logo
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৬

  যাযাদি ডেস্ক   ১৮ মে ২০২০, ০০:০০  

শুরুতে সত্যি কথা বলেনি উহান : চীনা স্বাস্থ্য উপদেষ্টা

করোনাভাইরাস পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, মহামারির শুরুতে চীন বিশ্ববাসীকে সঠিক তথ্য দেয়নি। চীন শুরুতেই এই মহামারি ঠেকাতে পারত বলে তার বিশ্বাস। তবে ট্রাম্পের এসব অভিযোগ বারবার প্রত্যাখ্যান করেছে। এবার চীনা সরকারের এক কর্মকর্তাই শনিবার বললেন, ভাইরাসের উৎপত্তিস্থল উহানের কর্তৃপক্ষ মহামারি নিয়ে শুরুতে সত্যি কথা বলেনি। সংবাদসূত্র : সিএনএন

চীনের ঊর্ধ্বতন স্বাস্থ্য উপদেষ্টা ও কোভিড-১৯ যুদ্ধে দেশের সুপরিচিত মুখ ডা. ঝং নানশান শনিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম 'সিএনএন'কে একান্ত সাক্ষাৎকারে বলেন, ডিসেম্বরে প্রথম করোনা শনাক্ত হয়েছিল উহানে। কিন্তু মহামারির শুরুতে এর ভয়াবহতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর খুঁটিনাটি জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ।

২০০৩ সালে সার্স মহামারির বিরুদ্ধে যুদ্ধ করে চীনে 'সার্স হিরো' খ্যাতি পেয়েছিলেন ঝং। এবারও তার কাঁধে দেশের করোনা যুদ্ধের দায়িত্ব। গত ২০ জানুয়ারি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'সিসিটিভি'কে তিনিই প্রথম নিশ্চিত করেছিলেন, করোনা একটি মানুষ থেকে আরেক মানুষের দেহে সংক্রমিত হয়। এর আগে কয়েক সপ্তাহ ধরে উহান স্বাস্থ্য কর্তৃপক্ষ দাবি করেছিল, মানুষ থেকে মানুষে এই ভাইরাসের সংক্রমণের স্পষ্ট প্রমাণ তারা পায়নি। এই মহামারি 'প্রতিরোধ ও নিয়ন্ত্রণের যোগ্য'।

মহামারি নিয়ে তদন্ত করতে ১৮ জানুয়ারি ঝংয়ের নেতৃত্বে জাতীয় স্বাস্থ্য কমিশনের বিশেষজ্ঞ দল গিয়েছিল উহানে। সেখানে পৌঁছানোর পর ডাক্তার ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে অনেক ফোন পান ঝং। সরকারি প্রতিবেদনের চেয়েও পরিস্থিতি অনেক খারাপ বলে তাকে সতর্ক করা হয়। ঝং বলেছেন, 'স্থানীয় কর্তৃপক্ষ ওই সময় সত্যি কথা বলেনি। একেবারে শুরুতে তারা চুপ ছিল এবং আমি বলেছিলাম, সম্ভবত সংক্রমণের সংখ্যা অনেক।'

সরকারি প্রতিবেদনে ১০ দিনের বেশি সময় ধরে উহানে আক্রান্তের সংখ্যা ৪১ জনই থাকায় সন্দেহ হয় ঝংয়ের। তিনি বলেছেন, 'আমি তা বিশ্বাস করিনি, তাই আমি তাদের জিজ্ঞাসা করেই গেছি এবং আসল সংখ্যাটা জানতে চেয়েছি।'
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে