শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দক্ষিণে আশ্রয় চেয়ে ধরা দুই উত্তর কোরীয়

নতুনধারা
  ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক

একই নৌকায় থাকা ১৬ জেলেকে হত্যা করে দক্ষিণ কোরিয়া পালিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি দুই ব্যক্তির। শনিবার উপকূলীয় সীমান্ত পাড়ি দিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করলে ওই দুই জেলেকে আটক করে সেখানাকার কর্তৃপক্ষ। পরে তাদের পিয়ংইয়ংয়ের কাছে হস্তান্তর করে সিউল। সংবাদসূত্র : বিবিসি

সংবাদমাধ্যমগুলো বলছে, একই নৌকায় করে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন ওই ১৮ জেলে। সমুদ্রপথে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ার দিকে যাচ্ছিলেন তারা। আর যাত্রার মাঝপথেই ১৬ সঙ্গীকে হত্যা করেন ওই দুই জেলে।

উত্তর থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সাধারণত রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকে দক্ষিণ কোরিয়া। তবে এক্ষেত্রে পালিয়ে আসা দুজনকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেছে সিউল। তাদেরকে দলত্যাগী নয়, বরং অপরাধী হিসেবে বিবেচনা করে ফেরত পাঠানো হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা 'ইয়োনহাপ' জানিয়েছে, স্বীকারোক্তিতে দুজন জানিয়েছেন, দুর্ব্যবহারের কারণে গত অক্টোবরে আরও এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তারা দুজন জাহাজের ক্যাপ্টেনকে হত্যা করেন। এর প্রতিবাদ করায় অন্য ক্রুদেরও একে একে হত্যা করেন তারা। পরে তিনজনই উত্তর কোরিয়া ফিরে যান। তবে স্থানীয় পুলিশ একজনকে আটক করলে অপর দুজন তাদের নৌকায় করে দক্ষিণ কোরিয়া পালিয়ে আসেন। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, তারা 'গুরুতর অপরাধীদের' থাকার অনুমতি দিতে পারে না। ২০ বছর বয়সি দুজনকে দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক এলাকা পানজুম দিয়ে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74666 and publish = 1 order by id desc limit 3' at line 1