শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রথম পাবে যুক্তরাষ্ট

করোনার ভ্যাকসিন না আসতেই ভাগাভাগি!

যাযাদি ডেস্ক
  ১৫ মে ২০২০, ০০:০০
আপডেট  : ১৫ মে ২০২০, ১১:০১

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। তবে কবে নাগাদ এটি পাওয়া যাবে, তার ঠিক নেই। এদিকে, ভ্যাকসিন না আসতেই এটির ভাগাভাগি হয়ে শুরু হয়ে গেছে। ভ্যাকসিন এলে তার প্রথম চালান যুক্তরাষ্ট্রের জন্য সংরক্ষণ করা হবে বলে ফ্রান্সের ফার্মাসিউটিক্যালস জায়ান্ট কোম্পানি 'সানোফি' ঘোষণা দেওয়ায় তাদের তীব্র সমালোচনা করেছে ফ্রান্স সরকার। সংবাদসূত্র : এএফপি দেশটির কর্তৃপক্ষ বলছে, বিশ্বজুড়ে প্রায় তিন লাখ প্রাণ কেড়ে নেয়া এই ভাইরাস সংকটে এমন পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এর আগে সানোফির প্রধান নির্বাহি কর্মকর্তা পল হাডসন বলেছিলেন, 'ভ্যাকসিনের গবেষণায় অর্থ সহায়তা করায় প্রথম চালানটি পাবে যুক্তরাষ্ট্র।' এই নির্বাহি আরও বলেন, 'ভ্যাকসিনের প্রি-অর্ডার করার অধিকার যুক্তরাষ্ট্রের আছে। কারণ তারা ঝুঁকি নিয়ে এই প্রকল্পে বিনিয়োগ করেছে।' হাডসন বলেন, 'এটাই হবে। কারণ তারা তাদের জনগণকে বাঁচাতে, সুরক্ষা দিতে অর্থনীতি পুনরায় চালু করার জন্য ঝুঁকি নিয়ে বিনিয়োগ করেছে। যুক্তরাষ্ট্র সবার আগে ভ্যাকসিন পাবে বলে আমি ইউরোপে প্রচারণা চালিয়ে যাচ্ছি।' ফ্রান্স সরকারের কাছে সাম্প্রতিক বছরগুলোতে কোটি কোটি ইউরো গবেষণা ঋণ নিয়ে কার্যক্রম চালিয়ে আসছে প্যারিসভিত্তিক এই ফার্মাসিউটিক্যালস কোম্পানি। করোনার ভ্যাকসিন নিয়ে প্যারিসের এই কোম্পানির এমন মন্তব্যের পর ইউরোপে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের উপ-অর্থমন্ত্রী অ্যাগনেস প্যানিয়ার বলেন, তিনি সানোফির নির্বাহির ওই মন্তব্যের পর তার সঙ্গে যোগাযোগ করেছেন। প্যানিয়ার বলেন, 'সানোফির প্রধান আমাকে বলেছেন, ভ্যাকসিন এলে তা সব দেশের জন্যই সহজলভ্য হবে। অবশ্যই তা ফ্রান্সও পাবে।' ফ্রান্সের উচ্চ শিক্ষামন্ত্রী ফ্রেডেরিক ভিদাল বলেন, করোনার একটি কার্যকর ভ্যাকসিনকে অবশ্যই বিশ্বের সব জনসাধারণের জন্য সহজলভ্য হতে হবে। যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা করা হলে সেটি হবে দুঃখজনক। সানোফির ফরাসি প্রধান ওলিভার বোগিলট অবশ্য তার নির্বাহির মন্তব্যের ব্যাখ্যায় বলেছেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি একই সময়ে ভ্যাকসিনটি ফ্রান্স এবং ইউরোপেও সহজলভ্য করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে