শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সানগøাস উপহার নেয়ায় জরিমানা ট্রুডোর

যাযাদি ডেস্ক
  ২৬ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৬ জুন ২০১৮, ১০:৫৫

একজোড়া সানগøাস উপহার নেয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ১০০ ডলার জরিমানা করা হয়েছে। তিনি জরিমানা পরিশোধও করেছেন। কানাডার পালাের্মন্টের ‘এথিক্স কমিটি’ এই জরিমানা করে। ট্রুডোর উপহার পাওয়া সানগøাস দুটির দাম ৫০০ ডলার। সংবাদসূত্র : সিবিসি নিউজ

জানা গেছে, উপহার পাওয়া সানগøাস দুটি নেয়ার ৩০ দিনের মধ্যে বিষয়টি আনুষ্ঠানিক জানাননি ট্রুডো। তাই ‘স্বাথের্র সংঘাত’ বা ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আইনের’ অধীনে তাকে ১০০ ডলার জরিমানা করা হয়েছে।

কানাডার কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আইনে সরকারি দায়িত্বে থাকা সব কমর্কতার্, কমর্চারী যদি ২০০ ডলার বা তার বেশি দামের কোনো উপহার পান, তাহলে অবশ্যই ৩০ দিনের মধ্যে জনসম্মুখে তা প্রকাশ করতে হয়। তবে ট্রুডো তেমনটি করতে ব্যথর্ হওয়ায় তাকে এ জরিমানা গুণতে হয়েছে।

পিইআই প্রিমিয়ার ওয়েড ম্যাকলচলান গত গ্রীষ্মে ট্রুডোকে সানগøাস জোড়া উপহার দিয়েছিলেন। সানগøাস দুটির একটির দাম ৩০০ ডলার, অপরটির ২০০ ডলার।

ট্রুডো এর আগেও এই আইন লঙ্ঘন করেছেন। ২০১৬ সালে একটি ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে আগা খানের মালিকানাধীন একটি ব্যক্তিগত দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে