শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা প্রথম পত্র
রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ০১ জুন ২০২০, ০০:০০
কায়রো মিউজিয়াম

জাদুঘরে কেন যাব

আনিসুজ্জামান

৪৪. 'হার্মিটেজ' শব্দের অর্থ কী?

ক. মসজিদ

খ. মন্দির

গ. মঠ

ঘ. গির্জা

সঠিক উত্তর : গ. মঠ

৪৫. আনিসুজ্জামান 'আলাওল সাহিত্য' পুরস্কার কেন পান?

ক. গবেষণাধর্মী বই লিখে

খ. সাহিত্যে খ্যাতি অর্জন করে

গ. গবেষণার কৃতিত্বের জন্য

ঘ. সহজ-সাবলীল ভাষা ব্যবহারের জন্য

সঠিক উত্তর : গ. গবেষণার কৃতিত্বের জন্য

৪৬. মিসরীয় জাদুঘর বলতে কী বোঝায়?

ক. কায়রো মিউজিয়াম

খ. গ্রেকো মিউজিয়াম

গ. রোমান মিউজিয়াম

ঘ. অ্যাশমোলিয়ম মিউজিয়াম

সঠিক উত্তর : ক. কায়রো মিউজিয়াম

৪৭. নৃতত্ত্ব বলতে কি বোঝায়?

ক. মানবজাতির উৎপত্তি সম্পর্কিত বিজ্ঞান

খ. উদ্ভিদের উৎপত্তি সম্পর্কিত বিজ্ঞান

গ. প্রাণীর সমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান

ঘ. বৃক্ষের ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান

সঠিক উত্তর : ক. মানবজাতির উৎপত্তি সম্পর্কিত বিজ্ঞান

আহ্বান

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক) ১৮৯২ খ) ১৮৯৪

গ) ১৮৯৬ ঘ) ১৮৯৮

সঠিক উত্তর: খ) ১৮৯৪

২.'আহ্বান' গল্পে লেখকের সহপাঠী কে ছিলেন?

ক) আবদুল

খ) আবেদালি

খ) শুকুর মিঞা

ঘ) নসর

(আবেদালি ছাড়া সবাই লেখকের সহপাঠী ছিলেন।

সঠিক উত্তর : ক, গ, ঘ

৩. ' আমার তো তিনার নাম করতে নেই।' কারণ-

ক) স্বামীর নাম মুখে আনা নিষেধ

খ) এটি ধর্মীয় বিধিনিষেধ মাত্র

গ) স্বামীর প্রতি গভীর ভালোবাসা

ঘ) এটি সামাজিক কুসংকার

সঠিক উত্তর : ক) স্বামীর নাম মুখে আনা নিষেধ

৪. পরগনা জেলার মুরারিপুর গ্রামে কে জন্মগ্রহণ করেন?

ক) মানিক বন্দ্যোপাধ্যায়

খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর : গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেশা কী ছিল?

ক) সাংবাদিকতা

খ) ওকালতি

গ) শিক্ষকতা

ঘ) ব্যবসা

সঠিক উত্তর: গ) শিক্ষকতা

৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গদ্য কেমন?

ক) চিত্রময়

খ) কাব্যময়

গ) ছন্দময়

ঘ) পৌরাণিক নির্ভর

সঠিক উত্তর : ক) চিত্রময়

৭. অনেকদিন থেকে কার দোষে ঘরবাড়ি নেই?

ক) চক্কোত্তি মশায়ের

খ) জমির করাতির

গ) গোপালের

ঘ) শুকুর মিয়ার

সঠিক উত্তর: গ) গোপালের

৮. গোপালের বাবর পুরাতন বন্ধুর নাম কী?

ক) চক্কোত্তি মশায়

খ) জমির করাতির

গ) শুকুর মিয়া

ঘ) কৈলাশ

সঠিক উত্তর : গ) শুকুর মিয়া

৯. বুড়িকে দেখে কে দাঁড়িয়ে গেল?

ক) চক্কোত্তি মশায়

খ) হাজেরা

গ) গোপাল

ঘ) দিগম্বরী

সঠিক উত্তর: গ) গোপাল

১০. বাল্যকালে মা-পিসিমা মারা যাওয়ার পরে গোপাল কী পায়নি?

ক) মিষ্টি আম

খ) ভালো খাবার

গ) ঘনিষ্ঠ আদরের সম্বোধন

ঘ) থাকার জায়গা

সঠিক উত্তর: গ) ঘনিষ্ঠ আদরের সম্বোধন

১১. খেজুর পাতার চাটাই বুড়ি কার জন্য বুনে রেখে দিয়েছিল?

ক) নাত জামাই

খ) গোপাল

গ) চক্কোত্তি মশায়

ঘ) হাজেরা

সঠিক উত্তর : খ) গোপাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<100822 and publish = 1 order by id desc limit 3' at line 1