মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০
হিলারি ক্লিনটন

নির্বাচনে দাঁড়ানোর

চাপে হিলারি!

যাযাদি ডেস্ক

আগামী বছর হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে তার ওপর 'প্রচন্ড চাপ' আছে বলে জানিয়েছেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রে গত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি। তারপরও আসন্ন নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি দেশটির সাবেক এ ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অংশ নেব না এমনটা কখনোই বলিনি। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে হারাতে পারলে কেমন প্রেসিডেন্ট হতেন, এখন 'সারাক্ষণই তাই ভাবেন' বলে জানান ৭২ বছর বয়সী এ নারী। মেয়ে চেলসি ক্লিনটনের সঙ্গে যৌথভাবে লেখা 'দ্য বুক অব গাটসি উইমেন' বইয়ের প্রচারে যুক্তরাজ্যে গিয়েছিলেন হিলারি। সেখানে এক অনুষ্ঠানে হিলারি আগামী বছরের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এসব কথা বলেন। সংবাদসূত্র : বিবিসি

কাবুলে গাড়িবোমা

বিস্ফোরণে নিহত ৭

যাযাদি ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংলগ্ন এলাকায় গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে সাত ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। তবে এখনও পর্যন্ত কোনও দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। সরকারের একজন মুখপাত্র এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে যাচ্ছে গোষ্ঠীটি। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বছরের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান কর্মকর্তারা। সংবাদসূত্র : রয়টার্স

ইন্দোনেশিয়ায় 'আত্মঘাতী'

বোমা হামলা

যাযাদি ডেস্ক

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার মেদান শহরে পুলিশ সদর দপ্তরের সামনে একটি বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাটিকে আত্মঘাতী বোমা হামলা বলে সন্দেহ করা হচ্ছে, বুধবার এমনটি জানিয়েছেন ইন্দোনেশিয়া পুলিশের এক মুখপাত্র। উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র তাতান দিরসান আতমাজা টেলিফোনে বার্তা সংস্থাকে জানান, হামলায় সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর মৃতু্য হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটের এ ঘটনায় কিছু পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। ইন্দোনেশিয়ার কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রদর্শিত ফুটেজে হামলার পর পুলিশ সদর দপ্তরের আশপাশের ভবনগুলো থেকে লোকজনকে ছুটে বের হতে দেখা গেছে। সংবাদসূত্র : রয়টার্স

কাশ্মীরে বাস দুর্ঘটনায়

নিহত ১৬

যাযাদি ডেস্ক

ভারতের কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুই শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। অঞ্চলটির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীনগর থেকে ২৪১ কিলোমিটার দক্ষিণে দোদা জেলার মারমাত গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। জম্মুর পুলিশ কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পর সেখানে আরো চারজনের মৃতু্য হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ২০ যাত্রী নিয়ে বাসটি বাটোর-কিস্তোয়ার জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। দোদার মারমাতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যায়। কাশ্মীর অঞ্চলে তুষারপাতের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে গত ৭ নভেম্বর জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার লাংগেট এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনায় পড়লে দুই জওয়ান নিহত হয়।

সংবাদসূত্র : এনডিটিভি

চীনে স্কুলে রাসায়নিক

হামলায় অসুস্থ ৫১ শিশু

যাযাদি ডেস্ক

চীনের একটি কিন্ডারগার্টেন স্কুলে রাসায়নিক হামলায় ৫১ জন শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এছাড়া ওই স্কুলের তিন শিক্ষকও অসুস্থ হয়ে পড়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমের ইউনান প্রদেশের কাইইউয়ান শহরে এ ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন। সন্দেহভাজন ওই হামলাকারীর নাম কং। স্কুলের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে সে সোডিয়াম হাইড্রোঅক্সাইড স্প্রে করে। স্থানীয় সময় সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপর অসুস্থ হয়ে পড়া ৫১ শিশু ও তিন শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। হামলার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে পুলিশ হামলাকারীকে আটক করতে সক্ষম হয়।

সংবাদসূত্র : সিনহুয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75372 and publish = 1 order by id desc limit 3' at line 1