শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৬ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৬ জুন ২০১৮, ১৫:০৭

পাকিস্তানি তালেবানের নতুন নেতা মেহসুদ যাযাদি ডেস্ক পাকিস্তানি তালেবান মুফতি নুর ওয়ালি মেহসুদকে তাদের নতুন নেতা হিসেবে নিবার্চন করেছে। সম্প্রতি আফগানিস্তানের কুনার প্রদেশে মাকির্ন বিমান হামলায় নিহত হন পাকিস্তানি তালেবান নেতা মোল্লা ফজলুল্লাহ। এই ফজলুল্লাহই শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে হত্যার নিদের্শ দিয়েছিলেন। ৩৯ বছরের নুর ওয়ালির জন্ম ১৯৭৮ সালে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে। তিনি দেশটির বিভিন্ন ধমীর্য় প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছেন। ধারণা করা হয়, ‘ইনকিলাব-ই-মেহসুদ-সাউথ ওয়াজিরিস্তান : ফারাঙ্গি রাজ’ বইয়ের লেখক তিনি। এই বইটিতে তিনি প্রথম স্বীকার করেছেন, ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে তালেবানই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যা করেছে। এ ছাড়া মেহসুদ স্বীকার করেছেন, দলীয় কমর্কাÐ পরিচালনায় অথর্ জোগানের জন্য গুম, অপহরণ ও হত্যার মতো কাজ করত তালেবান। পাকিস্তান তালেবানের মুখপাত্র মোহাম্মদ খুরাসানি জানিয়েছেন, তাদের নেতা নিহত হয়েছেন এবং তালেবানের শুরা কাউন্সিল তার উত্তরাধিকার নিবার্চন করেছে। আরেক তালেবান নেতা মুফতি হজরতুল্লাহকে মেহসুদের উপ-প্রধান হিসেবে নিবার্চন করা হয়েছে। সংবাদসূত্র : পিটিআই টানা ভারী বষের্ণ মুম্বাই বিপযর্স্ত, নিহত ৪ যাযাদি ডেস্ক মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইসহ মহারাষ্ট্রজুড়ে চলছে টানা বৃষ্টি। রোববার থেকে ১২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক ট্রেনের শিডিউল বিপযর্য় হয়েছে। সড়কে ধীরে ধীরে যান চলাচল করছে। ভবনধস, ভ‚মিধস, গাছ ভেঙে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহতও হয়েছেন। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মুম্বাইয়ে ভারী থেকে অধিক ভারী বষর্ণ চলতেই থাকবে। অতিরিক্ত বষের্ণর কারণে সোমবার মুম্বাইয়ের ওয়াডালা এলাকায় লয়ডস এস্টেটের একটি কম্পাউন্ড ধসে গিয়ে ১৫টি গাড়ি নিচে ধ্বংস হয়। এ সময় সেখানকার আবাসিক লোকজনকে দ্রæত সরিয়ে নেয়া হয়। তবে আর কোনো বড় দুঘর্টনার খবর পাওয়া যায়নি। সংবাদসূত্র : সিনহুয়া ভিয়েতনাম বন্যা, ভ‚মিধসে সাত জনের প্রাণহানি যাযাদি ডেস্ক ভিয়েতনামের উত্তরাঞ্চলে কয়েক দিনের টানা বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভ‚মিধসে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। আরও ১২ জন শনিবার থেকে নিখেঁাজ রয়েছেন বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির দুযোর্গ ব্যবস্থাপনা কতৃর্পক্ষ। মৃত ও নিখেঁাজদের সবাই পাবর্ত্য প্রদেশ লাই চাউ ও হা গিয়াংয়ের বাসিন্দা। প্রদেশ দুটিতে বন্যা ও ভ‚মিধসে আরও পঁাচজন আহত হয়েছেন। লাই চাউয়ের এক দুযোর্গ ব্যবস্থাপনা কমর্কতার্ জানান, ‘নিখেঁাজদের জীবিত পাওয়ার সম্ভাবনা খুব কম।’ বন্যা ও ভ‚মিধসের কারণে ওই দুটি প্রদেশে ঘরবাড়ি, রাস্তা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এর আথির্ক পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ ডলার ছাড়িয়ে গেছে বলে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে। ভিয়েতনামে প্রতি বছর বন্যা ও ঘূণির্ঝড়ে বহু লোক মারা যায়। সরকারি তথ্যানুযায়ী গত বছর প্রাকৃতিক দুযোের্গ ভিয়েতনামে ৩৮৯ জনের মৃত্যু ও ৬৬৮ জন আহত হয়েছেন। সংবাদসূত্র : রয়টাসর্ রাজনীতিক হত্যা মেক্সিকোর ওকাম্পোর সব পুলিশ আটক যাযাদি ডেস্ক মেক্সিকোতে একজন রাজনীতিককে হত্যায় জড়িত থাকার সন্দেহে ওকাম্পো শহরের সব পুলিশকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় বাহিনী। ফানাের্ন্দা অ্যাঞ্জেলেস জুয়ারেজ (৬৪) নামের ওই রাজনীতিবিদ ওকাম্পোতে আগামী ১ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নিবার্চনে মেয়র প্রাথীর্ ছিলেন। তাকে গত বৃহস্পতিবার অজ্ঞাত বন্দুকধারীরা তার বাসার সামনে গুলি করে হত্যা করে। মেক্সিকোতে আগামী ১ জুলাই জাতীয় নিবার্চন অনুষ্ঠিত হবে। এর আগে দেশটিতে সাম্প্রতিক সময়ে প্রায় ১০০ রাজনীতিক হত্যার শিকার হয়েছেন। দেশটির পশ্চিমের রাজ্য মিশোয়াকানে গত একসপ্তাহে হত্যার শিকার তৃতীয় রাজনীতিবিদ হলেন অ্যাঞ্জেলেস। এই হত্যায় জড়িত থাকার সন্দেহে রোববার সকালে ওকাম্পো শহরের ২৭ পুলিশ কমর্কতার্ ও স্থানীয় জননিরাপত্তা সচিবকে আটক করেছে কেন্দ্রীয় বাহিনী। অ্যাঞ্জেলেস একজন সফল ব্যবসায়ী ছিলেন। তার পূবর্ রাজনৈতিক অভিজ্ঞতা ছিল সামান্য। প্রথমে স্বতন্ত্রভাবে নিবার্চন করতে চাইলেও পরবতীর্ সময়ে তিনি মেক্সিকোর প্রধান রাজনৈতিক দল বামপন্থি ডেমোক্রেটিক রেভলিউশন পাটিের্ত (পিআরডি) যোগ দেন। মিগুয়েল মালাগন নামের অ্যাঞ্জেলেসের কাছের এক বন্ধু ‘ইউনিভাসার্ল’ পত্রিকাকে বলেন, ‘অ্যাঞ্জেলেস দারিদ্র্য, অসমতা ও দুনীির্ত সহ্য করতে পারতেন না। তাই তিনি নিবার্চনে দঁাড়িয়েছিলেন।’ সংবাদসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে