শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
বিজ্ঞান

৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
  ৩০ জুন ২০২০, ০০:০০
ইট

অধ্যায়-১ ১। বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রথম ধাপ কী? উত্তর : প্রশ্ন/সমস্যা নির্বাচন ২। বৈজ্ঞানিক প্রক্রিয়ার শেষের ধাপ কী? উত্তর : প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ ৩। মৌলিক একক কয়টি? উত্তর : ৭টি ৪। কত সাল থেকে এককের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয়? উত্তর : ১৯৬০ সাল ৫। তাপমাত্রার একক কী? উত্তর : কেলভিন ৬। এককের আন্তর্জাতিক পদ্ধতিকে কী বলা হয়? উত্তর : এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট ৭। পদার্থের পরিমাণের একক কী? উত্তর : মোল ৮। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কী? উত্তর : মিটার ৯। কত সালে বিজ্ঞানীরা দৈর্ঘ্যের এক মিটারের পরিমাণ নির্ধারণ করেন? উত্তর : ১৮৭৫ সালে ১০। বিজ্ঞানীরা কত তাপমাত্রায় দুটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে এক মিটার হিসেবে নির্ধারণ করেন? উত্তর : শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১১। ১ কিলোমিটার = কত মিটার? উত্তর : ১০০০ মিটার ১২। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কী? উত্তর : কিলোগ্রাম ১৩। ১ মিটার সমান কত সেন্টিমিটার? উত্তর : ১০০ সেন্টিমিটার ১৪। এসআই পদ্ধতিতে বিদু্যৎ প্রবাহের একক কী? উত্তর : অ্যাম্পিয়ার ১৫। একটি ইট যে জায়গা দখল করে তাকে কী বলে? উত্তর : আয়তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে