logo
রবিবার, ০৫ জুলাই ২০২০, ২১ আষাঢ় ১৪২৬

  যাযাদি ডেস্ক   ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

সিডনির কাছে দাবানল :শহর ছেয়ে গেছে ধোঁয়ায়

অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির কাছে বিশাল দাবানল শুরু হওয়ার পর পুরো শহর ধোঁয়ায় ছেয়ে গেছে। এতে শহরজুড়ে নিঃশ্বাসজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে এবং উন্মুক্ত স্থানে খেলাধুলা বন্ধ করে দেওয়া হয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে কয়েক সপ্তাহ লাগলেও ভারি বৃষ্টিপাত ছাড়া আগুন নেভানো সম্ভব হবে না। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স

এক মাস ধরে অস্ট্রেলিয়ার কয়েক হাজার দমকলকর্মী দাবানলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, শনিবার নিউ সাউথ ওয়েলস রাজ্যের দমকলকর্মীরা প্রায় ১০০টি দাবানলের বিরুদ্ধে লড়াই করছিলেন।

শুক্রবার সিডনির উত্তরে কয়েকটি দাবানল একত্র হয়ে বিশাল একটি দাবানলে পরিণত হয়ে আট লাখ একরজুড়ে ছড়িয়ে পড়েছে।

অস্ট্রেলিয়ায় গ্রীষ্মের উত্তপ্ত সময়ে দাবানল নিয়মিত ঘটনা। এগুলো সাধারণত ডিসেম্বরে শুরু হয়। কিন্তু চলতি বছর অনেক আগেই শুরু হয়েছে। এর কারণ হিসেবে বাড়তে থাকা তামপাত্রা, শুষ্ক আবহাওয়া ও অগ্নিসংযোগকে দায়ী করা হচ্ছে।

দাবানলে এ পর্যন্ত ছয় জন মারা গেছেন, ৭০০ ঘরবাড়িসহ লাখ লাখ একর ভূমি পুড়ে বিরানভূমিতে পরিণত হয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে