বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউআইইউ ও এফবিএইচআরও-এর বাজেট আলোচনা

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ৩০ জুন ২০২০, ০০:০০

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনের (এফবিএইচআরও) যৌথ উদ্যোগে সম্প্রতি 'জাতীয় বাজেট ২০২০-২০২১: পরবর্তী মানবসম্পদ উন্নয়ন পরিপ্রেক্ষিত' ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ কার্যক্রমটি অনলাইনে 'জুম' পস্নাটফর্ম ব্যবহার করে পরিচালিত হয়েছে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন এফবিএইচআরও-এর সভাপতি মোশাররফ হোসেন। আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন ভূঁইয়া, সাবেক সিনিয়র সচিব ও সাবেক চেয়ারম্যান, এনবিআর। অনুষ্ঠানের কী-নোট পেপার উপস্থাপন করেন ইউআইইউ-এর এমবিএ ও এমআইএইচআরএম প্রোগ্রাম পরিচালক এবং এফবিএইচআরও-এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী।

অধিবেশনে উপস্থিত সম্মানিত আলোচকরা ছিলেন- প্রফেসর ড. হাসানান আহমেদ, প্রো-ভিসি, ইউআইইউ; অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, চেয়ারম্যান, বাংলাদেশ হাইজবিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও ইসি চেয়ারম্যান, আইবিবিএল; জসীম উদ্দিন আকন্দ, সভাপতি, আইসিএমএবি; প্রফেসর ড. মোহাম্মদ মুসা, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনোমিক্স, ইউআইইউ; অধ্যাপক ড. সাদিকুল ইসলাম। অধ্যাপক, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি এবং উপদেষ্টা, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনোমিক্স, ইউআইইউ। আলোচনায় আমন্ত্রিত অতিথিরা মানবসম্পদের জন্য আলাদা বাজেট তৈরি এবং মানবসম্পদ মন্ত্রণালয় প্রতিষ্ঠা সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এফবিএইচআরও-এর সহ-সভাপতি কাজী এম আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104195 and publish = 1 order by id desc limit 3' at line 1