শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বাংলা প্রথম পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
  ১০ জুলাই ২০২০, ০০:০০
কারখানা

লালসালু সৈয়দ ওয়ালীউলস্নাহ ৫৬. গারো পাহাড়ের দুর্গম অঞ্চলে কেমন কণ্ঠে আজান শোনা যায়? ক. কর্কশ কণ্ঠে খ. উচ্চ কণ্ঠে গ. নিম্ন কণ্ঠে ঘ. মিহি কণ্ঠে সঠিক উত্তর : ক. কর্কশ কণ্ঠে ৫৭. ধানের ফাঁকে ফাঁকে কেমন করে নৌকা চালায়? ক. সন্তর্পণে খ. ধীরে ধীরে গ. নিঃশব্দে ঘ. দ্রম্নত গতিতে সঠিক উত্তর : ক. সন্তর্পণে ৫৮. বিস্তৃত ধানের খেতের একপাশে কে আছে? ক. খালেক ব্যাপারী খ. কাদের ও তাহের গ. মজিদ ও ব্যাপারী ঘ. সলেমানের বাপ সঠিক উত্তর : খ. কাদের ও তাহের ৫৯. তীরের মতো বেরিয়ে গেলে কী? ক. নৌকা খ. মাছ গ. কোঁচ ঘ. জুতি সঠিক উত্তর : গ. কোঁচ ৬০. কে চিৎকার দিয়ে লোকদের গালাগালি দেয়? ক. কালুমতি খ. মজিদ গ. ব্যাপারী ঘ. খালেক সঠিক উত্তর : খ. মজিদ সিরাজউদ্দৌলা সিকেন্দার আবু জাফর ১. 'সিরাজউদ্দৌলা' নাটকে মোট কতটি দৃশ্য রয়েছে? ক. ৯টি খ. ১২টি গ. ১৬টি ঘ. ১০টি সঠিক উত্তর : খ. ১২টি ২. 'সিরাজউদ্দৌলা' নাটকটির রচনাকাল কবে? ক. ১৯৬৬ সাল খ. ১৯৫২ সাল গ. ১৯৫১ সাল ঘ. ১৯৫০ সাল সঠিক উত্তর : খ. ১৯৫২ সাল ৩. আলিবর্দি খাঁ বাংলার শেষ স্বাধীন নবাবের কে ছিলেন? ক. পিতা খ. পিতামহ গ. দৌহিত্র ঘ. মাতামহ সঠিক উত্তর : খ. পিতামহ ৪. হলওয়েল ফরাসিদের কী বলে আখ্যায়িত করেন? ক. বেনিয়া খ. ডাকাত গ. বন্ধু ঘ. ডাক্তার সঠিক উত্তর : খ. ডাকাত ৫. 'নাসারা' কোন ধর্মের লোকদের বেলায় সমর্থনযোগ্য? ক. ইহুদি খ. মুসলমান গ. খ্রিস্টান ঘ. বৌদ্ধ সঠিক উত্তর : গ. খ্রিস্টান ৬. 'কয়েদখানা' শব্দের সমার্থক নয় কোনটি? ক. বন্দিশালা খ. শ্রীঘর গ. কারাগার ঘ. কারখানা সঠিক উত্তর : ঘ. কারখানা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে