শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা প্রথম পত্র
রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ০৭ জুলাই ২০২০, ০০:০০
রেলগাড়ির কিসের কাঁটা নড়ে না?

লালসালু

সৈয়দ ওয়ালীউলস্নাহ

৩৩. সৈয়দ ওয়ালীউলস্নাহ কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯২১

খ. ১৯২২

গ. ১৯২৩

ঘ. ১৯২৪

সঠিক উত্তর : খ. ১৯২২

৩৪. সৈয়দ ওয়ালীউলস্নাহ কত সালে মৃতু্যবরণ করেন?

ক. ১৯৭০

খ. ১৯৭২

গ. ১৯৭৩

ঘ. ১৯৭১

সঠিক উত্তর : ঘ. ১৯৭১

৩৫. সৈয়দ ওয়ালীউলস্নাহ পিতার নাম কী?

ক. সৈয়দ আহমদউলস্নাহ

খ. সৈয়দ আলতাফ

গ. সৈয়দ আহমেদ উলস্নাহ

ঘ. সৈয়দ এমদাদ উলস্নাহ

সঠিক উত্তর : ক. সৈয়দ আহমদউলস্নাহ

৩৬. সৈয়দ ওয়ালীউলস্নাহর আদি নিবাস কোথায়?

ক. নোয়াখালী

খ. কুমিলস্না

গ. ঢাকা

ঘ. চট্টগ্রাম

সঠিক উত্তর : ক. নোয়াখালী

৩৭. সৈয়দ ওয়ালীউলস্নাহ কোন পত্রিকার সহ-সম্পাদক ছিলেন?

ক. দৈনিক পাকিস্তান

খ. দৈনিক স্টেটসম্যান

গ. দৈনিক বাংলা

ঘ. দৈনিক অবজারভার

সঠিক উত্তর : খ. দৈনিক স্টেটসম্যান

৩৮. সৈয়দ ওয়ালীউলস্নাহ নাটকের সংখ্যা কতটি?

ক. ৪টি

খ. ৩টি

গ. ৫টি

ঘ. ৮টি

সঠিক উত্তর : খ. ৩টি

৩৯. নিচের কোনটি সৈয়দ ওয়ালীউলস্নাহর নাটক?

ক. গোরা

খ. সুড়ঙ্গ

গ. হরতাল

ঘ. রক্তাক্ত প্রান্তর

সঠিক উত্তর : খ. সুড়ঙ্গ

৪০. সৈয়দ ওয়ালীউলস্নাহর লালসালু কয়টা ভাষায় অনূদিত হয়?

ক. ইংরেজি ও ফ্রেঞ্চ

খ. বাংলা ও ইংরেজি

গ. হিন্দি ও উর্দু

ঘ. গুজরাটি ও বাংলা

সঠিক উত্তর : ক. ইংরেজি ও ফ্রেঞ্চ

৪১. নয়নচারা সৈয়দ ওয়ালীউলস্নাহর কোন ধরনের সাহিত্যকর্ম?

ক. নাটক

খ. গল্প

গ. উপন্যাস

ঘ. স্মৃতিকথা

সঠিক উত্তর : খ. গল্প

৪২. উপন্যাস শব্দের আক্ষরিক অর্থ কী?

ক. কল্পিক কাহিনী

খ. বর্ণনামূলক কাহিনী

গ. সংক্ষিপ্ত কাহিনী

ঘ. বিস্তৃত কাহিনী

সঠিক উত্তর : গ. সংক্ষিপ্ত কাহিনী

৪৩. উপন্যাস মূলত কি নির্ভর?

ক. কাহিনী

খ. বর্ণনা

গ. চরিত্র

ঘ. সংলাপ

সঠিক উত্তর : ক. কাহিনী

৪৪. আধুনিক উপন্যাস রচনার ক্ষেত্রে পথিকৃৎ কে?

ক. স্তাধাঁল এবং দিদারো

খ. সমারসেট এবং এডগার এলান পো

গ. মিল্টন এবং হোমার

ঘ. সফোক্লিস এবং গোর্কি

সঠিক উত্তর : ক. স্তাধাঁল এবং দিদারো

৪৫. ঊনবিংশ শতাব্দীর পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস লেখক কে?

ক. শার্লক ও মিল্টন

খ. তলস্তয় ও গোর্কি

গ. দস্তয়ভস্কি ও তলস্তয়

ঘ. মিল্টন ও তলস্তয়

সঠিক উত্তর : গ. দস্তয়ভস্কি ও তলস্তয়

৪৬. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিক কে?

ক. প্যারিচাঁদ মিত্র

খ. কালীপ্রসন্ন সিংহ

গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর : গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪৭. দেহচু্যত হয়ে রেলগাড়ির ইঞ্জিন কি খায়?

ক. পেট্রল

খ. মবিল

গ. কেরোসিন

ঘ. পানি

সঠিক উত্তর : ঘ. পানি

৪৮. রেলগাড়ির কিসের কাঁটা নড়ে না?

ক. ঘড়ির কাঁটা

খ. ইঞ্জিনের কাঁটা

গ. ধৈর্য্যের কাঁটা

ঘ. খুপড়ির কাঁটা

সঠিক উত্তর : গ. ধৈর্য্যের কাঁটা

৪৯. শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষের দেহ কেমন?

ক. শীর্ণ

খ. জীর্ণ

গ. দুর্বল

ঘ. রোগা

সঠিক উত্তর : খ. জীর্ণ

৫০. শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষের চোখের ভাব কেমন?

ক. ক্ষুধার্ত

খ. রোগা

গ. ক্ষীণ

ঘ. দুর্বল

সঠিক উত্তর : ক. ক্ষুধার্ত

৫১. শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষ আশা নিয়ে কোথায় পড়ে?

ক. মক্তবে

খ. মাদ্রাসায়

গ. স্কুলে

ঘ. আলিয়া মাদ্রাসায়

সঠিক উত্তর : ঘ. আলিয়া মাদ্রাসায়

৫২. কিসের বিদ্যা চড়ায় পড়ে আটকে গেছে?

ক. জাদু বিদ্যা

খ. কিতাবের বিদ্যা

গ. ধর্মের বিদ্যা

ঘ. জোষিত বিদ্যা

সঠিক উত্তর : খ. কিতাবের বিদ্যা

৫৩. শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষের কার উপর নিগূঢ় বিশ্বাস?

ক. খোদাতালার ওপর

খ. হাকিমের ওপর

গ. মৌলভীর ওপর

ঘ. ধর্মের ওপর

সঠিক উত্তর : ক. খোদাতালার ওপর

৫৪. মসজিদের পুকুরপাড় কেমন?

ক. বাঁকানো

খ. বাঁধানো

গ. সঁ্যাতসেঁতে

ঘ. ইট পাতানো

সঠিক উত্তর : খ. বাঁধানো

৫৫. কোথায় সহস্র মসজিদ?

ক. শস্যশূন্য অঞ্চলে

খ. দেশময়

গ. শহরে

ঘ. গারো পাহাড়ে

সঠিক উত্তর : খ. দেশময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105021 and publish = 1 order by id desc limit 3' at line 1