শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলা
নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ০১ জুন ২০২০, ০০:০০
†Ljvayjv Ki‡j kixi I g‡bi DrKl© mvwaZ nq

৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো : প্রশ্ন : খাদি কাপড়ের প্রধান বৈশিষ্ট্য কী? খাদি কাপড় কীভাবে তৈরি করা হয় তা চারটি বাক্য লেখো। উত্তর : খাদি কাপড়ের প্রধান বৈশিষ্ট্য এটি সম্পূর্ণ হাতে তৈরি। খাদি কাপড় মূলত তুলা থেকে তৈরি করা হয়। গ্রামবাসীরা অবসর সময়ে তুলা থেকে সুতা কাটে। সেই সুতা হাতে চালিত তাঁতের মাধ্যমে কাপড়ে পরিণত হয়। এ কাপড়ই হলো খাদি বা খদ্দর। প্রশ্ন : স্বদেশী আন্দোলন কখন এবং কেন হয়েছিল? পাঁচটি বাক্য লেখো। উত্তর : স্বদেশী আন্দোলন ১৯০৫ সালে শুরু হয়ে ১৯১১ সাল পর্যন্ত চলেছিল। স্বদেশী আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি অংশ। ভারত থেকে ব্রিটিশ শাসনের অবসান করাই ছিল এ আন্দোলনের মূল লক্ষ্য। কারণ ব্রিটিশরা এ অঞ্চলের জনগণের ওপর শোষণ ও নির্যাতন চালিয়েছিল। তাই ব্রিটিশ পণ্য বর্জন ও দেশীয় শিল্পের উন্নতি সাধনের মাধ্যমে স্বদেশী আন্দোলন শুরু হয়। প্রশ্ন : পাঁচটি বাক্যে বিদেশি কাপড় বর্জন ও দেশি কাপড় ব্যবহারের প্রয়োজনীয়তা লেখো। উত্তর : বিদেশি কাপড় ব্যবহারে দেশের টাকা বিদেশে চলে যায় বিধায় এ কাপড় বর্জন করা প্রয়োজন। তাছাড়া বিদেশি কাপড় বর্জন না করলে দেশি কাপড় উৎপাদনে তাঁতিরা আগ্রহ হারাবে। দেশি কাপড় ব্যবহার করলে দেশের টাকা দেশেই থাকবে এবং দেশেই উন্নতি হবে। বিদেশি কাপড়ের চেয়ে দেশি কাপড়ের মান যে ভালো তা বোঝার জন্য দেশি কাপড় ব্যবহার করতে হবে। দেশি কাপড়ের ব্যবহার বাড়লে বিদেশিরা বাংলার বাজার দখল করতে পারবে না। নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো: খেলাধুলা শরীর ও মনের উৎকর্ষ সাধন করে। সুস্থ, সবল, হাসিখুশি জীবন গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সারা দুনিয়ায় খেলাধুলার অনেক সমাদর। আবহাওয়া, জলবায়ু ও ঐতিহ্যতগত কারণে প্রতিটি দেশের খেলাধুলার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু উপযোগী অত্যন্ত জনপ্রিয় খেলা হচ্ছে হাডুডু। যখন এদেশে ক্রিকেট, ফুটবল বা হকি খেলার প্রচলন ছিল না, তখন হাডুডু ছিল সর্বাধিক প্রচলিত জাতীয় খেলা। আমাদের জাতীয় খেলা হাডুডু, এর অন্য নাম কাবাডি। হাডুডু বা কাবাডি বাংলাদেশের নিজস্ব ঐতিহ্যবাহী একটি গ্রামীণ খেলা। কেউ কেউ মনে করেন এই খেলার জন্ম ফরিদপুরে। কেউ কেউ এর উৎপত্তিস্থল বরিশাল বলে থাকেন। তবে বাংলাদেশের সর্বত্র এই খেলার প্রচলন আছে। \হ ৩. নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লেখো। শব্দ শব্দার্থ সর্বত্র সবখানে উৎকর্ষ শ্রেষ্ঠত্ব নিজস্ব আপন সর্বাধিক সবচেয়ে বেশি সবল শক্তিশালী প্রচলন চালু করা \হক. সুস্থ সবল না হলে ভালো খেলোয়াড় হওয়া যায় না। \হখ. আমাদের গ্রামে হাডুডু খেলার প্রচলন আছে। \হগ. খেলাধুলা করলে শরীর ও মনের উৎকর্ষ সাধিত হয়। \হঘ. হাডুডু একসময় সর্বাধিক জনপ্রিয় খেলা ছিল। \হঙ. বাংলাদেশের সর্বত্র ক্রিকেট খেলা শুরু হয়েছে। ৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো : প্রশ্ন : খেলাধুলা আমাদের কীসের উৎকর্ষ সাধন করে? খেলাধুলা কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা চারটি বাক্য লেখো। উত্তর : খেলাধুলা আমাদের শরীর ও মনের উৎকর্ষ সাধন করে। নিয়মিত খেলাধুলা করলে আমাদের শরীর ও মনের পরিপূর্ণ বিকাশ ঘটে। মনে আনন্দ জোগায়। অবসাদ দূর করতে খেলাধুলা অতুলনীয়। সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত খেলাধুলার গুরুত্ব অপরিসীম। প্রশ্ন : কোনো দেশের খেলাধুলার নিজস্ব বৈশিষ্ট্য তৈরি হয় কোন কারণে? হাডুডু সম্পর্কে তিনটি বাক্য লেখো। উত্তর : আবহাওয়া ও জলবায়ুর কারণে কোনো দেশের খেলাধুলার নিজস্ব বৈশিষ্ট্য তৈরি হয়। এছাড়া ঐতিহ্যতগত কারণে প্রতিটি দেশের খেলাধুলার নিজস্ব বৈশিষ্ট্য তৈরি হয়। আমাদের জাতীয় খেলা হাডুডু। সাধারণত জাতীয় নানা উৎসবে হাডুডু খেলার আয়োজন হয়ে থাকে। হাডুডু বিভিন্ন স্থানে কাবাডি ও ছি-খেলা নামে পরিচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে