শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জৌলুসে ভরপুর :বড় কোনো চুক্তি নয়, লক্ষ্য ভোট

যাযাদি ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
দারিদ্র্য আড়ালে দেওয়াল নির্মাণ

ট্রাম্পের ভারত সফরে জৌলুস আছে, কিন্তু বিশেষ লাভ নেই বলে মনে করছেন দেশটির বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর আজ (সোমবার) এই প্রথম ভারত সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও তার এই সফরে বড় কোনো বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা কম। সংবাদসূত্র : ডয়চে ভেলে, রয়টার্স, পিটিআই

চলতি বছরের শেষেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়বেন ট্রাম্প। তার আগেই তিনি ভারত সফর সেরে ফেলছেন। গত চার বছরের মধ্যে ভারত সফর করেননি তিনি। তার পাঁচ বছরের কার্যকালের একেবারে শেষ ভাগে এসে ভারতে যাচ্ছেন ট্রাম্প। তার এই সফর ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিভিন্ন আলোচনা। শেয়ার করা হচ্ছে মজার সব ভিডিও। চলছে টুইট-রিটুইট। ট্রাম্প টুইটে লিখেছেন, ভারতীয় বন্ধুদের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি মুখিয়ে আছেন।

ভারতের মোট তিনটি শহরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। আহমেদাবাদ, আগ্রা এবং দিলিস্ন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় আহমেদাবাদ বিমানবন্দরে নামবেন ট্রাম্প। সেখান থেকে শুরু হবে ট্রাম্প ও নরেন্দ্র মোদির 'রোড শো'। বিমানবন্দর থেকে নবসাজে সজ্জিত মোতেরা স্টেডিয়াম পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তাজুড়ে চলবে রোড শো। যাত্রাপথে ২৮টি মঞ্চে বিভিন্ন রাজ্যের সংস্কৃতির ঝলক থাকবে। যাত্রাপথেই তিনি মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রমে যাবেন ও মিনিট ১৫ সময় কাটাবেন। সেখানে তাকে চরকা উপহার দেওয়া হবে। মোতেরা স্টেডিয়ামে পৌঁছবেন ১টা ১৫ মিনিট নাগাদ। সেখানে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠান হবে। মধ্যাহ্নভোজের পর সোজা আগ্রা।

বিকালে আগ্রা পৌঁছবেন ট্রাম্প। সূর্যাস্তের আলোয় অপরূপ তাজমহল দর্শন করার পর সাড়ে ৬টা নাগাদ দিলিস্নর উদ্দেশে রওনা দেবেন। পরের দিন সকালে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানানো হবে তাকে। সেখান থেকে রাজঘাটে গান্ধীর প্রতি সম্মান দেখাবেন। সাড়ে ১১টায় শুরু হবে মোদি ও ট্রাম্পের মধ্যে সরকারি পর্যায়ের আলোচনা। দুপুরের পর মার্কিন দূতাবাসে যাবেন ট্রাম্প। সেখানে ভারতীয় শিল্প ও বাণিজ্য প্রতিনিধদলের সঙ্গে কথা হবে। এর ফাঁকেই মেলানিয়া ট্রাম্প দিলিস্নর সরকারি স্কুলে 'হ্যাপিনেস কারিকুলাম' (আনন্দপাঠ) দেখতে যাবেন। আর রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন ট্রাম্প।

তবে ট্রাম্পের এই সফরে বড় কোনো বাণিজ্য চুক্তি হবে কি-না, তা নিয়ে সংশয় রয়েছে। নিউ ইনডিয়া এক্সপ্রেসের 'বিজনেস এডিটর' জয়ন্ত রায় চৌধুরী জানিয়েছেন, 'যুক্তরাষ্ট্র চেয়েছিল কৃষি ক্ষেত্র; বিশেষ করে দুধ ও দুগ্ধজাত পণ্য ভারতে রপ্তানির বিশেষ সুবিধা। সেই সঙ্গে পোলট্রির জিনিসেরও সহজ রপ্তানি। কিন্তু ভারত তাতে রাজি হয়নি। ফলে বড় ধরনের কোনো চুক্তির সম্ভাবনা নেই। কিছু ঘোষণা হবে, এই মাত্র।'

তা হলে ঢাকঢোল পিটিয়ে, এত আগ্রহ দেখিয়ে কেন ট্রাম্প যাচ্ছেন? প্রবীণ সাংবাদিক জোসেফের ব্যাখ্যা, ট্রাম্পের উদ্দেশ্য হলো- ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিদের ভোট পাওয়া। সে জন্য তিনি 'হাউডি মোদি'তে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, 'তার প্রধান অনুষ্ঠান হতে চলেছে, নমস্তে ট্রাম্প। কারণ, তার ভোট চাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89787 and publish = 1 order by id desc limit 3' at line 1