শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

নতুনধারা
  ০৩ জুলাই ২০২০, ০০:০০
মহাস্থানগড়

প্রশ্ন: বাগেরহাট কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: মধুমতি, মংলা, হরিণঘাটা, শীলা

প্রশ্ন:বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?

উত্তর:পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।

প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?

উত্তর: বগুড়া।

প্রশ্ন: খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?

উত্তর:মহাস্থানগড়।

প্রশ্ন: বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?

উত্তর:মহাস্থানগড়।

প্রশ্ন: বৈরাগীর চালা কোথায় অবস্থিত?

উত্তর: গাজীপুর।

প্রশ্ন: আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত?

উত্তর:কুমিলস্নার ময়নামতিতে।

প্রশ্ন: রামু মন্দির কোথায় অবস্থিত?

উত্তর: কক্সবাজারের রামু থানায়।

প্রশ্ন: উত্তরা গণভবন কোথায়?

উত্তর:নাটোর।

প্রশ্ন: কান্তজীউর মন্দির কোথায় অবস্থিত?

উত্তর:দিনাজপুর।

প্রশ্ন: বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?

উত্তর:রাজশাহী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104565 and publish = 1 order by id desc limit 3' at line 1