শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গুজরালের পরামর্শ শুনলে শিখ দাঙ্গা হতো না :মনমোহন

যাযাদি ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০
মনমোহন সিং

পিভি নরসিমা রাও যদি সাবেক প্রধানমন্ত্রী আইকে গুজরালের পরামর্শ শুনতেন, তা হলে ১৯৮৪ সালের শিখ দাঙ্গা এড়ানো সম্ভব হতো। এমনই দাবি করে ভারতের রাজনৈতিক মহলে সাড়া ফেলে দিয়েছেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বুধবার ছিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী গুজরালের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনমোহন সিং। সেখানেই তার পূর্বসূরি সম্পর্কে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনেন মনমোহন। সংবাদসূত্র : এবিপি নিউজ, এনডিটিভি

মনমোহনের দাবি, '১৯৮৪ সালের দাঙ্গার ঘটনা যে দিন ঘটে, সে দিনই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংমা রাওয়ের কাছে ছুটে গিয়েছিলেন গুজরাল। পরিস্থিতি যে সংকটময় হয়ে উঠেছে, সে বিষয়ে জানিয়ে দ্রম্নত সেনা নামানোর পরামর্শ দেন রাওকে।' এরপরই তার মন্তব্য, 'সেদিন যদি গুজরালের পরামর্শ শোনা হতো, তা হলে দাঙ্গার ঘটনা এড়ানো সম্ভব হতো।'

১৯৮৪ সালের ৩১ অক্টোবর তারই শিখ দেহরক্ষীর হাতে নিহত হয়েছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা হয়। সেই ঘটনায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছিল।

গুজরালের জন্মশতবার্ষিকী ওই অনুষ্ঠানেই মনমোহন জানান, ১৯৭৫-৭৭ সালের জরুরি অবস্থার পর কীভাবে গুজরালের সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, '১৯৭৫ সালে গুজরাল দেশের তথ্যসম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। কিছু সমস্যা তৈরি হওয়ায় তাকে সরিয়ে 'যোজনা কমিশনের' প্রতিমন্ত্রীর পদের দায়িত্ব দেওয়া হয়। সে সময় ভারতের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলাম আমি। তখন থেকেই আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।'

বুধবারের অনুষ্ঠানে ছিলেন সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। ১৯৯৮ সালে গুজরাল সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়া সংক্রান্ত কংগ্রেস নেতৃত্বের সিদ্ধান্তের জন্য দুঃখপ্রকাশও করেছেন তিনি। এ প্রসঙ্গে প্রণবের মন্তব্য, যদি সমর্থন তুলে না নেওয়া হতো, তা হলে বিজেপি সরকার ক্ষমতায় আসতে পারত না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<78646 and publish = 1 order by id desc limit 3' at line 1