শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বিজ্ঞান

৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

তরল পদার্থের একক কোন এককে মাপা হয়?
সামছুর রহমান রুমান, শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ০৪ জুলাই ২০২০, ০০:০০

অধ্যায়: ১

১৫। ১ মেট্রিক টন = কত কুইন্টাল?

উত্তর : ১০ কুইন্টাল

১৬। কম ভরের জন্য ব্যবহৃত এককের নাম কী?

উত্তর : গ্রাম

১৭। এসআই পদ্ধতিতে আলোক ঔজ্জ্বল্যের একক কী?

উত্তর : ক্যান্ডোলা

১৮। ১ সেন্টিমিটারে কত মিলিমিটার?

উত্তর : ১০ মিলিমিটার

১৯। রাশি কাকে বলে?

উত্তর : যা পরিমাপ করা যায় তাকে রাশি বলে।

২০। ১ কুইন্টাল সমান কত কিলোগ্রাম?

উত্তর : ১০০ কিলোগ্রাম

২১। সব পদ্ধতিতে সময় পরিমাপের একক কী?

উত্তর : সেকেন্ড

২২। ১ ঘণ্টা কাকে বলে?

উত্তর : এক দিনের ২৪ ভাগের এক ভাগকে ১ ঘণ্টা বলে।

২৩। ১ কিলোগ্রাম সমান কত গ্রাম?

উত্তর : ১০০০ গ্রাম

২৪। বেশি ভরের বস্তু পরিমাপের ক্ষেত্রে কোন একক ব্যবহার করা হয়?

উত্তর : কুইন্টাল ও মেট্রিক টন

২৫। ১ গ্রাম কত মিলিগ্রামের সমান?

উত্তর : ১০০০ মিলিগ্রামের

২৬। ১ মিনিট কাকে বলে?

উত্তর : ১ ঘণ্টার ৬০ ভাগের ১ ভাগকে ১ মিনিট বলে।

২৭। এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কী?

উত্তর : বর্গমিটার

২৮। ১ সেকেন্ড কাকে বলে?

উত্তর : ১ মিনিটের ৬০ ভাগের ১ ভাগকে ১ সেকেন্ড বলে।

২৯। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কী?

উত্তর : ঘনমিটার

৩০। তরল পদার্থের একক কোন এককে মাপা হয়?

উত্তর : লিটারে

৩১। আয়তন বের করতে হলে ক্ষেত্রফলকে কী দিয়ে গুণ করতে হবে?

উত্তর : উচ্চতা

৩২। ১ ঘনমিটার কাকে বলে?

উত্তর : ১ মিটার দৈর্ঘ্য, ১ মিটার প্রস্থ ও ১ মিটার উচ্চতাবিশিষ্ট একটি ঘনক্ষেত্র যে জায়গা দখল করে তাকে

১ ঘনমিটার বলে।

৩৩। ১ লিটারে কত ঘন সেন্টিমিটার?

উত্তর : ১০০০ ঘন সেন্টিমিটার বা সিসি

৩৪। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কী?

উত্তর : ঘন সেন্টিমিটার

৩৫। ১ সিসিকে কত মিলিলিটার বলে?

উত্তর : ১ মিলিলিটার

৩৬। ১ লিটারে কত মিলিলিটার?

উত্তর : ১০০০ মিলিলিটার

৩৭। দৈর্ঘ্যের একককে প্রস্থের একক দ্বারা গুণ করলে কীসের একক পাওয়া যাবে?

উত্তর : ক্ষেত্রফলের

৩৮। ১ দিন কাকে বলে?

উত্তর : পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে তাকে

১ দিন বলে।

অধ্যায় - ২

১। রেচন কাকে বলে?

উত্তর : যে প্রক্রিয়ায় জীব তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয় তাকে রেচন বলে।

২। শ্রেণিকরণের সর্বাধুনিক পদ্ধতি কে আবিষ্কার করেন?

উত্তর : মারগিউলিস ও ন্ডইটেকার

৩। শ্রেণিকরণের সর্বাধুনিক পদ্ধতি আবিষ্কৃত হয় কত সালে?

উত্তর : ১৯৭৮ সালে

৪। আধুনিক শ্রেণিকরণ পদ্ধতিতে জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হয়েছে?

উত্তর : ৫টি

৫। কোন রাজ্যের জীবের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না?

উত্তর : মনেরা

৬। অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

উত্তর : প্রোটিস্টা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104747 and publish = 1 order by id desc limit 3' at line 1