শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রিন ইউনিভার্সিটিতে আলোচনা সভা

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ০৫ জুন ২০২০, ০০:০০

রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে 'বাংলাদেশে অনলাইন শিক্ষা : সম্ভাবনা ও চ্যালেঞ্জ' শীর্ষক এক অনলাইন সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. নাজমুস সাদেকীন, কানাডিয়ান ইউনিভার্সিটির একাডেমিক অ্যাফেয়ার্স ডিরেক্টর ও বিজনেস স্কুলের ডিন এসএম আরিফুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিক হাসান। গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক ও সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ডিরেক্টর ড. খান সরফরাজ আলী সভা পরিচালনা করেন।

সেমিনারে বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে আমরা নতুন চ্যালেঞ্জে পড়েছি। শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ আগে কখনো এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়নি। তারপরও আমাদের অনলাইন পদ্ধতিতে পাঠদানও গ্রহণ করতে হবে। কেননা শিক্ষা কখনো বন্ধ থাকতে পারে না। সেমিনারে গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন

অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপার্সন ও শিক্ষক-কর্মকর্তাসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<101263 and publish = 1 order by id desc limit 3' at line 1