শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ০৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান

আলোচনায় প্রস্তুত

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তবে পূর্বশর্ত হিসেবে আরোপিত 'অবৈধ নিষেধাজ্ঞা' প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

টেলিভিশনে সম্প্রচারিত ওই অনুষ্ঠানে বুধবার রুহানি বলেন, 'তারা যদি নিষেধাজ্ঞা সরিয়ে রাখতে প্রস্তুত থাকে, আমরা তাহলে আলোচনার জন্য প্রস্তুত, এমনকি সেটি যদি ছয় জাতির প্রধানদের আলোচনা হয়।'

২০১৫ সালে পারমাণবিক কর্মসূচি সীমিত করার শর্তে যুক্তরাষ্ট্রসহ ছয়টি দেশ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে। তবে গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপরই ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন।

কয়েক মাস আগে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে, কিংবা এ ব্যাপারে পশ্চিমা দেশগুলো কোনো পদক্ষেপ না নিলে, তেহরান তার পরমাণু স্থাপনাগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করবে। মঙ্গলবার ইরানি গণমাধ্যমে দেশটির বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় যন্ত্রপাতি আধুনিকায়নের ভিডিও প্রকাশ করা হয়েছে। সংবাদসূত্র : বিবিসি

পার্ল হারবার ঘাঁটিতে

গুলিতে নিহত ২

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ঐতিহাসিক পার্ল হারবার সামরিক ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর এক নাবিকের গুলিতে দুই বেসামরিক নিহত ও একজন আহত হওয়ার পর হামলাকারী আত্মহত্যা করেছে। বুধবার গোলাগুলির এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন পার্ল হারবার-হিক্যাম যৌথ ঘাঁটির এক মুখপাত্র।

হতাহতদের এবং বন্দুকধারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। কী কারণে গুলিবর্ষণের এ ঘটনা ঘটেছে, সে বিষয়েও কিছু বলেনি। কিন্তু গণমাধ্যমের খবরে নিহতরা সবাই পুরুষ বলে জানানো হয়েছে।

এক সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা বলেছেন, 'বন্দুকধারী নিজের গুলিতে আহত হয়ে মারা গেছেন।'

১৯৪১ সালের ৭ ডিসেম্বর এই ঘাঁটিটিতে হামলা চালিয়েছিল জাপান। ওই হামলার পর জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। ঐতিহাসিক ওই ঘটনার বর্ষপূর্তির তিন দিন আগে ঘাঁটিটিতে গোলাগুলির এ ঘটনা ঘটল।

সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি

জাহাজ ডুবে মৃতু্য ৫৭

অভিবাসন প্রত্যাশীর

যাযাদি ডেস্ক

প্রায় ১৫০ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে গাম্বিয়া থেকে ছেড়ে আসা একটি জাহাজ মৌরিতানিয়া উপকূলে ডুবে গিয়ে ৫৭ জনের মৃতু্য হয়েছে। বুধবার এ ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা জানিয়েছে।

পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার এই জলপথটি একসময় কাজ ও সমৃদ্ধি প্রত্যাশী অভিবাসীদের অন্যতম প্রধান রুট ছিল। ২০০০ সালের মাঝামাঝি থেকে স্পেন এই জলপথে টহল বাড়ানোর পদক্ষেপ নেওয়ার পর থেকে এই ?রুটে অভিবাসন প্রত্যাশীদের আনাগোনা কমে এসেছে। তারপর থেকে এ জলপথে ঘটা অন্যতম প্রাণঘাতী দুর্ঘটনা এটি। সংবাদসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<78650 and publish = 1 order by id desc limit 3' at line 1