শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ট্রাম্পের পদক্ষেপ কণ্ঠরোধ করা’

যাযাদি ডেস্ক
  ২০ আগস্ট ২০১৮, ০০:০০

যুক্তরাষ্ট্রের ‘সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সি’র (সিআইয়ের) কয়েকজন সাবেক পরিচালক এবং দেশটির আধাডজন সিনিয়র গোয়েন্দা কমর্কতার্ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিন্দা জানিয়ে নজিরবিহীন একটি বিবৃতি দিয়ে বলেছেন, তার পদক্ষেপ কবার কণ্ঠরোধ করা। সিআইএ কমর্কতার্রা তাদের সহকমীর্ জন ব্রেননানকে কালো তালিকাভুক্ত করার ট্রাম্পের সিদ্ধান্তের কারণে এই নিন্দা জানান। এএফপি অনলাইন, সিএনএন

রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রেসিডেন্টদের নিয়োগ দেয়া রবাটর্ গেটস, জজর্ টেনেট, পোটার্র গোস, লিয়ন প্যানেট্রা এবং ডেভিড পেট্রায়ুসসহ সাবেক সিআইএ-প্রধানরা জন ব্রেননানের ওপর থেকে নিরাপত্তা অনুমোদন সরিয়ে নেয়ার জন্য ট্রাম্পের নিন্দা জানান। আরও কয়েকডজন সাবেক সিআইএ কমর্কতার্ এই বিবৃতির প্রতি তাদের সমথর্ন জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, জন ব্রেনানের ব্যাপারে ট্রাম্পের পদক্ষেপ এবং একইভাবে সাবেক কমর্কতাের্দর ওপর হুমকি এজন্য যে, তারা যাতে নিরাপত্তা অনুমোদন না পায় এবং এর লক্ষ্য হচ্ছে তাদের কণ্ঠরোধ করা। ট্রাম্পের এই পদক্ষেপকে ‘অন্যায্য এবং অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে তারা জোর দিয়ে বলেন, ‘রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিরাপত্তা অনুমোদন প্রদান অথবা প্রত্যাহারের ঘটনা এর আগে এমন করে কখনো দেখিনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8695 and publish = 1 order by id desc limit 3' at line 1