শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

'বাহুবলি-২' সিনেমায় ডোনাল্ড ট্রাম্প যাযাদি ডেস্ক ভারত সফর শুরুর কয়েক ঘণ্টা আগে বলিউডের 'বাহুবলি-২' সিনেমার একটি সম্পাদিত ভিডিও টুইটারে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওতে সিনেমার নায়কের শরীরের ওপর ট্রাম্পের মুখ বসানো হয়েছে। অনির্ভরযোগ্য একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি নিয়ে পুনরায় পোস্ট করে ট্রাম্প লিখেছেন, 'ভারতের মহান বন্ধুদের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর অপেক্ষায় আছি।' ভিডিওতে আবহ সংগীত হিসেবে 'জিও রে বাহুবলি' গানটি ব্যবহার করা হয়েছে। এতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও তুলে ধরা হয়েছে। নামভূমিকায় অভিনয় করা প্রভাসের পালক মা শিবগামীর চরিত্রে থাকা রম্যা কৃষ্ণনের শরীরের ওপর তার মুখ বসানো হয়েছে। ভিডিওটির শেষে 'যুক্তরাষ্ট্র ও ভারত ঐক্যবদ্ধ' বার্তা দেখানো হয়। পোস্ট করার দুই ঘণ্টার মধ্যেই টুইটটি এক হাজার ৭০০ বার শেয়ার হয়েছে। উলেস্নখ্য, আজ (সোমবার) সপরিবারে দুই দিনের ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদসূত্র : এনডিটিভি সোনার খনি পাওয়ার খবর অস্বীকার যাযাদি ডেস্ক ভারতের উত্তরপ্রদেশে খনিতে প্রায় তিন হাজার টন সোনার মজুদ পাওয়ার দাবি অস্বীকার করেছে ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (জিএসআই)। শনিবার সন্ধ্যায় জিএসআই জানায়, উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার খনিবিষয়ক কর্মকর্তার দাবি মতো ওই জেলায় প্রায় তিন হাজার টন সোনার মজুদ আবিষ্কৃত হয়নি। জিএসআইয়ের মহাপরিচালক এম শ্রীধর জানিয়েছেন, 'এ ধরনের তথ্য জিএসআইয়ের কেউ দেয়নি। সোনভদ্র জেলায় এমন বিপুল পরিমাণ সোনার মজুদ পায়নি জিএসআই।' সোনভদ্রর খনিবিষয়ক কর্মকর্তা কে কে রাই শুক্রবার জানান, জেলার সোন পাহাড়ি ও হরদি এলাকায় সোনার মজুদের সন্ধান মিলেছে, সোন পাহাড়িতে প্রায় ২৯৪৩.২৬ টন ও হরদিতে ৬৪৬.১৬ কিলোগ্রাম সোনার মজুদ আছে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করে শ্রীধর বলেন, 'উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার সোন পাহাড়িতে জিএসআই হিসাবকৃত সম্ভাব্য আকরিকের পরিমাণ ছিল ৫২৮০৬.২৫ টন, যার প্রতি টনে গড়ে ৩.০৩ গ্রাম সোনা আছে। এই আকরিক থেকে ১৬০ কেজির মতো সোনা পাওয়া যেতে পারে।' সংবাদসূত্র : এবিপি নিউজ তুরস্কে ভূমিকম্পে নিহত ৮ যাযাদি ডেস্ক তুরস্কে ভূমিকম্পে অন্তত আটজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২১ জন। স্থানীয় সময় রোববার ভোরে ইরান সীমান্তে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলু জানিয়েছেন, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। এছাড়া প্রায় এক হাজার ৬৬টি ভবন ধসে পড়েছে। বিপর্যয় ও জরুরি সেবা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করেছে। ইউরোপিয়ান মেডিটারিয়ান সিসমোলজিকাল সেন্টার (ইমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। তুর্কি সরকারি সম্প্রচারমাধ্যম 'টিআরটি ওয়ার্ল্ড' জানিয়েছে, ভূমিকম্পে ৪৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি অনুসন্ধান দল তাদের কাজ শুরু করেছে। দেশটির ভন শহরেও ভবন ধসের ঘটনা ঘটেছে। এদিকে, ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম আজারবাইজান এলাকায় আঘাত হানা ভূমিকম্পটিতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে ওই এলাকায় অনুসন্ধান দল পাঠানো হয়েছে। সংবাদসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে