০:৫১
রিসেপ তাইয়্যেপ এরদোয়ান

তুরস্কে রোববার অনুষ্ঠিত নিবার্চনে বিজয়ী ঘোষিত হওয়ার পর রাজধানী আঙ্কারায় হাজার হাজার সমথের্কর সামনে ভাষণ দিতে গিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, জনগণ ব্যালট বাক্সে দেয়া রায়ে তার সেই বাড়তি ক্ষমতার প্রতি সমথর্ন জানিয়েছে। আর এ নিরঙ্কুশ ক্ষমতাকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদ দমনের নামে কুদির্পন্থি গ্রæপগুলোর প্রতি দমননীতি জোরালো করার ইঙ্গিত দিয়েছেন তিনি। সমালোচকরা এই বিজয় ভাষণকে এরদোয়ানের ‘আগ্রাসী কণ্ঠস্বর’ আখ্যা দিয়েছে। সংবাদসূত্র : গাডিয়ান, ট্রিবিউন

১৯৮০’র দশক থেকে নিজ দেশের কুদির্পন্থি সশস্ত্র দল কুদির্স্তান ওয়াকার্সর্ পাটিের্ক (পিকেকে) সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে থাকে তুরস্ক। পিকেকে ও সিরিয়ার কুদির্পন্থি দল ওয়াইপিজে তুরস্কের দক্ষিণ-পূবার্ঞ্চলীয় এলাকা এবং সিরিয়ার অংশবিশেষ নিয়ে আলাদা কুদির্স্তান রাষ্ট্র গঠনের লক্ষ্যে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। পিকেকে ও ওয়াইপিজেকে হটাতে এরদোয়ানের নেতৃত্বে গত বছরের আগস্টে সিরিয়া যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে তুরস্ক। সে দেশে কুদিের্দর অবস্থান লক্ষ্য করে হামলা চালায় তুকির্ সেনাবাহিনী। রোবারের বিজয় ভাষণে সেই তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রæতি পুনবর্্যক্ত করে এরদোয়ান ‘সিরীয় ভ‚মিকে আরও মুক্ত করতে লড়াই চালিয়ে যাওয়ার’ কথা বলেন।

বিগত বেশ কয়েক বছর ধরে কুদির্ বিদ্রোহীদের বিরুদ্ধে সবার্ত্মক যুদ্ধ শুরু করেছেন এরদোয়ান। অভিযোগ আছে, রোববারে অনুষ্ঠিত নিবার্চনে কুদির্ দলগুলোর প্রচারণায় বাধা দিয়েছে তার প্রশাসন। এছাড়া পদ্ধতিগতভাবে কুদিের্দর ভোটাধিকার প্রয়োগ থেকেও বিরত রাখার চেষ্টা হয়েছে।

জুনের প্রথমদিকে এক সমথর্ক ভুল করে অনলাইনে এরদোয়ান ও পালাের্মন্টের কমর্কতাের্দর বৈঠকের একটি ভিডিও ফঁাস করে দেন। ওই ভিডিওতে এরদোয়ান কমর্কতাের্দর কুদির্ ভোটারদের ভোট দানে বিরত রাখার নিদের্শ দেন। ভিডিওতে তাকে ব্যালট বাক্স পযের্বক্ষক কমিটির সদস্যদের বলতে শোনা যায়, ‘আমি এসব কথা বাইরে বলতে পারি না, নিবার্চনে যদি কুদির্পন্থি দল এইচডিপির ভরাডুবি ঘটে, তাহলে আমরা আরও ভালো অবস্থানে যাব। আপনারা প্রতিটা ব্যালট বাক্সের ভোটার তালিকা নিয়ে নিয়ে এই বিশেষ কাজ করবেন।’

নিবার্চনে দেখা গেছে, কুদির্ সংখ্যাগরিষ্ঠ এলাকায় ভোটকেন্দ্রের সংখ্যা কমানো হয়েছে। এইচডিপির এক নেতাকে প্রশ্নবোধক ‘সন্ত্রাসী প্রচারণা’ চালানোর অভিযোগে নিবার্চনের আগে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। আটক, জরিমানাÑ এমনকি কারাগারে পাঠানো হয়েছে শত শত কুদির্ প্রাথীের্ক। আন্তজাির্তক সংস্থাগুলো কুদির্ সংখ্যাগরিষ্ঠ এলাকায় নিবার্চনে অনেক অনিয়মের অভিযোগ তুলেছেন। এতসব দমন-পীড়ন সত্তে¡ও কুদির্পন্থি হালকারাম ডেমোক্রেটিক পাটির্ (এইচডিপি) রোববারের নিবার্চনে ১১ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে। প্রধান দুই জোটের কোনোটির শরিক না হয়েও পালাের্মন্টে নিবাির্চত হয়েছে ৬৭ জন এইচডিপি সদস্য।

মধ্যরাতের বিজয় ভাষণে ‘আন্তজাির্তক ভাবমূতির্’ বৃদ্ধিরও অঙ্গীকার করে এরদোয়ান বলেন, ‘তুরস্কের নষ্ট করার মতো এক মুহ‚তর্ সময় নেই, আমরা তা জানি।’ ফল ঘোষণার আগেই জয়ের ইঙ্গিত পেয়েই এরদোয়ান বলেন, ‘জনগণ আমাদের প্রেসিডেন্সিয়াল আর নিবার্হী পদগুলো পরিচালনার দায়িত্ব দিয়েছে।’ তিনি বলেন, ‘আশা করবো গণতন্ত্রকে নস্যাৎ আর ফলে নিজেদের ব্যথর্তা আড়াল করতে কেউ এই নিবার্চনের ওপর ছায়া ফেলতে পারবে না।’

এদিকে ফল ঘোষণার পর তাৎক্ষণিকভাবে পরাজয় স্বীকার করে নেয়নি প্রধান বিরোধী দল সিএইচপি। অবশ্য এর আগে তারা জানিয়েছিল, ফল যাই হোক গণতান্ত্রিক লড়াই অব্যাহত রাখবে তারা। কিন্তু ফল ঘোষণার পর বিরোধীরা এরদোয়ানের নিরঙ্কুশ সাংবিধানিক ক্ষমতা প্রাপ্তিতে ভীত। তাদের আশঙ্কা, সংসদীয় ব্যবস্থা থেকে প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থায় যাওয়া তুরস্কে প্রেসিডেন্ট এরদোয়ান তার ক্ষমতাকে আরও কুক্ষিগত করবেন। সেখানে বহুপক্ষের মতের প্রতিফলন ঘটবে না।

এরদোয়ান আগাম নিবার্চনের ডাক দেয়ার পর পযের্বক্ষকদের একটা বড় অংশই মনে করেছিলেন, সামনের দিনগুলোতে তুরস্কের অথর্নীতিকে চাঙ্গা করতেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। অথৈর্নতিক বিপযর্য় প্রতিহতকরণ, অথৈর্নতিক অব্যবস্থাপনা মোকাবেলায়, বিদেশি বাণিজ্য ঘাটতি দূর করতে এবং তুরস্কের মুদ্রা লিরার পতন ঠেকানোর প্রতিশ্রæতিকে নিবার্চনী প্রচারণার উপজীব্য করেছিলেন এরদোয়ান। তবে সংশোধিত সংবিধানের মাধ্যমে নিরঙ্কুশ ক্ষমতা কুক্ষিগত করার পথ রচনার পাশাপাশি বিরোধী দমনের হাতিয়ার হিসেবে এখনো ব্যবহার করে আসছেন এরদোয়ান। যেটা আগামীতে আরও বিস্তৃত হবে বলে পযের্বক্ষদের আশঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে