বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

নূরমোহাম্মদ দেওয়ান প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ১৫ জুলাই ২০২০, ০০:০০

অধ্যায়-৩

১৯. আমরা আকাশে মেঘ দেখি। এগুলো আসলে কী?

উত্তর : ক্ষুদ্র পানিকণা

২০. জলীয় বাষ্প বায়ুমন্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে যায়। তারপরে এটি কীসে পরিণত হয়?

উত্তর : ক্ষুদ্র পানিকণা

২১. নদনদী, খালবিল, পুকুর ও সমুদ্রে পানি থাকে। এ পানিকে জলীয়বাষ্পে পরিণত করে কে?

উত্তর : সূর্যের তাপ

২২. জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কীসে পরিণত হয়?

উত্তর : পানি

২৩. কীভাবে পানি বিশুদ্ধ করা যায়?

উত্তর : বিস্নচিং পাউডার দ্বারা

২৪. পানিদূষণের জন্য দায়ী-

উত্তর : সার, কীটনাশক ও রাসায়নিক পদার্থ

২৫. পানিদূষণ প্রতিরোধের উপায় কী?

উত্তর : জমিতে সার বা কীটনাশক কম ব্যবহার

২৬. পানিদূষণের প্রাকৃতিক কারণ কী?

উত্তর : ভূগর্ভস্থ আর্সেনিক

২৭. গ্রামের অনেক মানুষ পুকুরে গোসল করে। পুকুরের এ পানি পান করলে কোন রোগটি হতে পারে?

উত্তর : পেটের পীড়া

২৮. পুকুর বা নদীর পানি পুরোপুরি নিরাপদ হয় কীভাবে?

উত্তর : ফোটানোর পর ছেঁকে নিলে

২৯. গনি মিয়া তার গবাদি পশুগুলোকে নিয়মিত পুকুরে গোসল করান। এতে কী ঘটবে?

উত্তর : খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটবে

৩০. কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিলে এর প্রধান কারণ কী?

উত্তর : দূষিত পানি

৩১. তোমার এলাকায় প্রায়ই ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এমন পরিস্থিতিতে তুমি এলাকাবাসীকে নিয়ে কী করবে?

উত্তর : পানিদূষণের কারণ ও ফলাফল জানাবো

৩২. প্রতিকূল পরিবেশে তুমি তোমার পরিবারের জন্য নিরাপদ পানি না-ও পেতে পার। এ পরিস্থিতি মোকাবিলায় তুমি কী ধরনের প্রস্তুতি নেবে?

উত্তর : পানি শোধনের প্রক্রিয়া রপ্ত করবো

৩৩. বালু ও কাদাযুক্ত পানিকে কোন প্রক্রিয়ায় সম্পূর্ণ নিরাপদ করা যায়?

উত্তর : থিতানো-ফোটানো

৩৪. ঘূর্ণিঝড়ের সময় পানি শোধন করার সর্বোত্তম উপায় কী?

উত্তর : রাসায়নিক পদার্থ মিশিয়ে

৩৫. বন্যার সময় যখন নিরাপদ পানি পাওয়া যায় না, তখন কী মিশিয়ে পানি নিরাপদ করা যায়?

উত্তর : ফিটকিরি

৩৬. তোমার গ্রামে খাওয়ার পানির জন্য যদি শুধু নদী ও পুকুরের ওপর নির্ভর করতে হয়, এ অবস্থায় তুমি কীভাবে পানি পান করবে?

উত্তর : ১৫ মিনিট ফিল্টার করে পান করবো

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105861 and publish = 1 order by id desc limit 3' at line 1