বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে

যাযাদি ডেস্ক
  ১৭ মে ২০২০, ০০:০০

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তের এ সংখ্যার তিন-চতুর্থাংশেরও বেশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে। সংবাদসূত্র : এএফপি

আন্তর্জাতিক জরিপ সংস্থা 'ওয়ার্ল্ডোমিটার'র হিসাব অনুয়ায়ী, কোভিড-১৯ ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা তিন লাখ ৯ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে, বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একক দেশ যুক্তরাষ্ট্র। 'ওয়ার্ল্ডোমিটার'র হিসাব অনুয়ায়ী, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৮৫ হাজারের বেশি আক্রান্ত হয়েছে এবং দেশটিতে মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে।

এদিকে, দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পূর্বাভাস, ১ জুনের মধ্যে মার্কিনিদের মৃতু্য এক লাখ ছাড়িয়ে যাবে।

সিডিসির পরিচালক ডা রবার্ট রেডফিল্ড টুইটারে লিখেছেন, 'যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে সম্ভাব্য মৃতু্যর ১২টি ভিন্ন ফোরকাস্টিং মডেল যাচাই করেছে সিডিসি। ১১ মে'র তথ্য অনুযায়ী, সামনের সপ্তাহগুলোতে মৃতু্য বাড়ার আভাস পাওয়া গেছে এবং ১ জুনের মধ্যে মোট সংখ্যা (মৃতু্য) এক লাখ ছাড়িয়ে যাবে।'

গত মঙ্গলবার ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা 'ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন মডেল' সংশোধন করার পরই সিডিসি প্রধান টুইটটি করলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<99747 and publish = 1 order by id desc limit 3' at line 1