মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
বাংলা প্রথম পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ০৭ জুন ২০২০, ০০:০০
বৈষম্য-

বিড়াল

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়

৪৩. খাইতে দাও-নহিলে চুরি করিব।-উক্তিটির মর্মকথা কী?

ক) অন্যায়ের প্রতিবাদ

খ) ক্ষুদার তাড়না

গ) অরাজক পরিস্থিতি

ঘ) অধিকার চেতনা

সঠিক উত্তর : ক) অন্যায়ের প্রতিবাদ

৪৪. তোমার কথাগুলো ভারী সোশিয়ালিস্টিক! এখানে সোশিয়ালিস্টিক বলতে কোনটিকে ইঙ্গিত করা হয়েছে?

ক) নীতিগর্হিত

খ) সমাজতান্ত্রিক

গ) ন্যায়নীতিক

ঘ) উগ্রসম্পন্ন

সঠিক উত্তর : খ) সমাজতান্ত্রিক

৪৫. বিড়াল প্রবন্ধের আলোকে বিড়াল ও কমলকান্তের মাধ্যমে সমাজের কোন দিকটি উন্মোচিত হয়েছে?

ক) শোষক ও শোষিতের চিত্র

খ) বিচারক ও ফরিয়াদির রূপ

গ) ধনিক প্রতারকের চিত্র

ঘ) দরিদ্রের ন্যায় প্রাপ্তি

সঠিক উত্তর : ক) শোষক ও শোষিতের চিত্র

৪৬. বিড়ালকে কমলাকান্তের সরিষাভোর আফিম দেওয়ার মাধ্যমে কোন দিকটি ইঙ্গিতবহ হয়েছে?

ক) সাম্যবাদী চেতনা

খ) দরিদ্রের প্রতি ভিক্ষা

গ) সমাজতান্ত্রিক দৃষ্টি

ঘ) পুণ্যপ্রাপ্তির প্রত্যাশা

সঠিক উত্তর : ক) সাম্যবাদী চেতনা

৪৭. কমলাকান্তের আনন্দের স্বরূপ-

ক) দরিদ্রের দুঃখ উপলব্ধি করায়

খ) নীতি আস্ফালন করে

গ) নীতিকথা শোনাতে পেরে

ঘ) ধনীদের বিবেক জাগ্রত করে

সঠিক উত্তর : গ) নীতিকথা শোনাতে পেরে

নিচের উদ্দীপকটি পড় এবং ৪৮ ও ৪৯নং প্রশ্নের উত্তর দাও :

বাপ্পি সমাজের অন্যায়-অত্যাচার দেখে কখনো বিচলিত হয় না। যখন যেখানে যাক তার হাতে একটি মদের বোতল থাকবে। মদ খেয়ে বুঁদ হয়ে পড়ে থাকা তার স্বভাব। কে কী বললে, কোথায় কী ঘটল এ নিয়ে তার মাথাব্যথা নেই।

৪৮. উদ্দীপকের বাপ্পির সঙ্গে 'বিড়াল' প্রবন্ধের কোন চরিত্রের মিল রয়েছে ?

ক) কমলাকান্ত খ) প্রসন্ন

গ) নসীরাম বাবু ঘ) মঙ্গলা

সঠিক উত্তর : ক) কমলাকান্ত

৪৯. উক্ত চরিত্রটিতে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে-

র) প্রতিবাদহীনতা

রর) অসচেতনতা

ররর) নেশাগ্রস্ত

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড় এবং ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও :

চোরকে স্বাচ্ছন্দ্যে শাস্তি দেওয়া হয়। কিন্তু টেরি কেন চুরি করে তা কখনো ভাবা হয় না। ধনীদের শোষণে দরিদ্র তার পেটের ক্ষুধা নিবারণের জন্য চুরি করে।

৫০. উদ্দীপকের বর্ণনায় কোন ঘটনার সাদৃশ্য রয়েছে?

ক) বিড়ালের চুরি করা

খ) কমলাকান্তের চুরি করা

গ) প্রসন্নের চুরি করা

ঘ) নসীবাবুর ভান্ডারে চুরি করা

সঠিক উত্তর : ক) বিড়ালের চুরি করা

৫১. উদ্দীপকে উলিস্নখিত চোরের শাস্তির বিষয়টি বিড়াল প্রবন্ধের যে দিকটি তুলে ধরেছে-

ক) ধনীর শোষণ

খ) চোরের শাস্তি

গ) বৈষম্য দূরীকরণ

ঘ) সাম্যবাদ প্রতিষ্ঠা

সঠিক উত্তর : ক) ধনীর শোষণ

৫২. খাইতে পাইলে কে চোর হয়? উক্তিটির তৎপর্য হলো-

ক) বৈষম্যের শিকর না হলে কেউ প্রতিবাদী হয় না

খ) অভাবে না পড়লে অপকর্মে লিপ্ত হয় না

গ) শোষিত না হলে সংগ্রাম করে না

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর

অপরিচিতা : রবীন্দ্রনাথ ঠাকুর

১. অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?

ক) ডাক্তারি

খ) ওকালতি

গ) মাস্টারি

ঘ) ব্যবসা

সঠিক উত্তর : খ) ওকালতি

২. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয় কেন?

ক) প্রতিপত্তির জন্য

খ) প্রভাবের জন্য

গ) মতামতের জন্য

ঘ) কূটবুদ্ধির জন্য

সঠিক উত্তর : গ) মতামতের জন্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<101504 and publish = 1 order by id desc limit 3' at line 1