logo
শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

অভিশংসন তদন্ত

শুনানিতে যাচ্ছেন না ট্রাম্প

যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও মৌলিক ন্যায্যতা নিশ্চিতের ঘাটতি রয়েছে দ্বিতীয় শুনানিতে হাজির হবেন কিনা, তাও নিশ্চিত নয়

শুনানিতে যাচ্ছেন না ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
কংগ্রেসের প্রতিনিধি পরিষদে প্রথম অভিশংসন শুনানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার আইনজীবীরা হাজির হতে পারবেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস। আগামীকাল (বুধবার) এ শুনানি হওয়ার কথা। মার্কিন প্রেসিডেন্টকে এ শুনানিতে নিজে কিংবা কোনো প্রতিনিধির মাধ্যমে উপস্থিত থাকবেন কিনা তা জানাতে ১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। প্রতিনিধি পরিষদের দ্বিতীয় শুনানিতে ট্রাম্প হাজির হবেন কিনা, হোয়াইট হাউস তাও নিশ্চিত করেনি। সংবাদসূত্র : বিবিসি

হোয়াইট হাউসের কাউন্সেল (পরামর্শক) প্যাট সিপোলোনে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির কাছে লেখা এক চিঠিতে প্রথম শুনানিতে ট্রাম্প অংশ নিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন। সিপোলোনে বলেছেন, শুনানিতে 'ন্যায্যভাবে' অংশ নিতে পারবেন বলে ট্রাম্প মনে করছেন না।

প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির ডেমোক্রেট চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার গত সপ্তাহে ট্রাম্পকে শুনানিতে আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট হয় এতে অংশ নেবেন, নাহলে এই প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানানো বন্ধ করবেন।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, পরের শুনানিতে অংশ নেওয়া হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত আলাদাভাবে জানানো হবে। শুক্রবার পর্যন্ত দ্বিতীয় শুনানির তারিখ ঠিক হয়নি। প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির কাছে লেখা সিপোলোনের চিঠিটি ছাপিয়েছে 'পলিটিকো'। হোয়াইট হাউসের এ কাউন্সেল এতে নিম্নকক্ষের কমিটির বিরুদ্ধে 'যথাযথ প্রক্রিয়া অনুসরণ ও মৌলিক ন্যায্যতা নিশ্চিতে ঘাটতির' অভিযোগ করেছেন। আমন্ত্রণে ৪ ডিসেম্বরের শুনানিতে অংশ নিতে হোয়াইট হাউসকে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় এবং সাক্ষীদের ব্যাপারে তথ্য দেয়া হয়নি বলেও দাবি করেছেন তিনি।

সিপোলোনে বলেন, মার্কিন গণমাধ্যমের ধারণা অনুযায়ী, প্রথম শুনানিতে বিচার বিভাগীয় কমিটি যে সাক্ষীদের হাজির করবে, তারা 'সম্ভবত সবাই বিশেষজ্ঞ', কোনো 'প্রকৃত সাক্ষী' থাকছেন না। সাধারণত প্রকৃত সাক্ষীরা কোনো একটি ঘটনা সম্পর্কে তার কাছে থাকা তথ্য ও ব্যক্তিগত অভিজ্ঞতা দেন। অন্যদিকে, বিশেষজ্ঞ সাক্ষীরা তাদের মতামতের মাধ্যমে বিচারকদের কাজে সহযোগিতা করেন। বিচার বিভাগীয় এ কমিটি তিনজনকে সাক্ষীকে ডাকলেও রিপাবলিকানদের কেবল একজন সাক্ষীকে ডাকার অনুমতি দিয়েছে বলে জানান এ কাউন্সেল।

আগের শুনানিগুলোর মতোই এবারের শুনানি হচ্ছে- ন্যাডলারের এমন দাবি নিয়েও প্রশ্ন তুলেছেন সিপোলোনে। বলেছেন, ১৯৯৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ন্যায্য অভিশংসন শুনানিতে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন। পরবর্তী শুনানিগুলোতে ট্রাম্পের অংশগ্রহণ চাইলে নেডলারকে 'সঠিকভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ' এবং পুরো প্রক্রিয়ায় 'ন্যায্যতা ও সঠিকতা' নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপের সূত্র ধরে যে অভিশংসন তদন্ত শুরু হয়েছিল, বুধবার প্রতিনিধি পরিষদে বিচার বিভাগীয় কমিটির শুনানির মধ্য দিয়ে তা নতুন ধাপে উন্নীত হতে যাচ্ছে। জুলাইয়ের ওই ফোনালাপে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের দুর্নীতি অনুসন্ধান করতে বলেছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে