logo
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০, ২২ শ্রাবণ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৩ জুলাই ২০২০, ০০:০০  

জানার আছে অনেক কিছু

জানার আছে অনেক কিছু
মহাস্থানগড়
প্রশ্ন: বাগেরহাট কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: মধুমতি, মংলা, হরিণঘাটা, শীলা

প্রশ্ন:বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?

উত্তর:পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।

প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?

উত্তর: বগুড়া।

প্রশ্ন: খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?

উত্তর:মহাস্থানগড়।

প্রশ্ন: বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?

উত্তর:মহাস্থানগড়।

প্রশ্ন: বৈরাগীর চালা কোথায় অবস্থিত?

উত্তর: গাজীপুর।

প্রশ্ন: আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত?

উত্তর:কুমিলস্নার ময়নামতিতে।

প্রশ্ন: রামু মন্দির কোথায় অবস্থিত?

উত্তর: কক্সবাজারের রামু থানায়।

প্রশ্ন: উত্তরা গণভবন কোথায়?

উত্তর:নাটোর।

প্রশ্ন: কান্তজীউর মন্দির কোথায় অবস্থিত?

উত্তর:দিনাজপুর।

প্রশ্ন: বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?

উত্তর:রাজশাহী।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে