বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুতিনকে বিয়েতে দাওয়াত দিয়ে বিপাকে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী

জ্জ অনুষ্ঠানে নাচলেন রুশ প্রেসিডেন্ট
যাযাদি ডেস্ক
  ২০ আগস্ট ২০১৮, ০০:০০
কারিন নেইসলের সঙ্গে নাচছেন ভøাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে নিজের বিয়েতে দাওয়াত দিয়ে বিপাকে পড়েছেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন নেইসল। কারণ বিরোধী রাজনীতিকদের দাবি, পুতিনকে আমন্ত্রণ জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি খবর্ করেছেন কারিন নেইসল। দেশটির দক্ষিণের প্রদেশ স্টেরিয়ায় শনিবার এ বিয়ে অনুষ্ঠিত হয়। সেখানে আগত অতিথিদের মধ্যে পুতিনও ছিলেন। রাশিয়ার রাষ্ট্রনায়ক নেইসলের বিয়েতে শুধু অংশগ্রহণই করেননি, তাকে উপহারও দিয়েছেন। এমনকি তার সঙ্গে নেচেছেনও। পুতিন জামাির্ন যাওয়ার পথে এই বিয়েতে অংশ নেন। জামাির্নতে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মাকেের্লর সঙ্গে বৈঠক করেন পুতিন। সংবাদসূত্র : বিবিসি

৫৩ বছর বয়সী নেইসল উদ্যোক্তা উল্ফগ্যাং মাইলিঙ্গারকে বিয়ে করেন। ¯েøাভেনিয়ার সীমান্তবতীর্ স্টাইরিয়ার গামলিৎজ শহরে এ বিয়ে অনুষ্ঠিত হয়। সেখানে ফুলের তোড়া নিয়ে উপস্থিত হন পুতিন এবং নবদম্পতিকে সান্ধ্য প্রেমসংগীত শোনাতে একদল কসাক বাদ্যযন্ত্রীও তার সঙ্গে ছিল।

বিভিন্ন ছবিতে দেখা গেছে, স্টেরিয়া প্রদেশের দক্ষিণাঞ্চলে একটি আঙুরক্ষেতে সাদা ও ক্রিম রংয়ের লম্বা ‘টিরন্ডল’ পোশাক পরিহিত ৫৩ বছর বয়সী হাস্যোজ্জ্বল নেইসেলকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে নাচতে ও কথা বলতে দেখা গেছে। এই আঙুরক্ষেতেই নেইসেল ও উদ্যোক্তা ব্যবসায়ী ওলফগ্যাং মাইলিঙ্গারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছবিগুলোতে পুতিনকে হাস্যোজ্জ্বলভাবে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনতে দেখা গেছে।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়ার প্রেসিডেন্ট নবদম্পতিকে ফুলের তোড়ার পাশাপাশি গ্রামীণ জীবনের ওপর একটি দেয়ালচিত্র, একটি ঐতিহ্যবাহী তেল নিষ্কাশন যন্ত্র, একটি সামোভার (পানি ফুটানো ও গরম করার পাত্র) ও একটি প্রাচীন মটকা উপহার দেন। বিয়েতে রুশ প্রেসিডেন্ট জামার্ন ভাষায় ‘টোস্ট’ করেন বলেও জানিয়েছেন তিনি। তার এবারের স্টেরিয়া সফর ছিল ‘একেবারেই ব্যক্তিগত’ বলে জানিয়েছেন পুতিন।

পুতিন যে কারিন নেইসলের বিয়েতে যাচ্ছেন, তা এক সপ্তাহ আগেই জানা গিয়েছিল। তখন থেকেই অস্ট্রিয়ার বিরোধী দল এটির সমালোচনা শুরু করে। দেশটির গ্রিন পাটির্র সদস্যরা এসব সমালোচকের মধ্যে অন্যতম। তারা পুতিনকে দাওয়াত দেয়ায় পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

ইউক্রেনের ক্রিমিয়া দখল ও অন্যান্য বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে রাশিয়ার সম্পকের্র টানাপড়েনের মধ্যেই পুতিনকে নেইসেলের আমন্ত্রণ মস্কো ও ভিয়েনার অনেককেই বিস্মিত করেছিল।

মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ, বহুভাষী, স্বতন্ত্র হিসেবে পালাের্মন্টে নিবাির্চত নেইসেলের সঙ্গে রুশ প্রেসিডেন্টের বন্ধুত্ব ছিল, এমন কোনো তথ্য না মিললেও পুতিনের দল ‘ইউনাইটেড রাশিয়া’র সঙ্গে অস্ট্রিয়ায় ক্ষমতাসীন কট্টর ডানপন্থি’ দল ফ্রিডম পাটির্র (এফপিও) ‘সহযোগিতা চুক্তি’ আছে।

বিয়েতে পুতিনকে আমন্ত্রণ জানানোয় নিয়েসলের প্রশংসাও করেছেন গত বছর ক্ষমতাসীন জোট সরকারে যোগ দেয়া স্ট্রাখে। পররাষ্ট্রমন্ত্রীকে ‘ব্রিজ বিল্ডার’ (সেতু স্থাপনকারী) অ্যাখ্যা দিয়ে শনিবার এ ভাইস চ্যান্সেলর নবদম্পতিকে অভিনন্দন জানান ও তাদের সৌভাগ্য কামনা করেন। পুতিনের সফরের কারণে আন্তজাির্তক গণমাধ্যমে অস্ট্রিয়ার ‘অমূল্য প্রচার’ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8694 and publish = 1 order by id desc limit 3' at line 1