বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
যুক্তরাজ্যে নির্বাচন

ট্রাম্পকে কোনো মন্তব্য না করার পরামর্শ বরিসের

যাযাদি ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০১৯, ০০:০০
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

সামরিক জোট ন্যাটোর সম্মেলনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে কিছু না বললেই 'ভালো করবেন' বলে পরামর্শ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার 'এলবিসি রেডিও'র সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সংবাদসূত্র : রয়টার্স

মিত্র দেশ যুক্তরাজ্যের নির্বাচন ও ব্রেক্সিট পরিস্থিতি নিয়ে প্রায়ই ট্রাম্পকে কথা বলতে দেখা গেছে। নির্বাচনী ডামাডোলের মধ্যে গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে তার পছন্দের প্রার্থী কে, তা জানাতে ভুল করেননি। তিনি সে সময় বলেছিলেন, লেবার পার্টির নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী হলে যুক্তরাজ্যের জন্য 'খুবই খারাপ' হবে। নির্বাচনে জিততে বরিসকে ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফারাজের সঙ্গে জোট করারও পরামর্শ দিয়েছিলেন এ রিপাবলিকান নেতা। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে কাকে সমর্থন দেবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, বরিস জনসন ও নাইজেল ফারাজ; উভয়েই আমার বন্ধু। তাদের দুইজনকেই আমি পছন্দ করি। তবে এই মুহূর্তে বরিসই ঠিক আছে। আমি বলতে চাইছি, তাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।'

মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, 'যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে অব্যাহত বাণিজ্য সহজিকরণের জন্য ইইউ থেকে যুক্তরাজ্যের প্রস্থান অবশ্যই কাঠামোগত হতে হবে। দেশটিকে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসতে হবে। ইউরোপীয় ইউনিয়নের চেয়ে আমরা তাদের সঙ্গে আরও অনেক বেশি ব্যবসা করতে পারি।'

তার সেই মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা হয়েছে। ব্রিটিশ নির্বাচন নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষুব্ধ বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছিলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে ট্রাম্পের মাথা না ঘামানোই উচিত। তাই ন্যাটো সম্মেলনে গিয়ে ট্রাম্প এ ধরনের কিছু বলে টোরিদের বিপদে ফেলতে পারেন বলেও আশঙ্কা অনেক কনজারভেটিভ নেতার। ৫৫ বছর বয়সী বরিস জনসন বলেন, 'ভালো মিত্র ও বন্ধু হিসেবে সাধারণত যা আমরা করি না, প্রথাগতভাবেই আমরা একে অপরের নির্বাচনী প্রচারণায় যুক্ত হই না।'

মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অবশ্য শুক্রবারই ট্রাম্প যুক্তরাজ্যের নির্বাচন থেকে সচেতনভাবে 'দূরে থাকবেন' বলে আশ্বস্ত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<77911 and publish = 1 order by id desc limit 3' at line 1