শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইমরান খানের পাকিস্তান জয়

মোহাম্মদ শরীফ শিক্ষাথীর্, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা
  ২৬ আগস্ট ২০১৮, ০০:০০

ইমরান খান আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নিলেন মুহাম্মদ আলী জিন্নাহর পাকিস্তানকে। মুহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত¡ তুলে পাকিস্তান সৃৃষ্টি করেছিলেন। সেই পাকিস্তানকে ১৯৯২ সালে বিশ্বকাপ এনে দিয়েছিলেন ইমরান খান। একটা সময় জিন্নাহ এক সুন্দরীর প্রেমে পড়ে তার গেঁাফ কেটে ফেলেছিলেন। ইমরান গোফ না কাটলেও, বিয়ে করেছেন তিনটি। দ্বিজাতি তত্তে¡র জন্য জিন্নাহ আলোচিত, সঙ্গে সমালোচিতও বটে। ইমরান খানও রাজনীতির শুরুতে বেশ কিছু উগ্র বক্তব্যের জন্য হয়েছিলেন আলোচিত-সমালোচিত। যাই হোক। সবের্শষ কথা হলো, দু’জনেই পাকিস্তানের ক্ষমতায় অধিষ্টিত হয়েছেন। একজন ’৪৭ এ অন্যজন বতর্মান। জিন্নাহ সাফল্যে-ব্যথর্তা; দুই নিয়েই তিনি সমান তালে আলোচনায় থেকেছেন। সাফল্য-ব্যথর্তা একজন নেতার জীবনে থাকবেই। থাকবে প্রশংসার সাথে সমালোচনাও। ইমরান খানের বেলায় তা ভবিষ্যতই বলে দেবে। এবার পাকিস্তানে শুরু ইমরান শাসন। ২০ কোটি পাকিস্তানিকে তিনি কোথায় নিয়ে যান, তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী। পাকিস্তানে ইমরানের তেহরিক-ই-ইনসাফের (ন্যায় বিচারপন্থি) বিজয় চমকপ্রদ হলেও, অবাক হওয়ার কিছুই নেই। অনেকে এটাকে নীরব সেনা অভ্যুত্থান বলেও আখ্যা দিচ্ছেন! নিবার্চনে তিন নাম্বার অবস্থানে থেকে ভুট্টু পরিবারের নেতা বিলাওয়াল বিষয় আরও একটু স্পষ্ট করে দিয়েছেন। সেনা সমথের্ন ইমরানের বিজয় হয়েছে বলে দাবি করলেন বিলওয়াল। বিরোধী দলে থাকলে অভিযোগ করবেই। তবে সমালোচকরা এই কথাটাকে পুরো সত্য না হলেও, অনেকাংশে সত্য বলছেন। দক্ষিণ এশিয়া পাকিস্তানের রাজনীতি ভিন্ন। তবে তা পাকিস্তানের বেলায় একিই রকম। জন্মলগ্ন থেকেই পাকিস্তান একনায়কতন্ত্র ও সামরিক বাহিনীর বন্দুকের নল নাকের ওপর রেখে শাসিত হয়ে আসছে। কখনো প্রত্যক্ষ, কখনো বা পরোক্ষ ভাবে। সরাসরি না আসলেও ছায়া হয়ে রাজনীতিতে প্রভাব ফেলছেন তারা। পাকিস্তানের রাজনীতির কথা বললে, প্রথমে এ অদৃশ্য শাসকদের কথা ভাবতে হয়। পালাের্মন্টের ২৭০ আসনের মাত্র ১১৭টি আসন জিতেছেন ইমরান। যেখানে সরকার গঠনে দরকার ১৩৭ আসন। তাই তাকে জোট বেঁধেই সরকার গঠন করতে হয়েছে। নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফের নেতৃত্বে থাকা পাকিস্তান মুসলিম লীগ-এন ৬৪ আসন পেয়ে বিরোধী দলের অবস্থানে থাকার ইঙ্গিত দিচ্ছে। সেনাদের চোখের কঁাটা নওয়াজ শরীফ ও তার বোন মামলায় দÐিত, ত্রæটিপূণর্ নিবার্চন, অন্যান্য