শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
মার্কিন-চীন সম্পর্কে উত্তেজনা

যুক্তরাষ্ট্রের হংকং সংক্রান্ত আইনের জবাবে চীনের নিষেধাজ্ঞা

সামরিক জাহাজ এবং বিমান প্রবেশ করতে পারবে না নিষেধাজ্ঞায় পাঁচ এনজিও
যাযাদি ডেস্ক
  ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

হংকংয়ে বিক্ষোভের সমর্থনে যুক্তরাষ্ট্র যে আইন করেছে, তার পাল্টা জবাবে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির ওপর কড়াকড়ি আরোপের পাশাপাশি পাঁচটি মার্কিন এনজিওর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 'যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ এবং বিমান হংকংয়ে ?প্রবেশ করতে পারবে না।' সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি

সাধারণ সময়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ বছরে একবার হংকং 'ভিজিটে' যায়। তবে সীমান্ত নিয়ে উত্তেজনার কারণে সময়ে সময়ে মার্কিন রণতরী হংকংয়ে ভিড়তে দেয় না চীন। গত আগস্টে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি জাহাজকে হংকংয়ে ভিড়তে দেওয়া হয়নি। সেপ্টেম্বরেও মার্কিন একটি রণতরীকে হংকংয়ে ঢুকতে দেয়নি চীন। এপ্রিলে হংকংয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের 'ইউএসএস বস্নু রিজ' উভচর কমান্ড শিপ। জুনে হংকংয়ে বিক্ষোভ শুরুর আগে সেটিই ছিল সেখানে যাওয়া মার্কিন নৌবাহিনীর সর্বশেষ জাহাজ। এবার চীন বলেছে, তারা যুক্তরাষ্ট্রের নৌজাহাজ এবং বিমানের হংকংয়ে প্রবেশের অনুরোধই বিবেচনা করবে না। দরকার পড়লে বাড়তি আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও চীন শাসিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক যেসব এনজিওর ওপর চীন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে সেগুলোর মধ্যে আছে- মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ', ফ্রিডম হাউস, দ্য ন্যাশনাল এন্ডওমেন্ট ফর ডেমোক্রেসি, দ্য ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল এফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং বলেন, হংকংয়ের বিক্ষোভকারীদের সমর্থন দেওয়ার জন্য ওই সংগঠনগুলোকে মূল্য দিতে হবে। হংকংয়ের বিক্ষোভে তাদেরও কিছু দায় আছে। সে কারণেই তাদের ওপর এ নিষেধাজ্ঞা। চীনের রাজধানী বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে হুয়া আরও বলেন, 'আমরা যুক্তরাষ্ট্রকে তাদের ভুল সংশোধন করে আমাদের অভ্যন্তরী বিষয়ে নাক গলানো বন্ধ করার আহ্বান জানাচ্ছি। হংকংয়ের স্থিতিশীলতা এবং সমৃদ্ধিসহ চীনের সার্বভৌমত্ব সমুন্নত রাখতে বেইজিং প্রয়োজনে আরও পদক্ষেপ নিতে পিছপা হবে না।'

গত ২৮ নভেম্বর হংকংয়ে বিক্ষোভের সমর্থনে করা একটি বিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানায় চীন। পাল্টা জবাবে আইনের খসড়া প্রণয়নকারীদের চীনা মূল ভূখন্ডসহ হংকং এবং ম্যাকাউয়ে প্রবেশ নিষিদ্ধের তালিকায় রাখার ইঙ্গিতও তখন দিয়েছিল চীন। সেই মতোই এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নিল দেশটি।

বিশেষজ্ঞরা বলছেন, সামরিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে মার্কিন নৌবাহিনীর জাহাজের ওপর চীনের নিষেধাজ্ঞায় খুব একটা বিরূপ প্রভাব পড়বে না। কারণ, ওই এলাকায় যুক্তরাষ্ট্র অনেক নৌঘাঁটি ব্যবহার করতে পারে। তবে এ থেকে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে উত্তেজনা বাড়ারই আভাস পাওয়া যাচ্ছে।

তবে, ওই আইন দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃতজ্ঞতা জানিয়েছে হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা। সোমবার হংকংয়ে অবস্থিত মার্কিন কনসু্যলেটের সামনে যুক্তরাষ্ট্রের পতাকা, পস্ন্যাকার্ড নিয়ে জমায়েত হয় বিক্ষোভকারীরা। এ সময় ট্রাম্প লেখা টি-শার্ট আর টুপি পরিহিত অবস্থায় দেখা যায় তাদের। টানা পাঁচ মাসের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে তাদের পাশে দাঁড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানায় হংকংয়ের গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<78313 and publish = 1 order by id desc limit 3' at line 1