শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনে পরাজয়ের দায় নিয়ে সরে দাঁড়াচ্ছেন করবিন

যাযাদি ডেস্ক
  ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০
লেবার নেতা জেরেমি করবিন

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। শুধু জয় বললে ভুল হবে, বিরোধীদল লেবার পার্টির থেকে যোজন যোজন ব্যবধানে জয়ী হয়েছে তারা। লেবারদের শোচনীয় পরাজয়ের পর দলটির নেতা জেরেমি করবিন ব্যর্থতার দায় নিয়ে দল থেকে সড়ে দাঁড়ানোর কথা ব্যক্ত করেছেন। সংবাদসূত্র : ডেইলি মেইল, সিএনএন

পরাজয় নিশ্চিত হওয়ার পর তিনি গণমাধ্যমকে বলেন, 'আগামী নির্বাচনে তিনি দলের নেতৃত্বে থাকবেন না।' দেশটিতে বৃহস্পতিবার এক মেয়াদে তৃতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে অবশ্য উত্তর লন্ডনের ইসলিংটন আসনে জয় পেয়েছেন লেবার নেতা জেরেমি করবিন। তবে প্রাথমিক ফলে গতবারের চেয়ে ৪২টি আসন কম পেয়েছে লেবার পার্টি। তাই নিজের কাঁধে পরাজয়ের দায় নিয়ে প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

দলের পরাজয়ের খবর আসা শুরু করলে করবিন বলেন, 'এখন পর্যন্ত আমাদের কাছে যে ফল এসেছে, তাতে আজকের রাত (বৃহস্পতিবার) লেবার পার্টির জন্য অত্যন্ত হতাশার। পরাজয়ের ইঙ্গিত আসার পরপরই দলের ভেতরে কোন্দল শুরু হয়। বামপন্থি এই দলটির অনেক নেতাই করবিনের পদত্যাগ দাবি করেন।

বৃহস্পতিবার দিনভর যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ 'হাউস অব কমন্স'র ৬৫০টি আসনে ভোট গ্রহণ করা হয়। তাতে গতবারের চেয়ে ৬৬টি আসন বেশি পেয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ৩৬৪ আসনে জয়লাভ করে। বিপরীতে গত নির্বাচনের চেয়ে ৪২ আসন কম পেয়ে লেবারের আসন সংখ্যা দাঁড়ায় ২০৩টিতে।

করবিনের লেবার পার্টির প্রার্থীরা তাদের দলীয় ঘাঁটি হিসেবে পরিচিত অনেক আসনে পরাজিত হয়েছেন। তবে ২০১৫ সালে দুঃসময়ে দলের হাল ধরা লেবার নেতা জেরেমি করবিন নির্বাচনে সহযোগিতার জন্য ভোটার, পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, 'লেবারের নীতি এখনো জনপ্রিয়। তবু ব্রেক্সিটের পক্ষে সমর্থনের বিশাল ঢেউয়ের কাছে সেই নীতির হার হয়েছে।' আগামী আর কোনো নির্বাচনে দলের নেতৃত্বে 'থাকবেন না' জানালেও করবিন বলেছেন, দলের ভবিষ্যৎ নির্ধারণের জন্য আলোচনার সময়টায় তিনি দায়িত্ব পালন করে যাবেন। উলেস্নখ্য, ব্রেক্সিটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে লেবার পার্টির নিরপেক্ষ মনোভাবই তাদের ভরাডুবির পেছনে বড় কারণ বলে মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79800 and publish = 1 order by id desc limit 3' at line 1