logo
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০, ২৫ আষাঢ় ১৪২৬

  তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়   ০৬ জুন ২০২০, ০০:০০  

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

গণিত

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
অধ্যায়-৩

২৬। ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে নিচের কোনটি সবচেয়ে বড়?

ক. -১ খ. -২

গ. -৫ ঘ. -৮

সঠিক উত্তর: ক. -১

২৭। -৭ এর সঙ্গে (+৭) এর যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফল নিচের কোনটি?

ক. ১৪ খ. ০

গ. -৭ ঘ. -১৪

সঠিক উত্তর: ঘ. -১৪

২৮। -৮- (-১১) = কত?

ক. -১৯ খ. -৩

গ. ৩ ঘ. ০

সঠিক উত্তর: গ. ৩

অধ্যায়-৪

১। ী এর তিন গুণ থেকে ৪ বিয়োগ করলে নিচের কোনটি হবে?

ক. ৩ী-৪

খ. ৩ী+৪

গ. ৪-৩ী

ঘ. ৪+৩ী

সঠিক উত্তর: ক. ৩ী-৪

২। ধ এর দ্বিগুণের সঙ্গে ন এর তিন গুণ বিয়োগ করলে নিচের কোনটি হবে?

ক. ২ধ+৩ন

খ. ৩ধ-২ন

গ. ৩ধ+২ন

ঘ. ২ধ-৩ন

সঠিক উত্তর: ঘ. ২ধ-৩ন

৩। বীজগণিতে অক্ষর প্রতীক বা অজ্ঞাত রাশিকে কী বলা হয়?

ক. পদ

খ. চলক

গ. মাইনাস

ঘ. ডিভিশন

সঠিক উত্তর: খ. চলক

৪। বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর: ঘ. ৫টি

৫। বীজগণিতে মাল্টিপিস্নকেশন চিহ্ন নিচের কোনটি?

ক. + খ. -

গ. ? ঘ. ?

সঠিক উত্তর: গ. ?

৬। বীজগণিতীয় রাশির যে অংশ (+) ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, তাদের কী বলা হয়?

ক. পদ খ. চলক

গ. সহগ ঘ. ডিভিশন

সঠিক উত্তর: ক. পদ

৭। ৫ী+৩ু?২ু-৭ রাশিতে কয়টি পদ আছে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর: খ. ৩টি

অধ্যায়-৪

৮। ৩ী+২ থেকে ৩ী-৫ এর বিয়োগফল কত?

ক. ৬ী খ. ৩

গ. ৩ী ঘ. ৭

সঠিক উত্তর: ঘ. ৭

৯। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ৩ী সে.মি. হলে ত্রিভুজটির পরিসীমা কত সে.মি.?

ক. ৩ী খ. ৬ী

গ. ৭ী ঘ. ৯ী

সঠিক উত্তর: ঘ. ৯ী

১০। শ২-৬ রাশিতে শ = -৩ হলে রাশিটির মান কত?

ক. ৩ খ. ২

গ. -৯ ঘ. -১৫

সঠিক উত্তর: ক. ৩

১১। ী২+ ৩, ী২-২, -২ী২+১ রাশি তিনটির সমষ্টি কত?

ক. ১ খ. ২

গ. ী২-১ ঘ. ১-ী২

সঠিক উত্তর: খ. ২
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে