শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ০৪ জুলাই ২০২০, ০০:০০

প্রশ্ন:১ (সংক্ষিপ্ত প্রশ্ন)

অধ্যায়-১

১. শক্তির মূল উৎস কোনটি?

সঠিক উত্তর: সূর্য

২. কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল?

সঠিক উত্তর: খাদ্য

৩. কোনটি সঠিক খাদ্যশৃঙ্খল?

সঠিক উত্তর: ঘাস-ঘাসফড়িং-ব্যাঙ-সাপ।

৪. আবির গ্রামের বাড়িতে পোকামাকড় ও কেঁচো দেখতে পায়। এই পোকামাকড় ও কেঁচো কোথায় বাস করে?

সঠিক উত্তর: মাটিতে

৫. তপু বিজ্ঞান বইয়ে জীব ও জড়ের পার্থক্য সম্পর্কে জানল। তপুর জানা জড় উপাদান কোনটি?

সঠিক উত্তর: বায়ু

৬. আসিয়ান নামক একটি পার্কের সব জীব ও জড়ের মধ্যে পারস্পরিক ক্রিয়া সম্পন্ন হয়। ওই স্থানের পারস্পরিক ক্রিয়াকে কী বলা যায়?

সঠিক উত্তর: বাস্তুসংস্থান

৭. টিনাদের পুকুরে শাপলা ফুটেছে। এই উদ্ভিদটির আবাসস্থল কোনটি?

সঠিক উত্তর : পানি

৮. তাহিয়ার গোলাপগাছটি বিভিন্ন জড় বস্তুর ওপর নির্ভর করে। এই জড় বস্তুর মধ্যে কোনটি রয়েছে?

সঠিক উত্তর: সূর্যের আলো

৯. কোন উপাদানগুলো উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন হয়?

সঠিক উত্তর: পানি, কার্বন ডাই-অক্সাইড, সূর্যতাপ

১০. পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদের কোন উপাদানগুলো প্রয়োজন?

সঠিক উত্তর: পানি, কার্বন ডাই-অক্সাইড, সূর্যতাপ

১১। মানুষের জীবনে মাটির প্রয়োজন কেন?

সঠিক উত্তর: ফসল ফলানোর জন্য

১২. প্রয়োজনীয় পুষ্টির জন্য মানুষের কিসের প্রয়োজন?

সঠিক উত্তর: খাবারের

১৩. মানুষের জীবনে বায়ুর প্রয়োজন কেন?

সঠিক উত্তর: শ্বাস গ্রহণের জন্য

১৪. কোন জড় পদার্থগুলো জীবের জীবনধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

সঠিক উত্তর: সূর্য, পানি, বায়ু

১৫. ইমা প্রতিদিন সকালে বাগানে গাছের পরিচর্যা করে। সে গাছের ত্যাগকৃত কোন পদার্থ শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে?

সঠিক উত্তর: অক্সিজেন

১৬. জেরিনের শিউলিগাছে অনেক ফুল ছিল। কিছুদিন পর এতে বীজ হলো। এই বীজ কিসের ফলে সৃষ্টি হয়েছে।

সঠিক উত্তর: পরাগায়ন

১৭. রায়হানের পুকুরের পাড়ে একটি মৃতদেহ পড়ে আছে। এই মৃতদেহ পরিণত হবে?

সঠিক উত্তর: সার

১৮. সায়েমের কাঁঠাল বাগানে অনেক কাঁঠাল ধরেছে। সায়েমের বাগানের কাঁঠালগাছ খাদ্য তৈরিতে কোনটি ব্যবহার করে?

সঠিক উত্তর: কার্বন ডাই-অক্সাইড

১৯. তানিম খেলতে গিয়ে ক্লান্ত হয়ে গেল। শ্বাসকার্য চালাতে তার কষ্ট হচ্ছে। এ সময় তার কী গ্রহণ করা প্রয়োজন।

সঠিক উত্তর : অক্সিজেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104746 and publish = 1 order by id desc limit 3' at line 1