বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার ঈশ্বরকে ‘নিবোর্ধ’ বললেন দুতাতের্!

যাযাদি ডেস্ক
  ২৭ জুন ২০১৮, ০০:০০
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতাতের্

এবার ঈশ্বরকে ‘স্টুপিড’ বা ‘নিবোর্ধ বলেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতাতের্। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। বিরোধীদের প্রতি কঠোর মন্তব্য ও কড়া সমালোচনার জন্য দুতাতের্ সুপরিচিত। এর আগে তিনি অশ্রাব্য ভাষায় পোপের সমালোচনাও করেছিলেন। সোমবার নিজের শহর দাভাওয়ে এক অনুষ্ঠানে স্বগর্ থেকে আদম ও হাওয়ার পতনের বিষয়ে খ্রিস্টান ধমির্বশ্বাসের সমালোচনা করেন দুতাতের্। তিনি বলেন, ‘এই নিবোর্ধ ঈশ্বরটা কে? আপনি কোনো কিছু ঠিকঠাকভাবে সৃষ্টি করলেন এবং এরপর এমন একটি বিষয় নিয়ে ভাবলেন, যেটা আপনাকে পরীক্ষায় ফেলতে পারে এবং আপনার কাজের মানকে নষ্ট করবে।’

খ্রিস্টান ধমির্বশ্বাস অনুযায়ী, ‘প্রকৃত পাপ তত্তে¡¡রও’ সমালোচনা করেছেন দুতাতের্। এই মত অনুযায়ী, সব মানুষের ওপর আদম-হাওয়ার (অ্যাডাম-ইভ) পাপের দায় রয়েছে। তিনি বলেন, ‘আপনার জন্মও হয়নি অথচ আপনার ওপর সত্যিকারের পাপের দায় রয়েছে। এটা কেমন ধরনের ধমর্?’ সংবাদসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে