বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু

গণমানুষের নেতা হিসেবে জনগণের মুক্তিদাতা হিসেবে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি যে ঘোষণা দিয়েছিলেন, ''এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।" সেই মুক্তি ও স্বাধীনতা ছাড়া বাংলার জনগণের জন্য বঙ্গবন্ধুর আর কোনো চিন্তাভাবনা ছিল না। তিনিই প্রথম বাঙালি নেতা, যিনি সঠিক সময়ে সঠিকভাবে উপলব্ধি করেছিলেন যে, পাকিস্তান বাঙালির জন্য কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। তাই বাঙালিকে পাকিস্তান নামক ধর্মরাষ্ট্রে চরমভাবে নির্যাতিত নিপীড়িত হতে হয়েছিল। বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য ছিল ওই শোষণ ও বঞ্চনা থেকে বাংলাদেশের মানুষকে চির দিনের জন্য মুক্ত করা।
ডা. এস এ মালেক
  ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

১৫ আগস্ট হচ্ছে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় কালোদিন। ওইদিন প্রতু্যষে বাংলার আকাশে বাতাসে যে মহাদুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছিল, তা থেকে বাংলাদেশ আজও মুক্ত নয়। স্বাধীনতাবিরোধী শকুনরা সেই থেকে আজ পর্যন্ত সুযোগ পেলেই ছোবল মারছে আগস্ট মাস এলেই আমরা আতঙ্কিত হই। ১৫ আগস্টই ওদের শেষ আঘাত নয়। এই আগস্ট মাসেই ওরা ঘটিয়েছে ২১ আগস্টের মতো গ্রেনেড হামলা। ১৫ আগস্টে ওদের লক্ষ্য ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যিনি তার মহান পিতার অসমাপ্ত কাজ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। ওদের কাছে বঙ্গবন্ধুর অপরাধ ছিল বাংলাদেশ স্বাধীন করা। ধর্মরাষ্ট্র পাকিস্তানের সমাধির ওপর জাতিরাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। সাম্প্রদায়িকতার বিপরীতে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত করা। স্বৈরাচারের বিকল্প হিসেবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। শোষকের দুর্গ পাকিস্তান ভেঙে শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। উৎপাদন ও বিতরণ ক্ষেত্রে শুধু অগ্রগতি নয়, সমতাভিত্তিক সমাজ গঠন। আসলে ১৫ আগস্ট তারা শুধু ব্যক্তি মুজিবকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। তারা নিশ্চিত করতে চেয়েছিল যাতে করে বঙ্গবন্ধুর পক্ষে আর কেউ তার পক্ষে এগোতে না পারে। তাই নাবালক পবিত্র রাসেলকেও তারা রেহাই দেয়নি। ওদের ধারণা ছিল বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করতে পারলে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনকেও হত্যা করতে সক্ষম হবে। কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। বঙ্গবন্ধুর চাইতে তার দর্শন যে কত শক্তিশালী তা আজ বাংলার প্রতিটি মানুষ মর্মে মর্মে উপলব্ধি করছে।

হত্যার পরপরই খুনি মোশতাক ও তার দোষররা প্রচার করে ছিল যে ক্ষমতালোভী, দুর্নীতিবাজ, অসৎ, স্বৈরাচারী শাসক শেখ মুজিবকে হত্যা করেছে। বঙ্গবন্ধু সরকারের দুর্নীতি ও অনিয়ম তান্ত্রিকতা ও দায়িত্বহীনতার অনেক গল্প-গুজব প্রচার করা হয়েছিল। বলা হয়েছিল, তার বিপুল সম্পত্তির মালিকানার কথা। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল, বঙ্গবন্ধুই বিশ্বের ইতিহাসে সবচেয়ে দরিদ্রতম শাসক। প্রমাণিত হয়েছে দুর্নীতি বলতে যা বোঝায় তা কখনো বঙ্গবন্ধুকে স্পর্শ করতে পারেনি। বাঙালির প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ তার হৃদয়কে সামগ্রিকভাবে আচ্ছন্ন করে রেখেছিল। তাই দুর্নীতির স্পৃহা তার কাছে ছিল একেবারেই অকল্পনীয়। তিনি তার জীবন বাজি রেখে বারবার ফাঁসির মঞ্চে উঠেও বাঙালির জয় বাংলা স্স্নোগানে বাংলার আকাশ বাতাস মুখরিত করেছিলেন। তিনি কি করে তাদের ভাগ্য বিপর্যয়ের কারণ হতে পারেন।

গণমানুষের নেতা হিসেবে জনগণের মুক্তিদাতা হিসেবে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি যে ঘোষণা দিয়েছিলেন, ''এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।" সেই মুক্তি ও স্বাধীনতা ছাড়া বাংলার জনগণের জন্য বঙ্গবন্ধুর আর কোনো চিন্তাভাবনা ছিল না। তিনিই প্রথম বাঙালি নেতা, যিনি সঠিক সময়ে সঠিকভাবে উপলব্ধি করেছিলেন যে, পাকিস্তান বাঙালির জন্য কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। তাই বাঙালিকে পাকিস্তান নামক ধর্মরাষ্ট্রে চরমভাবে নির্যাতিত নিপীড়িত হতে হয়েছিল। বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য ছিল ওই শোষণ ও বঞ্চনা থেকে বাংলাদেশের মানুষকে চির দিনের জন্য মুক্ত করা।

আর ওই কাজটি করতে গিয়ে তিনি যে মহাবিপস্নবের ডাক দিয়েছিলেন সে কারণেই তাকে সাম্রাজ্যবাদী শক্তি এ দেশে তাদের সহচর দিয়ে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে। ১৯৭১ সালে পাকিস্তানের কারাগারে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে বঙ্গবন্ধুর ফাঁসির রায় তারা কার্যকর করতে পারতো। কিন্তু তখন তারা বঙ্গবন্ধুকে হত্যা করা শ্রেয় মনে করেনি। তাদের ধারণা ছিল মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভাবশীর্ষ ও বুর্জোয়া গণতন্ত্রের পৃষ্ঠপোষক বঙ্গবন্ধু শেখ মুজিব সাম্রাজ্যবাদবিরোধী আর্থ-সামাজিক কর্মসূচি গ্রহণের সাহস পাবেন না। তাই তারা তাকে সাড়ে তিন বৎসর সুযোগ দিলেন। বঙ্গবন্ধুও '৭২-এর সংবিধান প্রণয়ন ও '৭৩-এ নির্বাচন অনুষ্ঠিত করে বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। প্রায় সাড়ে তিন বৎসর এই ধারায় দেশ শাসন করল। একদিকে সংসদীয় গণতন্ত্র ও পূর্ণ স্বাধীনতা, অপরদিকে সেই গণতন্ত্রের অধিকার অপব্যবহার করে এমন এক বিশৃঙ্খলাময় পরিস্থিতির সৃষ্টি, যাকে মোকাবিলা না করে জনগণের ভাগ্য উন্নয়ন কখনো সম্ভব ছিল না। ৫ জন সাংসদকে হত্যা করা হলো, আত্রাই থেকে সরকারের বিরুদ্ধে টিপু বিশ্বাস যুদ্ধ ঘোষণা করলেন। থানা আক্রমণ, ব্যাংক লুট অব্যাহত রইল। জাসদের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি আক্রমণ করা হলো। সিরাজ সিকদার নামক একজন কয়েক হাজার লোককে হত্যা করলেন। গণবাহিনী গঠন করে কর্নেল তাহেরের নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম শুরু করলেন। মেজর জলিলসহ জাসদের নেতারা সংযুক্ত হলেন। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (মাকর্স-লেলিন) যারা মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলে অভিহিত করলেন- তারাও সার্বিকভাবে পরিস্থিতি এমন এক জটিল আকার ধারণ করালেন যে, মুক্তিযুদ্ধের মহানায়ক হিসেবে বঙ্গবন্ধুর পক্ষে নীরব দর্শকের ভূমিকা পালন করা সম্ভব ছিল না। সে কারণেই তিনি স্বাধীনতার সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে চাইলেন, তাই বাকশাল কোনো একদলীয় শাসন ছিল না। এটা ছিল জাতীয় ঐক্যের প্রতীক। ঐতিহাসিক প্রয়োজনেই বঙ্গবন্ধুকে বাকশাল গঠন করতে হয়েছিল। বঙ্গবন্ধুর হাতে প্রচুর ক্ষমতা ছিল। আরও ক্ষমতায়নের প্রয়োজন তার ছিল না, যারা বলেন ক্ষমতার লোভে