বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
মার্কিন সিনেটরদের চিঠি

সু চির বাকি ভাবমূর্তিও ঝুঁকিতে

যাযাদি ডেস্ক
  ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০
অং সান সু চি

মার্কিন সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেট পার্টির ১০ সদস্য রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমার সেনাদের পক্ষ নেওয়ায় অং সান সু চির তীব্র নিন্দা জানিয়েছেন। তারা মনে করেন, রোহিঙ্গা এবং অন্য সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক নৃশংসতার জন্য অভিযুক্ত সেনাবাহিনীর পক্ষে সাফাই গেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজের যেটুকু ভাবমূর্তি আছে, সেটাও ঝুঁকিতে ফেলছেন সু চি। সংবাদসূত্র : রয়টার্স

মার্কিন সিনেট সদস্যরা আইসিজেকে পুরোপুরি সমর্থনের জন্য মিয়ানমারের 'স্টেট কাউন্সেলর' সু চির প্রতি আহ্বান জানিয়েছেন।

চিঠির শুরুতে ২০১০ সালে অন্তরীণ থেকে সু চির মুক্তি, পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে উত্তরণের লক্ষ্যে দেশটির ২০১৫ সালের নির্বাচন এবং একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও সমৃদ্ধ মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষার বিষয়গুলো উলেস্নখ করেছেন।

মার্কিন সিনেটররা লিখেছেন, 'আমরা এটা বুঝি, এ ধরনের উত্তরণ সহজ হয়েছে এমন নজির খুবই কম, যখন সেনাবাহিনীর পক্ষ থেকে বড় ধরনের চ্যালেঞ্জ থাকে। তবে জটিলতা কোনোভাবেই অজুহাত হতে পারে না। আপনি যেভাবে ২০১৭ সালের নিষ্ঠুর ও তথাকথিত শুদ্ধি অভিযানের নামে অভিহিত অভিযান সামাল দিয়েছেন, তা মোটেই গ্রহণযোগ্য নয়।'

এতে আরও বলা হয়, 'ওই অভিযানে হাজার হাজার রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন ও সাত লাখ ৪০ হাজার রোহিঙ্গা পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গণহত্যা সনদ অনুযায়ী আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলায় আপনি নেতৃত্ব দিচ্ছেন শুনে আমরা আরও হতাশ হয়েছি। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন যখন মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে 'গণহত্যার কর্মকান্ডে' অংশ নেওয়ার অভিযোগ করেছে, সে সময় সেনাবাহিনীর পক্ষে আপনার অবস্থানে আমরা উদ্বিগ্ন।' সিনেটররা বলেন, 'আমরা আইসিজেকে পুরোপুরি সমর্থনের জন্য আপনার প্রতি আহ্বান জানাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79657 and publish = 1 order by id desc limit 3' at line 1