বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
বাংলা প্রথম পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ০৩ জুলাই ২০২০, ০০:০০
বাঙালি সংস্কৃতি

আমি কিংবদন্তির কথা বলছি

আবু জাফর ওবায়দুলস্নাহ

১৭. 'কিংবদন্তি' শব্দের অর্থ কী?

ক. বিখ্যাত

খ. সম্মানিত

গ. ধনাঢ্য

ঘ. জনশ্রম্নতি

সঠিক উত্তর : ঘ. জনশ্রম্নতি

১৮. কারা ভীরু কাপুরুষের মতো পেছন থেকে আক্রমণ করেছে?

ক. মিত্ররা

খ. শত্রম্নরা

গ. ভন্ডরা

ঘ. শয়তানরা

সঠিক উত্তর : শত্রম্নরা

১৯. শত্রম্নরা কাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে ভীরু কাপুরুষের মতো?

ক. দুর্বলদের

খ. অন্যজনের

গ. বন্দি ক্রীতদাসের

ঘ. বৃদ্ধদের

সঠিক উত্তর : গ. বন্দি ক্রীতদাসের

২০. কিসে সবকিছু শুচি হয়ে যায়?

ক. জলে

খ. বাতাসে

গ. তেলে

ঘ. আগুনে

সঠিক উত্তর : ঘ. আগুনে

২১. সকল শক্তির উৎস কী?

ক. ভালোবাসা

খ. শিক্ষা

গ. সূর্য

ঘ. মমতা

সঠিক উত্তর : গ. সূর্য

২২. কার কাছে শুধু কবিতাই সত্য আর সত্যই শক্তি?

ক. বাজিকর

খ. সাহিত্যিক

গ. দার্শনিক

ঘ. কবি

সঠিক উত্তর : ঘ. কবি

২৩. কবি আবু জাফর ওবায়দুলস্নাহ কোন কাব্যগ্রন্থের নাম কবিতা?

ক. সাত নরীর হার

খ. আমি কিংবদন্তির কথা বলছি

গ. কখনো রঙ কখনো সুর

ঘ. বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা

সঠিক উত্তর : খ. আমি কিংবদন্তির কথা বলছি

২৪. কোন কবিতায় উচ্চারিত হয়েছে ঐতিহ্যসচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির দীপ্ত ঘোষণা?

ক. নূরলদীনের কথা মনে পড়ে যায়

খ. সেই অস্ত্র

গ. হাড়

ঘ. আমি কিংবদন্তির কথা বলছি

সঠিক উত্তর : ঘ. আমি কিংবদন্তির কথা বলছি

২৫. কার রয়েছে সংস্কৃতির হাজার বছরের ইতিহাস?

ক. ফরাসির

খ. তুর্কীর

গ. বাঙালির

ঘ. জাপানির

সঠিক উত্তর : গ. বাঙালির

২৬. আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কিসের আকাঙ্ক্ষার সোচ্চার হন?

ক. মানবমুক্তি

খ. দারিদ্র্যমুক্তি

গ. অবক্ষয় মুক্তি

ঘ. সামাজিক মুক্তি

সঠিক উত্তর : ক. মানবমুক্তি

২৭. বাংলার ভূমিজীবী অনার্য কারা?

ক. আদিবাসীরা

খ. হিন্দুরা

গ. ক্রীতদাসেরা

ঘ. আত্মজনেরা

সঠিক উত্তর : গ. ক্রীতদাসেরা

২৮. মুক্তির পূর্বশর্ত কি?

ক. যুদ্ধ

খ. আঁতাত

গ. লড়াই করা

ঘ. যুক্তি

সঠিক উত্তর : ক. যুদ্ধ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104564 and publish = 1 order by id desc limit 3' at line 1