বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডায়াবেটিস রোগ

সচেতনতার বিকল্প নেই
নতুনধারা
  ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

বাংলাদেশ একটি জনসংখ্যাবহুল দেশ। সঙ্গত কারণেই জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করা একটা বড় ধরনের চ্যালেঞ্জের বিষয়। এ ছাড়া রয়েছে চিকিৎসকের সংকট এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব। চিকিৎসা ব্যয়ের কারণেও অনেক পরিবারই অভাব-অনটনকে মোকাবেলা করে সুচিকিৎসা নিতে পারে না এমন অভিযোগও আছে। এমতাবস্থায় যদি জানা যায় যে, অসচেতনতার কারণে রোগ বাড়ছে তবে তা নিশ্চিতভাবেই উদ্বেগজনক পরিস্থিতিকে স্পষ্ট করে। সম্প্রতি পত্রপত্রিকায় প্রকাশিত খবরে জানা গেল যে, অসচেতনতায় বাড়ছে ডায়াবেটিস রোগ। তথ্য মতে, বিশ্বে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা প্রায় ৪২ কোটিরও বেশি। যা আগামী ২০৪০ সালে ৬৪ কোটিতে পেঁৗছতে পারে এমন বিষয় সামনে এসেছে। এ ক্ষেত্রে আমরা মনে করি, সংশ্লিষ্টদের এটা আমলে নেয়া দরকার যে, বাংলাদেশে এ রোগীর সংখ্যা ৭৩ লাখেরও বেশি। এ ছাড়া এমনটিও জানা যাচ্ছে যে, ডায়াবেটিস আছে এমন রোগীদের শতকরা ৫০ জনই জানেন না যে, তারা এ রোগে আক্রান্ত। যখন আক্রান্ত রোগীর শরীরে অন্যান্য রোগ বাসা বঁাধে তখন এটি চিহ্নিত হয়। অথচ প্রাথমিক পযাের্য় এ রোগটি চিহ্নিত হলে ৮০ শতাংশ প্রতিরোধ করা সম্ভব।

প্রসঙ্গত বলা দরকার, এমন পরিস্থিতিকে সামনে রেখে রোগটি সম্পকের্ জনসচেতনতা সৃষ্টিতে বিশ্বের ১৭০টি দেশের মতো গতকাল দেশেও পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০১৮। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস কনসানর্স এভরি ফ্যামিলি অথার্ৎ ডায়াবেটিস প্রতিটি পরিবারের উদ্বেগ।’ আমরা বলতে চাই যেখানে প্রাথমিক পযাের্য় রোগটি চিহ্নিত হলে শতকরা ৮০ শতাংশ রোগ প্রতিরোধ করা সম্ভব, সে ক্ষেত্রে সংশ্লিষ্টদের অন্যতম কতর্ব্য হওয়া দরকার সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক পদক্ষেপ নিশ্চিত করা। আমলে নেয়া দরকার, বতর্মানে সারাবিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান দশম। দেশে একজন ডায়াবেটিস রোগীর চিকিৎসা বাবদ প্রতি মাসে গড়ে খরচ হয় ২ হাজার টাকা। আর এ রোগে আক্রান্তদের বেশিরভাগই মহিলা। অথচ এটা স্বাভাবিকভাবেই অত্যন্ত পরিতাপের বিষয় যে, আক্রান্ত নারী-পুরুষদের অধের্কই জানেন না তাদের ডায়াবেটিস আছে। এ ছাড়া বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রতি ১০০ জন নারীর মধ্যে ২০ জন গভর্কালীন ডায়াবেটিসে আক্রান্ত। যাদের ৬৫ শতাংশই পরবতীর্ সময়ে ডায়াবেটিস-২ আক্রান্ত হয়। এসব মায়ের জন্ম নেয়া শিশুদের টাইপ-২ ডায়াবেটিস হতে পারে। তবে এটা আশাব্যঞ্জক বিষয় বলে আমরা মনে করি যে, জানা যাচ্ছে দেশে ৭৩ লাখ ডায়াবেটিস রোগীর মধ্যে প্রায় ৪৫ লাখ (৬২ শতাংশ) রোগীকে চিকিৎসা সেবার আওতায় আনা সম্ভব হয়েছে। এ ছাড়া ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্ব দিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নারীদের গভধার্রণ-পূবর্ সেবা প্রকল্পও হাতে নিয়েছে। আর এ লক্ষ্যে সারা দেশের ৪০০ কাজিকে প্রশিক্ষণও দেয়া হয়েছে। তারা পরিকল্পিত গভর্ধারণের বিষয়ে নব-দম্পতিকে পরামশর্ দেবেন। পাশাপাশি ডায়াবেটিসের ঝঁুকি থেকে প্রতিটি পরিবারকে সচেতন করতে বিয়ে নিবন্ধনের পর কাবিননামায় ‘সুস্থ মা-সুস্থ শিশু, সমৃদ্ধ দেশÑ সব গভর্ধারণ হোক পরিকল্পিত’ শীষর্ক কথাটি সিলমোহরযুক্ত করার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে কাজিদের নিদের্শ দেয়া হয়েছে।

সবোর্পরি আমরা বলতে চাই যে, সামগ্রিক পরিস্থিতি আমলে নিয়ে সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ গ্রহণ ও তার সুষ্ঠু বাস্তবায়নের কোনো বিকল্প নেই। অসচেতনতা থেকে শুরু করে নানা কারণে ডায়াবেটিস রোগ বাড়তে থাকবে এটা কাম্য হতে পারে না। আমরা মনে করি, ডায়াবেটিস প্রতিরোধে যে উদ্যোগগুলো নেয়া হয়েছে সেগুলোর সুষ্ঠু বাস্তবায়নের পাশাপাশি প্রতিনিয়ত মানুষকে সচেতন করতে কাযর্কর পদক্ষেপ অব্যাহত রাখতে হবে। উদ্যোগ গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে ডায়াবেটিস প্রতিরোধ হোক এমনটি আমাদের প্রত্যাশা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22547 and publish = 1 order by id desc limit 3' at line 1