বঙ্গবন্ধু একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তারা তার প্রতি মহা অবিচার করে থাকেন। সাধারণ অর্থে বঙ্গবন্ধু রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বিপস্নবের মহানায়ক জাতির জনক, সবকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। কারণ তিনি দেশ স্বাধীন করলেন তা ভেস্তে যেতে দেখে তিনি নীরুরমতো বাঁশি বাজাতে পারেননি। তাকে মুক্তির দূত হিসেবে প্রতিবিপস্নবীদের মোকাবিলা করতে হয়েছে। গণতান্ত্রিক বিধিবিধান অনুযায়ী বঙ্গবন্ধুকে দ্বিতীয় বিপস্নবের কর্মসূচি গ্রহণ করতে হয়। বিশ্বের ইতিহাসে সে এক বিরল ঘটনা। জাতীয় সংসদে আইন প্রণয়নে মাধ্যমে সমাজবিপস্নবের কর্মসূচি গ্রহণ। সাংসদরাই কিন্তু ভোট দিয়ে বাকশালের প্রতি সমর্থন জুগিয়েছিলেন। অধ্যাদেশের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করে একজন স্বৈরশাসক হিসেবে তিনি দ্বিতীয় বিপস্নবের কর্মসূচি গ্রহণ করেননি। প্রচলিত আইনের ধারা অনুযায়ী ওটা করা হয়েছিল। যেসব সাংসদরা সেদিন চতুর্থ সংশোধনীতে সমর্থন জানিয়েছিলেন তারাই বঙ্গবন্ধুর অবর্তমানে বাকশাল পদ্ধতির সমালোচনা করেছেন ও এখনো তা অব্যাহত রয়েছে। এভাবে ইতিহাসের কাঠগড়ায় বঙ্গবন্ধুকে দাঁড় করানো উচিত নয়। সেদিন সংসদের সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা কখনো বঙ্গবন্ধুর ওপর অর্পণ করা সঠিক নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে সংসদে সংবিধান সংশোধন করে সমাজবিপস্নব সংঘটিত করা যায় কি না তা হয়তো বঙ্গবন্ধু বেঁচে থাকলে প্রমাণিত হতো। অবশ্য তার হত্যাকান্ড কখনো এ কথা প্রমাণ করে না যে, সংসদীয় পদ্ধতিতে যে ধরনের সমাজবিপস্নব বঙ্গবন্ধু সংঘটিত করতে চেয়েছিলেন তার সম্ভব ছিল না। দুঃখ হয় সেদিন যারা বঙ্গবন্ধুর ওই বাকশাল কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছিলেন তাদের অধিকাংশই আজ দ্বিতীয় বিপস্নবের প্রসঙ্গ উঠলেই নীরব থেকে প্রকৃত অর্থই প্রতিপক্ষকে সমর্থন জানান। একবার ভেবে দেখুন তো এভাবে যদি '৭২-'৭৫ বাংলাদেশে যেসব ঘটনা ঘটছিল এবং যার সঙ্গে বঙ্গবন্ধুর সরাসরি সম্পৃক্ত ছিলেন সে ব্যাপারে মৌনতা কি ভবিষ্যতে বঙ্গবন্ধুর অবমূল্যায়নকে উৎসাহ জোগান দেবে না? তাই বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শের অনুসারীদের প্রতি আমার একান্তই আবেদন ইতিহাসের বস্তনিষ্ঠ বাস্তবতাকে বিস্তৃতি অতল গর্ভে তলিয়ে দেয়ার চেষ্টা করবেন না। বরং স্বাধীনতা ও গণতন্ত্র বঙ্গবন্ধুর পক্ষের শক্তি হিসেবে বঙ্গবন্ধু যা করতে চেয়েছিলেন তার প্রকৃত ব্যবস্থা দিয়ে বঙ্গবন্ধু ঐতিহাসিক অবস্থান সূদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠাকরুন। তার জীবনের সবচেয়ে মহাপ্রয়াসকে ভ্রান্তির আচ্ছদনে আচ্ছাদিত করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে এই বাংলাদেশেই আর কখনো যেন হেয় করার চেষ্টা না করা হয়, ইতিহাসে যেভাবে তিনি প্রতিষ্ঠিত সেটাই তার প্রকৃত অবস্থান।

ডা. এস এ মালেক: রাজনীতিক ও কলাম লেখক

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63448 and publish = 1 order by id desc limit 3' at line 1