শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ১৪ মে ২০২০, ০০:০০

করোনা জয় ১১৩

বছরের বৃদ্ধার

যাযাদি ডেস্ক

মহামারি করোনাভাইরাসের সংক্রমণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বয়োজ্যেষ্ঠরা। বিশেষজ্ঞ বিজ্ঞানীদের এমন কথার প্রমাণ দেখা যাচ্ছে করোনায় আক্রান্ত ও মৃতু্যর পরিসংখ্যানে। কিন্তু স্পেনের ১১৩ বছর বয়সি এক বৃদ্ধা সব মিথ্যা প্রমাণ করে দিব্যি সেরে উঠলেন কোভিড-১৯ রোগ থেকে।

বিশ্বের যে দুই শতাধিক দেশে করোনা তার বিস্তার ঘটিয়েছে তাতে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর একটি স্পেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ২ লাখ ৭০ হাজার মানুষের মধ্যে প্রায় ২৭ হাজার মানুষ মারা গেলেও শতবর্ষী মারিয়া ব্রানিয়াস তাকে হারা মানালেন।

মাদ্রিদের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিরোনার বাসিন্দা মারিয়া ব্রানিয়াস। ১১৩ বছরের এই বৃদ্ধা করোনায় আক্রান্ত হওয়ার পর এক মাস চিকিৎসা নিয়ে অবশেষে প্রাণঘাতী ভাইরাসকে জয় করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। গত এপ্রিলে জানা যায়, তিন সন্তানের মা মারিয়া ব্রানিয়াস করোনা পজিটিভি। আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর তিনি যে ?'ওল্ড এজ নার্সিং হোমে' (বৃদ্ধাশ্রম) থাকতেন সেখানেই আইসোলেশনে ছিলেন এতদিন। অবশেষে সোমবার তাকে করোনা মুক্ত ঘোষণা করা হয়। সংবাদসূত্র :এএফপি

চীনা ভ্যাকসিনের

উৎপাদন কানাডায়

যাযাদি ডেস্ক

করোনাভাইরাসের কয়েকটি ভ্যাকসিন উদ্ভাবনে পরীক্ষামূলক পর্যায়ে থাকা চীনের ক্যানসিনো বায়োলজিকস ইনক কানাডাতেও এই পরীক্ষা চালাতে দেশটির জাতীয় গবেষণা সংস্থার সঙ্গে সহযোগিতা করছে। কানাডার ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (এনআরসি) বরাতে মঙ্গলবার বার্তা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এনআরসি বলেছে, মন্ট্রিলের সরকারি প্রতিষ্ঠানে এই ভ্যাকসিন উৎপাদন করা হবে। কানাডার ওষুধ নিয়ন্ত্রক সংস্থা হেলথ কানাডার জন্য এটির পরীক্ষামূলক প্রয়োগের জন্য প্রস্তুত হচ্ছে ক্যানসিনো।

এই সহযোগিতার ফলে এর মধ্যে চীনে চালানো ভ্যাকসিন পরীক্ষার ডেটা হেলথ কানাডা বিবেচনা করবে কিনা জানতে চাইলে এনআরসি বলেছে, সাধারণত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে ডেটা বিনিময় করা যায়। কানাডায় চালানো ক্লিনিকাল ট্রায়াল চীনা ডেটার সম্পূরক এবং সম্ভাব্য ভ্যাকসিনের সুরক্ষা বিষয়ে সামগ্রিকভাবে সহায়তা করবে।

২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের অনুরোধে হুয়াওয়ের চিফ ফিনান্সিয়াল অফিসার মেং ওয়ানঝুকে গ্রেপ্তার করার পর থেকে কানাডা ও চীনের মধ্যে সম্পর্ক অবনতি হয়েছে। ক্ষুব্ধ চীন সরকারকে পরে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণ দেখিয়ে কানাডার দুই নাগরিককে গ্রেপ্তার করে। সংবাদসূত্র :রয়টার্স

জার্মানিকেও ছাড়িয়ে

গেল ব্রাজিল

যাযাদি ডেস্ক

করোনায় আক্রান্ত ও মৃতু্যতে জার্মানিকেও ছাড়িয়ে গেছে ব্রাজিল। প্রতিদিনই আক্রান্ত ও মৃতু্য বাড়ছে ব্রাজিলে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৮১ জনের মৃতু্য হয়েছে। করোনার প্রাদুর্ভাবের পর একদিনে এটাই সর্বোচ্চ মৃতু্যর রেকর্ড।

আন্তর্জাতিক জরিপসংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ২১৪। অপরদিকে জার্মানিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১৭১ জন। এদিকে, ব্রাজিলে করোনায় মৃতু্য হয়েছে ১২ হাজার ৪৬১ জনের এবং জার্মানিতে মারা গেছে ৭ হাজার ৭৩৮ জন। ব্রাজিলে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭২ হাজার ৫৯৭ জন। দেশটিতে করোনার পজিটিভ ৯৩ হাজার ১৫৬ জন। তবে এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছে ৮ হাজার ৩১৮ জন।সংবাদসূত্র :রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<99427 and publish = 1 order by id desc limit 3' at line 1