শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৬ জুলাই ২০২০, ০০:০০
ষাট গম্বুজ মসজিদ

প্রশ্ন: ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন?

উত্তর: খান জাহান আলী।

প্রশ্ন: বজরা শাহী মসজিদ কোথায় অবস্থিত?

উত্তর:নোয়াখালী জেলার বেগমগঞ্জে।

প্রশ্ন: লালবাগ কেলস্না কে নির্মাণ শুরু করেন?

উত্তর: যুবরাজ মোহাম্মদ আযম।

প্রশ্ন: লালবাগ কেলস্না কে নির্মাণ শেষ করেন?

উত্তর: শায়েস্তা খান।

প্রশ্ন: লালবাগ কেলস্নার আদি নাম কি?

উত্তর: আওরঙ্গবাদ দুর্গ।

প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?

উত্তর: পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।

প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?

উত্তর: বগুড়া।

প্রশ্ন: খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?

উত্তর: মহাস্থানগড়।

প্রশ্ন: মহাস্থানগড়ে কোন যুগের শিলালিপি পাওয়া গেছে?

উত্তর: মৌর্য যুগের।

প্রশ্ন: সোমপুর বিহার কোথায় অবস্থিত?

উত্তর: নওগাঁ জেলার পাহাড়পুরে।

প্রশ্ন: পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত?

উত্তর:সোমপুর বিহার।

প্রশ্ন: সোমপুর বিহার কে তৈরি করেন?

উত্তর: শ্রী ধর্মপাল দেব।

প্রশ্ন: সত্য পীরের ভিটা কোথায় অবস্থিত?

উত্তর:নওগাঁ জেলার সোমপুর বিহারে।

প্রশ্ন: আনন্দ বিহার কোথায় অবস্থিত?

উত্তর: কুমিলস্না জেলার লালমাই পাহাড়ে।

প্রশ্ন: আনন্দ বিহার কে তৈরি করেন?

উত্তর: রাজা আনন্দ দেব।

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি?

উত্তর: সীতাকোট বিহার।

প্রশ্ন: সীতাকোট বিহার কোথায় অবস্থিত?

উত্তর: দিনাজপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104919 and publish = 1 order by id desc limit 3' at line 1