শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের সংঘষের্ নিহত ৪

দলীয় কোন্দল নিরসন অপরিহাযর্
নতুনধারা
  ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের পৃথক দুটি সংঘষের্ এক স্কুলছাত্রসহ চারজন নিহত এবং অধর্শতাধিক আহত হওয়ার খবর এসেছে গণমাধ্যমে। জানা যায়, শুক্রবার ভোরে চরাঞ্চল বঁাশগাড়ি ইউনিয়নের বালুমাঠে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘষের্র সূত্রপাত। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে এক স্কুলছাত্র নিহত হয়। আর এর জের ধরে দুপুরে আবারও সংঘষের্ জড়িয়ে পড়ে বিবদমান দুই পক্ষ। পুলিশের সূত্রে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দীঘির্দন ধরে বঁাশগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান সাহেদ এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও চেয়ারম্যান সিরাজুল হকের সমথর্কদের মধ্যে দ্ব›দ্ব চলে আসছিল। এই দ্ব›েদ্বর জের ধরে এ পযর্ন্ত চেয়ারম্যান সিরাজুল হকসহ একাধিক ব্যক্তি হত্যাকাÐের শিকার হয়েছেন। শুধু নরসিংদীতে নয়, সারা দেশে আওয়ামী লীগের দলীয় কোন্দলে হতাহতের নানান ঘটনা অনেকদিন ধরেই গণমাধ্যমে উঠে আসছে। দেশের একটি প্রাচীন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দলীয় এই কোন্দল যেমন পরিতাপের তেমনইভাবে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হতাহতের ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগজনক।

বলার অপেক্ষা রাখে না, সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকমীের্দর অভ্যন্তরীণ কোন্দল নিরসনে রীতিমতো নাভিশ্বাস উঠেছে কেন্দ্রীয় নেতাদের। বিশেষ করে মন্ত্রী, এমপি অথবা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তৃণমূলের দ্ব›দ্ব মেটাতে বিব্রতকর পরিস্থিতিরও মুখোমুখি হতে হচ্ছে সংশ্লিষ্টদের, এমন খবরও গণমাধ্যমে এসেছে অনেকবার। দলটির কেন্দ্রীয় নেতারা দলীয় কোন্দলের বিষয়টি যে অবহিত নন তেমনটিও নয়। চলতি বছরে মাচর্-এপ্রিলে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা সারা দেশ সফর করে দলীয় কোন্দল মেটানোর উদ্যোগ নিয়েছিলেন। সফর শেষে তারা বলেছিলেন, অধিকাংশ জেলায় অন্তকোর্ন্দল অনেকটাই নিরসন হয়েছে। আর আসন্ন জাতীয় নিবার্চনের আগে ক্ষমতাসীনদের এই অন্তকোর্ন্দল পুরোপুরি নিরসন হবে বলে প্রতিনিধিরা আশা করলেও শুক্রবার নরসিংদীর কোন্দলে হতাহতের ঘটনাটি প্রমাণ করছে, দেশের অনেক স্থানে দলীয় দ্ব›দ্ব দৃশ্যত মিটলেও কাযর্ত ‘বরফ’ গলেনি। দলীয় কোন্দল নিরসন না হলে, এর খেসারত আওয়ামী লীগকে আসন্ন নিবার্চনে বহন করতে হতে পারে- রাজনৈতিক বিশ্লেষকদের এমন আশঙ্কাও হয়তো অযৌক্তিক নয়।

সারা দেশে আওয়ামী লীগের দলীয় কোন্দলের বিষয়টি দীঘির্দন ধরেই প্রকাশ্যে। কেন্দ্রীয় নেতারা কোন্দল নিরসনে উদ্যোগ নেননি, তেমনটিও নয়। তবে উদ্যোগ নেয়ার পরও দলীয় কোন্দল নিরসনে তা ইতিবাচক ভ‚মিকা রাখতে ব্যথর্ হয়েছে কেন, তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অন্যদিকে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে প্রাথীর্ মনোনয়ন নিয়ে দলীয় কোন্দল আরও বাড়তে পারে, এমন আশঙ্কার কথাও বলেছেন বিশ্লেষকরা। প্রায় প্রতিনিয়তই দলের বিভিন্ন পযাের্য় অভ্যন্তরীণ বিভেদ, দ্ব›দ্ব প্রকাশ্য রূপ নিচ্ছে। কোন্দল দূর করে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে দলীয় প্রধান শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কড়া ভাষায় সতকর্ করে দিলেও কিছুতেই কাজ হচ্ছে না। বলাই বাহুল্য, দলীয় কোন্দলের কারণে দল এবং সরকার উভয়পক্ষই বিব্রতকর অবস্থায় পড়ছে। টানা দুই মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় থাকা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ এই দ্ব›দ্ব যে দলটিকে চ্যালেঞ্জের মুখোমুখি দঁাড় করিয়ে দিয়েছে, তা বলা বোধ করি অত্যুক্তি হয় না।

রাজনীতি থেকে গণমানুষের কল্যাণের চিন্তা উবে গেলে, দেশ ও জনগণের স্বাথের্র পরিবতের্ ব্যক্তিস্বাথর্ প্রাধান্য পেলে, দলীয় কোন্দল চরমে পেঁৗছালে- সে রাজনীতি জনগণের উপকারে আসতে পারে না। ফলে প্রথমেই দলীয় কোন্দল নিরসন এবং ব্যক্তিস্বাথের্র পরিবতের্ জনস্বাথর্ প্রতিষ্ঠার করা জরুরি। আর এ ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের কঠোর হওয়ার কোনো বিকল্প নেই। দলটিতে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে, প্রয়োজনে, কেন্দ্র থেকে তৃণমূল পযাের্য় শুদ্ধি অভিযান চালানো যেতে পারে। যে দলটির নেতৃত্বে জাতি স্বাধীনতা অজর্ন করেছে, যে দলটির প্রতি দেশবাসীর আস্থার সংকট ঘটেনি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে যে দলটি দেশকে উন্নয়নের শিখরে এগিয়ে নিচ্ছে; সে দলটি প্রতিনিয়ত অভ্যন্তরীণ কোন্দলে ক্ষতবিক্ষত হবে, দলীয় সংঘষের্ প্রাণহানির ঘটনা ঘটবেÑ তা কিছুতেই হতে দেয়া উচিত নয়। দলীয় কোন্দলে বিপযর্স্তু হয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটি গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ুক, এটাও কারও কাম্য নয়। আমরা মনে করি, কেন্দ্রের বিজ্ঞ নেতারা এ ব্যাপারে অবিলম্বে কাযর্কর উদ্যোগ নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22941 and publish = 1 order by id desc limit 3' at line 1