শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
মেলানিয়ার দিলিস্নর স্কুল সফর

কেজরিওয়াল-সিসোদিয়ার নাম বাদ দেয়ায় ক্ষুব্ধ আপ

ম স্কুলে 'হ্যাপিনেস কারিকুলাম' দেখবেন মার্কিন ফার্স্ট লেডি ম মোদির মতো ক্ষুদ্র মন আর হয় না :টুইট আপ নেত্রীর
যাযাদি ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর ঘিরে আম আদমি পার্টির (আপ) সঙ্গে বিজেপির সংঘাত আবারও মাথাচাড়া দিয়েছে। দলটি দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির মেলানিয়ার সফর থেকে ইচ্ছাকৃতভাবে তাদের বাইরে রাখার অভিযোগ তুলেছেন দিলিস্নর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সংবাদসূত্র : এবিপি নিউজ, ইনডিয়া টাইমস

আগামীকাল সোমবার দু'দিনের ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আহমেদাবাদ এবং তাজমহল দর্শন সেরে মঙ্গলবার দিলিস্নতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ট্রাম্প। ওই সময়ে দক্ষিণ দিলিস্নর একটি সরকারি স্কুল ঘুরে দেখবেন মেলানিয়া। পড়াশোনার ফাঁকে শিশুদের জন্য যে বিশেষ 'হ্যাপিনেস কারিকুলাম' (আনন্দপাঠ) চালু করেছে দিলিস্ন সরকার, তাতে অংশ নেবেন তিনি।

শুরুতে ওই স্কুলে মেলানিয়াকে স্বাগত জানানোর কথা ছিল দিলিস্নর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার ডেপুটি মনীশ সিসোদিয়ার। শিশুদের কাছে পঠন-পাঠনকে আকর্ষণীয় করে তুলতে তারা আর কী কী পদক্ষেপ নিয়েছেন, তার বিস্তারিত বর্ণনা মার্কিন ফার্স্ট লেডিকে জানানোর কথা ছিল তাদের। এ নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে তাদের এক দফা কথাও হয়েছিল বলে জানিয়েছিলেন খোদ সিসোদিয়া।

কিন্তু শেষ মুহূর্তে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর তাতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন আপ নেতৃত্ব। দলের নেত্রী প্রীতি শর্মা মেনন শনিবার টুইটারে লেখেন, 'নরেন্দ্র মোদির মতো ক্ষুদ্র মন আর হয় না। অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসোদিয়াকে নাই ডাকতে পারেন আপনারা। কিন্তু তাদের কাজই শেষমেশ কথা বলবে।'

যদিও এ ব্যাপারে তাদের কিছু করার নেই বলে সাফাই দিয়েছেন বিজেপি নেতা সম্বিত পাত্র। তার যুক্তি, 'কিছু বিষয় নিয়ে নিচু পর্যায়ের রাজনীতি না হওয়াই ভালো। এভাবে পরস্পরের নামে কুৎসা রটালে দেশেরই বদনাম হবে। তাছাড়া যুক্তরাষ্ট্র কাকে ডাকবে আর কাকে ডাকবে না, তাতে ভারত সরকারের কোনো ভূমিকা নেই।'

তবে এতেও বিতর্ক থামার নাম নেই। আপ নেতৃত্বের অভিযোগ, ক্ষমতায় আসার পর সরকারি স্কুলগুলোকে ঢেলে সাজিয়েছেন কেজরিওয়াল। পড়াশোনার চাপে শিক্ষার্থীদের যাতে দম বন্ধ হয়ে না আসে, তার জন্য 'হ্যাপিনেস ক্লাস' শুরু করা হয়, যার আওতায় তাদের ধ্যান করানো হয়। ঠিক কোথায় সমস্যা হচ্ছে তাদের, কথা বলে তা বোঝার চেষ্টা করেন শিক্ষক-শিক্ষিকারা। এছাড়া দিলিস্নতে নতুন অনেক স্কুল তৈরি হয়েছে কেজরিওয়াল সরকারের দ্বিতীয় অধ্যায়ে। পুরানো স্কুলগুলোর খোলনলচে বদলে আধুনিক রূপ দেওয়া হয়েছে, যা ব্যাপক প্রশংসিত হয়েছে। আবারও দিলিস্ন বিজয়ে যেসব কারণের কথা বলা হচ্ছে, তার একটি এটি।

এতদিন দিলিস্ন সরকারের স্কুল উন্নয়নের এই পদক্ষেপকে কোনো গুরুত্বই দেয়নি বিজেপি। বরং বিধানসভা নির্বাচনের আগে ভুয়া ভিডিও ছড়িয়ে স্কুলগুলোর দূরবস্থা প্রমাণ করার চেষ্টা চালিয়ে গেছে তারা। কিন্তু এখন ঘটা করে সেই স্কুলেই মার্কিন ফার্স্ট লেডিকে নিয়ে যাওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89685 and publish = 1 order by id desc limit 3' at line 1