বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
বিতর্কিত নাগরিকত্ব বিল

উত্তর-পূর্ব ভারতে বিক্ষোভ চলছেই আসামে নিহতের সংখ্যা বেড়ে ৫

জ্জ অগ্নিগর্ভ পরিস্থিতির কারণেশিলং সফর বাতিল অমিত শাহের
যাযাদি ডেস্ক
  ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অগ্নিগর্ভ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবারও বিক্ষোভ অব্যাহত ছিল। এদিন দিলিস্নর যন্তর-মন্তরে জড়ো হয়ে বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানান আসাম কংগ্রেসের কর্মী-সমর্থকরা -পিটিআই/আউটলুক ইনডিয়া

বিতর্কিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তর-পূর্ব ভারতের চারটি রাজ্যে গত কয়েকদিন ধরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। কারফিউ, সেনা, পুলিশ আর আধা সামরিক বাহিনীর প্রতিরোধ উপেক্ষা করে শুক্রবারও সকাল থেকেই এসব অঞ্চলের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। সংবাদসূত্র : এবিপি নিউজ, এনডিটিভি

কয়েক দিনের এই বিক্ষোভে আসামে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ। বিলের প্রতিবাদে রাস্তায় নামা হাজার হাজার মানুষকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর দমনাভিযানে এসব মানুষ প্রাণ হারিয়েছে। তবে ভারতের সরকারি কর্মকর্তারা এই বিক্ষোভে তিনজনের মৃতু্য হয়েছে বলে দাবি করছেন। এছাড়া গুয়াহাটির লাচিতনগরে নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন এবং হাতিগাঁও শঙ্কর পথে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। তবে বেসরকারি সূত্র বলছে, একজন নয় দুজন। আর নতুন বাজার এলাকায় পুলিশের গুলিতে আরও একজন নিহত হয়েছে।

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাসের পর অসমিয়াদের রোষের মুখে পড়েছেন ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিরা। ডিবরুগড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামেশ্বর তেলির বাড়িতে হামলার চেষ্টা হলে পুলিশের লাঠি ও গুলিতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। মুখ্যমন্ত্রীর নিজের এলাকা ছাবুয়ার বিধায়ক বিনোদ হাজরিকার বাড়িতে আগুন লাগানো হয়। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা শান্তনু ভরালি, বিজেপির মন্ত্রী রঞ্জিত দত্ত, বিধায়ক আঙুরলতা ডেকার বাড়িতেও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। শুক্রবার সকালে আসাম গণপরিষদের গুয়াহাটির আমবাড়ি সদর দপ্তরেও ভাঙচুর হয়।

শিলং সফর বাতিল

করলেন অমিত শাহ

নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে ভারতের উত্তর-পূর্বে অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে বাতিল করতে হয়েছে অমিত শাহের শিলং সফর। আগামী রোববার মেঘালয়ে নর্থ-ইস্ট পুলিশ একাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার জানিয়ে দেওয়া হয়, ওই সফর বাতিল করা হয়েছে। এই সফরেই অরুণাচল প্রদেশেও যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। বাতিল হয়েছে সেই সফরও।

পার্লামেন্টের উভয় কক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই কক্ষেই (লোক ও রাজ্যসভা) বিরোধীদের সব ধরনের আক্রমণ সামলেছেন তিনি। পাল্টা জবাবও দিয়েছেন তিনিই। কিন্তু এবার সেই সিএবি ঘিরে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল মেঘালয় সফর বাতিল করতে হলো সেই স্বরাষ্ট্রমন্ত্রীকেই। একই সঙ্গে অরুণাচল প্রদেশে একটি উৎসবে যোগ দেওয়ার কর্মসূচিও ছিল অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, 'গোটা অঞ্চল (উত্তর-পূর্ব ভারত) জুড়ে উগ্র প্রতিবাদ-বিক্ষোভ চলছে। সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রীর অরুণাচল সফর বাতিল করা হয়েছে।'

সিএবি পাস হওয়ার আগে থেকেই আসাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়ে প্রতিবাদ শুরু হয়েছে। বিল পাস হওয়ার পর তা আরও ভয়াবহ আকার নেয়। প্রতিবাদ বিক্ষোভে আগুন, ভাঙচুর যেমন হয়েছে, পুলিশের গুলিতে মৃতু্যর খবরও এসেছে। আসামে সেনা নামাতে হয়েছে। চলছে কারফিউ। অধিকাংশ জায়গায় মোবাইল-ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন জ্বলছে একাধিক জায়গায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79799 and publish = 1 order by id desc limit 3' at line 1