দলগুলোকে সেনাদের অসহযোগিতা। সব মিলিয়ে অনেক রাজনৈতিক বিশ্লেষক ইমরানের ক্ষমতা গ্রহণ আর অপাত্রে কন্যা দানের মধ্যে কোনো ফারাক দেখেন না। সমালোচকরা বলছেন, ইমরানের মাথায় লবণ রেখে তেঁতুল খাবেন সেনারা। সে তো গেল পেছনের কথা, সামনে কি আছে। ইমরান তার বক্তব্যে বলেছেন, ভারত এক পা এগোলে, তিনি দুই পা এগোবেন। প্রশ্ন হলো তিনি কোন দিকে এগোবেন, পেছনের দিকে নাকি পেছনে তাকিয়ে সামনের দিকে? যেমনটা তার উত্তরাধিকারেরা করেছেন, ক্ষেত্র বিশেষে করতে বাধ্য হয়েছেন। ইমরান জ্ঞাতি শত্রæ ভারত বিষয়ে কি ভাবছেন, উগ্রতা কে কাজে লাগাবেন, নাকি সম্পকর্ তৈরির নজির তৈরি করবেন। প্রথম বক্তব্যে সু-সম্পকর্ প্রতিষ্ঠার কথা বললেও তা কতটা বাস্তব? কিংবা সাবেক পাকিস্তানের বাম অংশ আজকের বাংলাদেশ কে তিনি কোন চোখে দেখবেন? ইমরান কি অতীতের ভুল স্বীকার করে ১৭শ’ মাইলের দূরত্বটা কমাতে পারবেন? ঘরের পাশের প্রতিবেশী চীনের বিশাল অথের্র ঋণ কতটা কাজে লাগাতে পারবেন? আর ওই যে এক কোটি বেকার? যাদের তিনি কমর্সংস্থান দেয়ার পণ করেছিলেন, তাদের জন্য কি আছে ইমরানের মাথায়? এ ছাড়া আফগানিস্তানের তালেবান ও নিজ দেশের উগ্রপন্থীদের কিভাবে সামাল দিবেন? প্রশ্ন গুলো আসছে, আসাটা প্রাসঙ্গিক। ভাগ্যের লিখন বা জনসমথর্ন; যাই বলি, ইমরান খান এখন কোলহারা পাকিস্তানের প্রধানমন্ত্রী। কোলহারা বলছি এ কারনে; পিছিয়ে পড়ার লজ্বা পাকিস্তানকে কুরে কুরে খাচ্ছে। পাকিস্তানকে নিয়ে হাসি তামাশা পশ্চিমার গৃহিণীরা চুল অঁাচড়াতে অঁাচড়াতেও করে। ইমরানের কাছে বড় চ্যালেঞ্জ হলো, উগ্রপন্থার কলঙ্ক মুছা আর ভেঙে পড়া অথর্নীতিকে গড়ে তোলা। আর এটা তিনি করতে গেলে জনসমথর্ন পাবেন বলে আশা করি। আধুনিক রাষ্ট্র পরিচালনায় যাকে বলা হয় ‘উন্নয়ন মূলক গণতন্ত্র’। ইমরান কি পাকিস্তানের জন্য তা অনুসরণ করবেন? ইমরাম খান ক্রিকেট ওয়াল্ডর্কাপ জিতেছেন। দুঃখের বিষয় হলো, তার দেশেই এখন কোন দেশ ক্রিকেট খেলতে যেতে চায় না। দেশের জন্য তার আরও একটি ওয়াল্ডর্কাপ জিততে হবে। যা তার দেশের ভাবমূতির্ বিশ্বে উজ্জ্বল করবে। যা সুস্থ মস্তিষ্কে সম্ভব নয়, সেটা বাতুলতা দিয়েই করতে হয়। ডোনাল্ড ট্রাম্প যেটা করে দেখিয়েছেন।

অনেকে ইমরানের সাথে ট্রাম্পের মিল খুঁজতে ভালোবাসেন! কারণ, ট্রাম্পের অপবাদ; পুতিন তাকে ক্ষমতায় বসিয়েছে, ইমরানের বেলায় যেটা বলা হয় সেনাবাহিনীর কথা। এ ছাড়া বিশ্ব মিডিয়া এই দুই ব্যক্তিকে নিয়ে মশকড়া করতে পছন্দ করেন। ট্রাম্পকে নিয়ে এমন হাসি তামাসা অনেক হয়ে গেছে। ইমরান খানের বেলায়ও কি এমন টা ঘটবে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<9031 and publish = 1 order by id desc limit 3' at line 1